Sanjida Akter Mistii

Sanjida Akter Mistii Welcome To My Page

07/06/2025

🍁 একটি বিষ্ময়কর হাদিস

রাসুলুল্লাহ (ﷺ) বলেন, আমি আমার উম্মতের এক লোককে দেখলাম,
সে (পুল) সিরাত পাড়ি দিচ্ছে। কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো ঝুলন্ত হয়ে আছে।

[কত কঠিন অবস্থা, পড়ে গেলেই নিচে জাহান্নাম। ভাবা যায়?]

হঠাৎ দুরুদ শরিফের আমল আসলো, তাকে দাড় করালো। অতঃপর জাহান্নাম থেকে মুক্ত করলো।

[মুসতাদরাকে হাকিম। ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন, হাদিসটির সনদ উত্তম]

দুরুদ এমন একটি আমল, যদি কোনো গোনাহগার ব্যক্তিও একবার পড়ে, তাহলে সেও দশটি রহমত পেয়ে যায়।
[সহিহ বুখারী]

❝ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ❞
[Abdullah Al Monsur হাফি.]

07/06/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না।

-শুআবুল ঈমান : ২৩৯৫।

07/06/2025

(১) ফরয সালাতের জন্য আযান দেওয়া হলে মনোযোগ
এবং বিশ্বাসের সাথে আযানের বাক্যগুলো উচ্চারণ
করে জবাব দিতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ।
(২) এরপর দুরুদ পড়তে হয়। সর্বোত্তম দুরুদ হচ্ছে দুরুদে
ইব্রাহীম, যেই দুয়া নামাযে পড়া হয়।
(৩) এরপর আযানের দুয়াটা পড়তে হয়।
এইভাবে আযানের উত্তর দেওয়ার পর দুয়া কবুলের জন্য
গুরুত্বপূর্ণ একটা সময় রয়েছে যেই ব্যাপারে আমাদের
অনেকেই উদাসীন। দুয়া করার জন্য আপনাকে ওযু করে
জায়নামাযে বসে দুয়া করতে হবে, এমন কোন শর্ত নয়।
ওযু অবস্থায়, জায়নামাযে বসে, কিবলামুখী হয়ে, দুই
হাত তুলে মুনাজাত করা উত্তম। কিন্তু কাজের মধ্যে
থাকা অবস্থায় এইভাবে দুয়া করতে না পারলে
যেকোন অবস্থাতেই আপনি দুয়া করতে পারবেন।

05/06/2025

রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায় ।
(আবু দাউদঃ ৪৯৯২ ; সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ-৩)

04/06/2025

আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয় ।

(সহীহ বুখারী (ইফাঃ) ৩২১৫)

26/03/2024

🤏চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।
১) আপনি যখনি রাসূল (ﷺ) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (ﷺ) কে গিয়ে আপনার নাম বলে।
হ্যাঁ, স্বয়ং রাসূল (ﷺ) কে আপনার "নাম" বলে।
২) রাসূল (ﷺ) এর প্রতি একবার সালাম পাঠালে; স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ আপনার উপর ১০ বার সালাম পাঠান।
৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দু'আ নাও করেন।
৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।
__________সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার এবং দু'আ ইউনুস।

24/03/2024

দোয়া কবুল

রাসূল(স) বলেছেন ," প্রত্যেক বান্দারি দোয়া কবুল হয়। যতক্ষণ না তারা আত্নীয়তা ছিন্ন হওয়ার দোয়া করে কিংবা তাড়াহুড়ো করে।"

সাহাবি জিজ্ঞেস করলেন, " ইয়া রাসুলুল্লাহ(স), তাড়াহুড়ো কি?"

রাসূল(স) বলেন," যখন কোনো বান্দা কয়েকবার দোয়া করার পর বলে উঠে এতোবার দোয়া করলাম তাও দোয়া কবুল হলো না। আমার দোয়া মনে হয় না আর কবুল হবে। আমি দোয়া করে লাভ নেই। এটিই তাড়াহুড়ো।

(সহিহ মুসলিম:২৩৭৫)

বুখারির একটি হাদিসে বলা আছে। যখন কোনো বান্দা দোয়া করে সাথে সাথে তার দোয়ার জবাব দিয়ে আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা। তবে জবাবটি ৩ ভাবের যেকোনো ১ ভাবে তিনি দেনঃ-

১) সাথে সাথে দোয়া কবুল।
২) দোয়াটি আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন।
৩) সম পরিমাণের কোনো বিপদ থেকে বান্দাকে রক্ষা করেন।

©Mahmud Akash

24/03/2024

দিনে যে আমল গুলো বেশি বেশি করতে পারেনঃ-
১. কেউ যদি একদিনে একশ’বার ‘‘সুবহা-নাল্লা-হ’’ পড়ে
তাহলে এতে তার জন্য এক হাজার নেকী লেখা হবে
অথবা তার এক হাজার গুনাহ মাফ করা হবে। [মুসলিম
২৬৯৮, তিরমিযী ৩৪৬৩]
২. যে ব্যক্তি এক শতবার আল্লাহু আকবার, এক শতবার
আলহামদু লিল্লাহ এবং এক শতবার সুবহানাল্লাহ পড়বে,
তা জিনপোষ ও লাগামসহ একশত ঘোড়া আল্লাহর পথে
(জিহাদে) দান করার চেয়ে উত্তম, একশত উটের চেয়ে
উত্তম এবং একশত গোলাম আজাদ করার চেয়ে উত্তম।
[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৮১০]
৩. যে ব্যক্তি এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ, এক
শতবার সুবহানাল্লাহ এবং এক শতবার আল্লাহু আকবার
বলবে তার জন্য তা দশটি গোলাম আযাদ করা এবং
সাতটি উট কোরবানী করার চেয়ে উত্তম।
[আদাবুল মুফরাদ, হাদিস নং ৬৪০]
৪. যে ব্যক্তি একবার দরূদ পাঠ করবে আল্লাহ তা’আলা
তাঁর উপর দশবার রহমত নাযিল করবেন, তাঁর দশটি গুনাহ
মিটিয়ে দেওয়া হবে এবং তাঁর জন্য দশটি মর্যাদা
উন্নীত করা হবে।
[সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১২৯৭]
৫. যে ব্যক্তি সূরা “ইযা যুলযিলাত” পাঠ করবে তাকে
অর্ধেক কুরআনের সমান এবং যে ব্যক্তি “কুল ইয়া
আইয়্যুহাল কাফিরূন” পাঠ করবে তাকে কুরআনের এক-
চতুর্থাংশের সমান এবং যে ব্যক্তি সূরা “কুল হুওয়াল্লাহু
আহাদ” পাঠ করবে তাকে কুরআনের এক-তৃতীয়াংশের
সমান সাওয়াব দেয়া হবে।
[জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৮৯৩]
৬. যে ব্যক্তি ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ ১০ বার পাঠ করবে,
আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক প্রাসাদ
নির্মাণ করবেন।”
[আহমাদ ১৫৬১০]
৭. দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ,
পাল্লায় অতি ভারী, আর আল্লাহ্র নিকট অতি প্রিয়। তা
হলোঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী,
সুবহানাল্লাহিল আযীম।
[সহিহ বুখারী, হাদিস নং ৬৪০৬]
৮. যে লোক (একবার) বলে “সুবহানাল্লাহিল আযীম
ওয়াবিহামদিহী”, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ
লাগানো হয়।
[জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৬৪]
৯. “লা-হাওলা ওয়ালা কু-ওয়াতা ইল্লা- বিল্লা-হ”।
বেশি বেশি পাঠ করা কেননা এটি জান্নাতের গুপ্তধন।
[জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৩৭৪]
১০. বেশি বেশি কুরআন তিলাওয়াত করা।
যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন মাজীদ)এর একটি
বর্ণ পাঠ করবে, তার একটি নেকী হবে। আর একটি নেকী,
দশটি নেকীর সমান হয়।

24/03/2024

খুব সুন্দর একটি পোস্ট সকলে পড়বেন
সবার কাছে অনুরোদ রইলো পড়ার জন্য"
একদিন এক মুসলমান লোক চুল কাটতে গেছে এক
নাপিতের দোকানে। কিন্তু নাপিত হলো নাস্তিক। তাঁর
চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে
চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই। নাস্তিক নাপিত বলতে
লাগলো.....
:- যদি ঈশ্বর থাকতো তাহলে এতো লোক অনাহারে মরত
না। সে বাইরে একটা বস্ত্রহীন মানুষকে দেখিয়ে বলল,,,,,
:- যদি ঈশ্বর থাকতো তাহলে ওই লোক অনাহারে কেন?
মুসলমান লোকটা কিছু বললনা। চুপ চাপ শুনে যেতে
লাগলো। এরপর যখন তার চুল কাটা শেষ হলো সে বাইরে
গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল....
:- এই এলাকায় কোনো নাপিত নেই। নাপিত তার কথায়
অবাক হয়ে গেল এবং বলল,,,,
:- নাপিত না থাকলে আপনার চুল কাটল কে? তারপর
মুসলমান লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা লোককে
দেখিয়ে বলল ,,,,,,
:- নাপিত থাকলে ওই লোকগুলোর চুল লম্বা কেন??
নাপিত বললো,,,,.
:- ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে। আমার
কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি
কিছু করতে পারবো??? মুসলমান লোকটা তখন বললো,,,
:- তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে, সৃষ্টিকর্তাকে
না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি করবে। তিনি
হলেন দয়ার সাগর ভালো করে ডাকো অবশ্যই সাড়া
দেবেন তিনি।
_____________সুবহানাল্লাহ____________

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Akter Mistii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjida Akter Mistii:

Share