28/09/2022
ফেজবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ, কি ইঙ্গিত দিল বুবলী
চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন আকাশে-বাতাসে ভাসছে কয়েক বছর ধরেই। মাঝে প্রায় এক বছর তিনি দেশের বাইরে একেবারে আড়ালে থাকায় খবরের ডালপালা আরও চাউর হয় বিনোদল পাড়া থেকে সবখানে। শাকিব খানের সন্তানের জন্ম দিয়েছেন তিনি এমন গুঞ্জনে সবসময় অস্বীকার করে গেছেন দুজনেই। সে কারণে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না। তবে এবার সেই গুঞ্জনকে যেন নিজেই সত্য প্রমাণ করলেন বুবলী!
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল শাকিব-অপুর পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন। দিনজুড়ে সোশ্যাল হ্যান্ডেলে বইছিলো জয়ের জন্মদিন ঘিরে তারকা বাবা-মায়ের শুভেচ্ছাবার্তা। সেই রেশ ধরে একই দিন বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি বেবি বাম্পের ছবি পোস্ট করেন শবনম বুবলী। ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।
মুহূর্তেই জয়ের জন্মদিন ছাপিয়ে বুবলীর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠেছে, তার মা হওয়ার গুঞ্জন কি তাহলে সত্যি? নেট দুনিয়া যখন এই বিষয়ে তোলপাড়!
ক্যাপশন থেকে অনুমেয় যে, কয়েক বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি।
তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে গতকাল শাকিব পুত্র জয়ের জন্মদিন হওয়ায় অনেকেই ধারণা করছেন, নিশ্চয়ই বুবলীর সন্তানের পিতা শাকিব। পিতৃস্নেহ জয় একা উপভোগ করছে এটা মেনে নিতে কষ্ট থেকেই নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনকে বেছে নিয়েছেন অভিনেত্রী বুবলী।
দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সন্তানের জন্মদান প্রসঙ্গে কোনো কথা বলেননি বুবলী। তখন গণমাধ্যমকে বুবলী জানিয়েছিলেন, তার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না সে সময়।
তখন বুবলী বলেছিলেন, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনী শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলবো, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’ সেই সময় অনলাইন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে। সেই হিসেবে বাবা হয়েছেন শাকিব খান। এই বিষয়ে শাকিব খানও মুখ খোলেননি।
কিন্তু এবার বুবলী কেন রহস্যের আশ্রয় নিলেন? বুবলীভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেন। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন। বুবলীর মা হওয়ার বিষয়টি সত্য কিনা, এ বিষয়ে জানার জন্য বুবলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
বুবলীর ঘনিষ্ঠজনরা জানান, এ নায়িকা এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। শুটিং সেটে তাকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি। এমনকি সম্প্রতি এফডিসিতে শুটিংয়েও তাকে স্লিম ফিগারে দেখা গেছে। মা হওয়ার মতো শারীরিক কোনো লক্ষণ ছিল না।
এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেটে মা হওয়ার গুঞ্জন ও ফেসবুকে দেওয়া ছবির বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুবলী সাংবাদিকদের বলেন, প্রত্যেকটা ঘটনার পেছেনেই একটা ঘটনা থাকে। আমি কখনও ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, ঘটনার পেছনে তো ঘটনা থাকে। চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। আপনারা দয়া করা এ নিয়ে কোনো অপব্যাখ্যা দেবেন না, এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলবো, কিন্তু আজ যেহেতু ‘চাদর’ সিনেমার সেটে আছি, এটা নিয়েই কথা বলি। বিষয়টি নিয়ে কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন ডেকে বিস্তারিত বলবো সবার সঙ্গে।