Jahidul Dipz FF

Jahidul Dipz FF Assalamualaikum❤️

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

©unknown

সীমিত আকারে ইন্টারনেট খুলে দেওয়ার পর যা যা দেখলাম, মনে হচ্ছে ইন্টারনেট না আসলেই ভালো ছিলো। এসব মেনে নিয়েও যদি এই দেশের প...
24/07/2024

সীমিত আকারে ইন্টারনেট খুলে দেওয়ার পর যা যা দেখলাম, মনে হচ্ছে ইন্টারনেট না আসলেই ভালো ছিলো। এসব মেনে নিয়েও যদি এই দেশের পরিচয়ে বেচে থাকা লাগে, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে??

দল যার যার যেমন তেমন সাপোর্ট থাকতে পারে। কিন্তু কেউ যদি এখনো এসব নিয়ে ছাত্রলীগের অথবা প্রধানমন্ত্রীর সাপোর্টে কথা বলেন, এই জীবনে আমার সামনে পরিয়েন না। আপনাদের মতো অমানুষ আমার চোখের যেনো না পড়ে!!

কত্তো নির্মম, কত্তো জানোয়ার তারা। কয়েকটা ফুটেজ দেখার পরে আর নিতে পারতেছিনা।। জাস্ট মনে হচ্ছে কেমন যেনো জীবিত লাশ আমি!! 😥

ইন্টারনেট ব্যাক করছে সেটা নিয়েই সবাই খুশি, কেন বন্ধ ছিলো সেটা অনেকের মনেই নাই! 💔
24/07/2024

ইন্টারনেট ব্যাক করছে সেটা নিয়েই সবাই খুশি, কেন বন্ধ ছিলো সেটা অনেকের মনেই নাই! 💔

18/07/2024

কই জানি পড়লাম, নিচ থেকে মিডিয়াম কোয়ালিটি লেজার মারলে নাকি হেলিকপ্টারের পাইলট চোখে দেখতে পায় না। ঘটনা সত্যি কিনা জানি না।

এক্সপেরিমেন্ট না করলে আসলে বুঝা যায় না এগুলা কতটা সত্যি। সায়েন্টিফিক ব্যাপার স্যাপার।

18/07/2024

নতুন ব্রিজ রাজবাড়ী কনভেনশন হলের অপজিটে একটা এ বস্তিতে প্রায় ষাট সত্তর জন শিক্ষার্থী আটকা পড়ে আছে অনেকের গুলি লাগছে প্লিজ একটু সাহায্যের জন্য অ্যাম্বুলেন্স পাঠান।
01568-739595
দয়া করে প্লিজ সাহায্য করুন

18/07/2024

একটি বিশেষ অনুরোধ!!
চট্টগ্রামের যে সকল মানুষের বাসা বা বাড়ি নতুনব্রিজ, চান্দগাও সংলগ্ন এলাকায় রয়েছে, আপনারা দয়া করে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের ব্যবহৃত ওয়াইফাইয়েৱ পাসওয়ার্ড মুক্ত বা ফ্রি করে দেন। এতে আজ আপনাদের সর্বোচ্চ মহানুভবতার প্রকাশ ঘটবে।

আমি সকলের নিকট পোস্টটির সর্বোচ্চ শেয়ার কামনা করছি!!

17/07/2024

আপডেট ২০ মিনিট আগে.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জন নিহত
৪০০ জন আহত,, ২৫ জন মৃত্যুর সাথে লড়াই করছে।
আহ্ বাংলাদেশ। 😭😭

আজ ঢাবি,জাবি,রাবি-কে বাঁচাতে না পারলে প্রিয় মাতৃভূমির কবর খুঁড়ে রাখুন।
কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।


















17/07/2024

প্রিয় ঢাকাবাসী 🙏
ছাত্রদের পাশে দাঁড়ান।
আশ্র‍য় দিন। খাবার দিন। চিকিৎসা দিন।
ওরা আপনাদের ভাই/বোন/ সন্তান।
🇧🇩

17/07/2024

" ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় " এর অবস্থা খুবই খারাপ। পুলিশ-বিজিবি- সাধারণ ছাত্রদের উপর হামলা করছে। ঢাকা, রাজশাহী সহ পুরো দেশের মানুষ ঢাবি, রাবি ও জাবিকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন"

এমন পোস্ট সবাই নিজেদের profile এ দেন। গ্রুপের চেয়ে এটা বেশি কাজে আসবে।





Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jahidul Dipz FF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahidul Dipz FF:

Share