01/11/2025
অসমাপ্ত জীবনের গল্প
ভালোবাসার পূর্ণতা সবার কপালে লেখা থাকে না—এটা আমি মেনে নিয়েছি।তুমি আমার হও বা অন্য কারো, আমি আজও ভালোবাসাকে সম্মান করি। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয়, সেটা ধরে রাখার যোগ্যতাও দরকার হয়।
আফসোস কোথায় জানো?
তুমি চাইলেই আমাদের গল্পটা ভিন্নরকম হতে পারতো,তুমি চাইলেই আমাদের মাঝে এই দূরত্ব তৈরি হতো না।তোমার ইচ্ছাতেই আমাদের মাঝখানে শূন্যতা এলো—কারণ তুমি জানো, তুমি চাইলে আমাদের বিচ্ছেদ করানোর সাধ্য এই দুনিয়ায় কারো ছিল না।
আজও বিশ্বাস করি—ভালোবাসা একতরফা হতে পারে,কিন্তু একটা সম্পর্ক একা কখনও গড়ে ওঠে না।তুমি ইচ্ছে করে হেঁটেছিলে সেই পথ যেখানে আমি ছিলাম না।
আর আমি? আমি এখনো দাঁড়িয়ে আছি সেখানে,যেখানে শেষবার তুমি ফিরে তাকিয়ে ছিলে…
ভালোবাসা আজও আছে, ঠিক আগের মতোই নিঃশব্দ,তবে এবার আর কারো কাছে কিছু বলার নেই, শুধু মনটা বোঝে। যে চাওয়াটা ছিল সত্য, সেটার দাম দিয়েছি নিজের শেষ হাসি দিয়ে।