20/09/2025
সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ
জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা ( মগধরা ইউনিয়ন) এর উদ্যোগে “সন্দ্বীপের উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'সন্দ্বীপবাসীর মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি ও জেলে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। দ্বীপের মানুষ বহুদিন ধরে অবহেলিত। তাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপোসহীন ভাবে কাজ করে যাব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামেও আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।'
তিনি আরও বলেন, 'সন্দ্বীপের নদী ভাঙন রোধ, জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জামায়াতে ইসলামী বাস্তবধর্মী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। আমরা উন্নয়ন চাই, তবে সেই উন্নয়ন হতে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।'
সভায় অন্যান্য বক্তারা উন্নয়নমুখী কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মগধরার কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন আরব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে
সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, মুহাম্মদ আলতাফ উদ্দিন ভূঁইয়া, মগধরা ইউনিয়ন এর নিকাহ রেজিস্ট্রার মাওলানা ফখরুল ইসলাম কাদেরী, আবুল বশর, বেলাল হোসাইন সায়েম, ইফতেখারুল আলম, আক্তারুজ্জামান, ইলিয়াস হায়দার প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সন্দ্বীপ উপজেলা।
তথ্য ও প্রচার বিভাগ