NOBEL SEN

NOBEL SEN NOBEL SEN জয় রাম জয় গোবিন্দ🌺🌹 🙏
গুরু কৃপাহি কেবলম🌹🌺 🙏

07/07/2025

শ্রীশ্রী সত্যনারায়ণায় নমঃ
🌿 ৬৫তম বিদেহী মোহন্ত মহারাজগণের স্মরণোৎসব 🌿
📿 শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির
📍 ডিঙ্গামানিক, শরীয়তপুর, বাংলাদেশ

🙏 সশ্রদ্ধ স্মরণ ও পবিত্র ভক্তিসভার আমন্ত্রণ 🙏

পরম পূজনীয় বিদেহী মোহন্ত মহারাজগণের ৬৫তম স্মরণোৎসব উপলক্ষে আয়োজিত হচ্ছে এক আধ্যাত্মিক অনুষ্ঠানমালা।
এই উপলক্ষে অনুষ্ঠিত হবে—

🔸 শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও পাঠ
🔸 স্মরণ সভা ও গুরুভক্তিমূলক আলোচনা
🔸 নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ

এই দিনটি আমাদের সকলের জন্য এক পুণ্যময় তিথি —
যেখানে গুরুবর মহারাজগণের জীবন, ত্যাগ ও সাধনার কথা স্মরণ করে আমরা ভক্তি, প্রার্থনা ও আত্মশুদ্ধির এক নবতর যাত্রায় আত্মনিবেদিত হবো।

🌼 আপনার সহানুভূতিশীল উপস্থিতিই হবে এই পবিত্র উৎসবের মহিমা বৃদ্ধি।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবারসহ উপস্থিত থেকে এই স্মরণোৎসবকে সফল ও পূণ্যময় করে তুলতে।

🔱 গুরু কৃপাহি কেবলম্
🚩 জয় রাম! জয় গুরু! জয় সত্যনারায়ণ! 🚩

17/06/2025

🕉️ নাম-স্মরণে ভরে উঠুক হৃদয়, সাড়া দিক আকাশ বাতাস!

🎶
হরে কৃষ্ণ 🌼 হরে কৃষ্ণ 🌼
কৃষ্ণ কৃষ্ণ 🌼 হরে হরে
হরে রাম 🌼 হরে রাম 🌼
রাম রাম 🌼 হরে হরে
❤️🌹🙏🙏🌹❤️

রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 🌺
রাধা নামেতে প্রেমের পূর্ণিমা

📿
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবো মহেশ্বরঃ
গুরুঃ সাক্ষাৎ পরব্রহ্ম—তস্মৈ শ্রী গুরবে নমঃ।।

🌸
জয় গোবিন্দ 💚
জয় জগন্নাথ 💛
জয় রাম 🔱

🙏 এই নামমন্ত্র শুধু মুখে উচ্চারণের জন্য নয়, হৃদয়ে ধারণের জন্য।
নামের মধ্যেই আছে পরম শান্তি, চির আনন্দ, আর পরিত্রাণের দীপ্তি।

📌


17/06/2025

🕉️ নাম-স্মরণে ভরে উঠুক হৃদয়, সাড়া দিক আকাশ বাতাস!

🎶
হরে কৃষ্ণ 🌼 হরে কৃষ্ণ 🌼
কৃষ্ণ কৃষ্ণ 🌼 হরে হরে
হরে রাম 🌼 হরে রাম 🌼
রাম রাম 🌼 হরে হরে
❤️🌹🙏🙏🌹❤️

রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ 🌺
রাধা নামেতে প্রেমের পূর্ণিমা

📿
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবো মহেশ্বরঃ
গুরুঃ সাক্ষাৎ পরব্রহ্ম—তস্মৈ শ্রী গুরবে নমঃ।।

🌸
জয় গোবিন্দ 💚
জয় জগন্নাথ 💛
জয় রাম 🔱

🙏 এই নামমন্ত্র শুধু মুখে উচ্চারণের জন্য নয়, হৃদয়ে ধারণের জন্য।
নামের মধ্যেই আছে পরম শান্তি, চির আনন্দ, আর পরিত্রাণের দীপ্তি।
🌿 জয় রাধে কৃষ্ণ 🙏 জয় গুরু 🙏 জয় রাম 🙏🌿

📌


৩৪) সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধন জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি শরণ দ্বারা শ্র...
22/03/2025

৩৪) সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধন জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি শরণ দ্বারা শ্রদ্ধার উদ্বর্দ্ধন করিয়া লইতে হয়। লাভ অলাভ পিপাসা মুক্ত করিতে চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। যজনাদি ক্রীড়ার চর্চ্চায় তাহার নিবৃত্তি হয় না। কেবলমাত্র এক পতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া অঘাচনা ভাবে প্রতিক্ষা করিয়া যথাসাধ্য গুরোপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতিবুদ্ধির আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে নিশ্চয়াত্মিকা শক্তির বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। তখন সকল অভাবই দূর হইয়া আনন্দ প্রকাশ হইয়া যায়।

🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

21/03/2025

৩৩) সমবুদ্ধির দ্বারা দৈহিক গুণজাত প্রারব্ধ ভোগদণ্ড ক্ষয় করিতে হয়। ভোগ মোক্ষ হইলেই জীবন দশা প্রাকার মুক্ত হইয়া মানবত্ব চলিয়া যায়। ব্রজবাসী যোগে নিত্য সেবাধীকারীর শক্তির সাহায্যে নিত্যসেবার যোগ লাভ করিতে পারিবেন। যখন যে অবস্থায় যে যে বিষয় আধিপত্য করিয়া মন বুদ্ধিকে চঞ্চল করে তাহা ক্রমশঃ সহিষ্ণুতা শক্তির আবরণ করিয়া অভ্যাসবশে রাখিতে চেষ্টা করিবেন, বিফলতা থাকিবে না। মনের শান্তি সুখাদি যাহা যোগদান করেন সকলি অনিত্য, অস্থায়ী, ভ্রান্তিমাত্র জানিবেন। সর্ব্বদা কেবল পতিগত হইয়া তাহারই উন্মুখ পৃষ্ঠভঙ্গ বর্জ্জিত হওয়াই জীবের পরম ধর্ম্ম।

🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

20/03/2025

৩৫) প্রারব্ধ ভোগের জন্য কোনরূপে চঞ্চল কি ভয় করিতে নাই। ভাগ্যে যাহা যাহা ভাল মন্দের যোগ হয় তাহা ভোগ করিতে নিশ্চয়ভক্তি অবশিষ্ট ভোগমুক্ত করিয়া সর্ব্বদা আনন্দ বর্দ্ধন করিয়া পরম শান্তি অবিচ্ছেদ রসের তরঙ্গায়িত করিয়া লয়। অতএব সর্ব্বদা যখন যেমনই অবস্থার উদয় হউক না কেন সহিষ্ণুতার দ্বারা সর্ব্বদা সহ্য করিয়া লইবেন। সর্ব্বদাই ভগবৎ সেবার জন্য দৃঢ় আলিঙ্গন শক্তির বৃদ্ধির জন্য চেষ্টা করিবেন।

🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

19/03/2025

Sri Sri Bhavani Temple
. , , , , , , , , , , , , , , , , **ra, , , , , , , , , , , , , , , , , ,

19/03/2025

৩২) প্রারব্ধের ভোগ শেষ না হইলে কিছুই করিতে শক্তি হয় না। শরীরটি পরের বশে চলিয়া যাইতেছে, নিত্য সর্ব্বত্রেই পরাধীন গাত্র ইন্দ্রিয়াদির দ্বারা বিবর্ণ হইয়া ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। এই শরীরের উপর আধিপত্য কি হইতে পারে? সর্ব্বত্র সমভাবে প্রারব্ধের আকর্ষিত সুখ দুঃখ ভোগ করিতেই হইবে।
🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

18/03/2025

৩১) সংসার মায়াময়। বিকৃতি স্বভাবের তরঙ্গ সুখ দুঃখ অনুভূতির প্রশ্রয়; এই সকলই অভাব, ভ্রম বুদ্ধি মাত্র। অতএব পতি সেবাতে সর্ব্বদা বিবৃত থাকিতে চেষ্টা রাখিবেন। ফলাফলের দিকে লক্ষ্য রাখিবেন না। পতিসেবার জন্য স্বর্গ নরক কিম্বা গভীর কালচক্রের ভ্রমণই হউক, তাহাই মঙ্গল সূত জানিবেন।

🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

17/03/2025

এই সংসার মায়ামুগ্ধ মায়ামৃগে আকৃষ্ট হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে। তাঁহার শরণ মাত্রই ভ্রম শোধন হইতে পারে পুনরায় মায়াজালে বন্ধ হয় না।

🌿 "গুরুকৃপাহি কেবলম্" 🌿
🔱 "নাম সংকীর্ত্তনই পরম ধন" 🔱
✨ "জয় রাম! জয় গোবিন্দ!" ✨

🙏 নামময় হোক সকলের জীবন! 🙏
🔱 বেদবাণী প্রথম খণ্ড 🔱 #গুরুকৃপাহি_কেবলম্ #নামসংকীর্ত্তনই_পরমধন #জয়রাম_জয়গোবিন্দ #বেদবাণী #শ্রীশ্রীরামঠাকুর #ভক্তি #নামকীর্তন #সনাতনধর্ম #হরিনামসংকীর্তন #ভক্তিগীতি #গুরুকৃপা

14/03/2025

Address

Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when NOBEL SEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOBEL SEN:

Share