07/06/2025
🍁 একটি বিষ্ময়কর হাদিস
রাসুলুল্লাহ (ﷺ) বলেন, আমি আমার উম্মতের এক লোককে দেখলাম,
সে (পুল) সিরাত পাড়ি দিচ্ছে। কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো ঝুলন্ত হয়ে আছে।
[কত কঠিন অবস্থা, পড়ে গেলেই নিচে জাহান্নাম। ভাবা যায়?]
হঠাৎ দুরুদ শরিফের আমল আসলো, তাকে দাড় করালো। অতঃপর জাহান্নাম থেকে মুক্ত করলো।
[মুসতাদরাকে হাকিম। ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন, হাদিসটির সনদ উত্তম]
দুরুদ এমন একটি আমল, যদি কোনো গোনাহগার ব্যক্তিও একবার পড়ে, তাহলে সেও দশটি রহমত পেয়ে যায়।
[সহিহ বুখারী]
❝ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ❞
[Abdullah Al Monsur হাফি.]