07/07/2025
শ্রীশ্রী সত্যনারায়ণায় নমঃ
🌿 ৬৫তম বিদেহী মোহন্ত মহারাজগণের স্মরণোৎসব 🌿
📿 শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির
📍 ডিঙ্গামানিক, শরীয়তপুর, বাংলাদেশ
🙏 সশ্রদ্ধ স্মরণ ও পবিত্র ভক্তিসভার আমন্ত্রণ 🙏
পরম পূজনীয় বিদেহী মোহন্ত মহারাজগণের ৬৫তম স্মরণোৎসব উপলক্ষে আয়োজিত হচ্ছে এক আধ্যাত্মিক অনুষ্ঠানমালা।
এই উপলক্ষে অনুষ্ঠিত হবে—
🔸 শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা ও পাঠ
🔸 স্মরণ সভা ও গুরুভক্তিমূলক আলোচনা
🔸 নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ
এই দিনটি আমাদের সকলের জন্য এক পুণ্যময় তিথি —
যেখানে গুরুবর মহারাজগণের জীবন, ত্যাগ ও সাধনার কথা স্মরণ করে আমরা ভক্তি, প্রার্থনা ও আত্মশুদ্ধির এক নবতর যাত্রায় আত্মনিবেদিত হবো।
🌼 আপনার সহানুভূতিশীল উপস্থিতিই হবে এই পবিত্র উৎসবের মহিমা বৃদ্ধি।
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবারসহ উপস্থিত থেকে এই স্মরণোৎসবকে সফল ও পূণ্যময় করে তুলতে।
🔱 গুরু কৃপাহি কেবলম্
🚩 জয় রাম! জয় গুরু! জয় সত্যনারায়ণ! 🚩