CnNews24

CnNews24 বাংলা অনলাইন সংবাদ মাধ্যম

21/11/2022
14/11/2022

ইংলিশদের টি-টোয়েন্টি বিশ্বকাপ উল্লাস

11/11/2022

সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পতির বিচ্ছেদ

09/11/2022

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা.........

24/10/2022

দৈনিক আজাদী 22.10.2022, আজাদীর শিরোনাম

07/10/2022

উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক সাধক, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাদ্দাজিল্লুহুল আলি) রোববার রাতে চট্টগ্রাম পৌঁছেছেন...

১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব!২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ...
04/10/2022

১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব!

২০১৮ সালের ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। কিন্তু বুধবার সকালে অপু বিশ্বাস নতুন আলোচনার জন্ম দেন।

সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন অপু বিশ্বাস।

শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

অপু বিশ্বাসের সুখী পরিবারের উচ্ছ্বাসের বাতাস ফুটো করে দিলেন বুবলী। মঙ্গলবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন। শুক্রবার ছেলের ছবি প্রকাশ করলেন। এর পরও প্রশ্ন থেকে গিয়েছিল শাকিব খান বুবলীকে বিয়ে করেছিলেন তো? তো সোমবার এই প্রশ্নেরও উত্তর দিলেন বুবলী।

২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শবনম বুবলীকে। বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার কারণেই শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। ১২ মার্চ ডিভোর্স দেওয়ার পর ২০ জুলাই বিয়ে করেন বুবলীকে। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। খবরটি বুবলী জানালেন ১৫৩৬ দিন পর।

শুক্রবার নিজের ছেলের ছবিগুলো প্রকাশ করে বুবলী লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ’

অভিনেত্রী আরো বলেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

আর সোমবার (৩ অক্টোবর) নিজেদের দুজনের ছবি প্রকাশ করে জানালেন বিয়ের তারিখ।

থাইদের গুঁড়িয়ে নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশেরনারী এশিয়া কাপে থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিংয়ে ৯ উই...
01/10/2022

থাইদের গুঁড়িয়ে নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নারী এশিয়া কাপে থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশ অধিনায়ক নিগারকে। টস জিতে থাইল্যান্ড নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্তটাকে মোটেও ‘ভালো’ মনে হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। থাই মেয়েদের গুঁড়িয়ে দিয়েছে ৮২ রানেই।

থাইল্যান্ড অবশ্য শুরুটা করেছিল বেশ দেখে শুনে। তবে বাংলাদেশি বোলাররা একটু পরই চড়াও হন তাদের ওপর। পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন।

তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

ব্যাট হাতে শেষ কিছু দিন ধরেই সময়টা বেশ ভালো কাটছে ওপেনার ফারজানা হকের, বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালেও পেয়েছিলেন দারুণ এক ফিফটি। সে ফর্মটা এশিয়া কাপেও টেনে এনেছেন তিনি। সঙ্গে পেয়েছেন ওপেনার শামিমা সুলতানাকেও, তার ব্যাটও হাসল আজ। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দুজন শুরু থেকেই চড়াও হয়েছিলেন থাই বোলারদের ওপর। তাতে ১০ উইকেটের জয়টাই নিয়তি বলে মনে হচ্ছিল স্বাগতিকদের।

তবে জয় থেকে বাংলাদেশ যখন হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে, তখনই বিদায় নেন শামিমা। থিপাচা পুথাওংয়ের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন, ৩০ বলে ৪৯ রান করে ফেরেন তিনি। বাকি পথটা অবশ্য বাংলাদেশ পাড়ি দিয়েছে নির্বিঘ্নেই। ১১.৪ ওভারেই পেরিয়ে গেছে থাইদের দেওয়া ৮৩ রানের লক্ষ্য। ৯ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেন নিগাররা।

স্বামী ও ছেলের ছবি প্রকাশ্যে আনলেন বুবলীচিত্রনায়িকা বুবরীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর থেকে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়...
30/09/2022

স্বামী ও ছেলের ছবি প্রকাশ্যে আনলেন বুবলী

চিত্রনায়িকা বুবরীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর থেকে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক ডালপালা মেললেও অবশেষে বিষয়টি সামনে এসেছে। বুবলী-শাকিবের পুত্র সন্তানের বয়স আড়াই বছর। বিষয়টি বুবলি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান বুবলী। পোস্টে তিনি লিখেছেন,

"আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।"

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করেন।

‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন।

এরপর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও বুবলী বিষয়টি সময়মতো সবার সামনে আনবেন বলে জানান। এবং শেষ পর্যন্ত সবটাই প্রকাশ্যে আনেন।

এদিকে আড়াই বছর পর ঠিক এই সময়টাতেই কেনো সন্তানতে প্রকাশ্যে আনতে চলেছেন বুবলী? এই প্রশ্নে উত্তরে কেউ কেউ বলছেন, নতুন আরেক নায়িকার সঙ্গে নাকি প্রায়ই দেখা যাচ্ছে নায়ক শাকিব খানকে। নতুন সেই নায়িকাও কি তবে অপু-বুবলীর পথেই হাঁটছেন?

বুবলী রহস্যের নতুন মোড়!গল্পের শুরুটা করতে চাই চিত্রনায়িকা শবনম বুবলীর একটি বক্তব্য দিয়ে। ‘ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। এক...
29/09/2022

বুবলী রহস্যের নতুন মোড়!

গল্পের শুরুটা করতে চাই চিত্রনায়িকা শবনম বুবলীর একটি বক্তব্য দিয়ে। ‘ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্টের পেছনে আরেকটা স্ক্রিপ্ট থাকে।’ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই বললেন নায়িকা বুবলী। আমরা একটু পেছনে যেতে চাই। জানতে চাই কেন বুবলী বললেন একথা।

২০১৭ সালের ১৮ মার্চ, বিকেল ৪টা ৫৬ মিনিট। নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন বুবলী। ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও তিনজনকে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, ‘ফ্যামিলি টাইম’। ছবিটি দেখে তেলে-বেগুনে জ্বলে ওঠেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুরু হয় অপু-বুবলী যুদ্ধ। বক্তব্য-পাল্টা বক্তব্যে নিজেদের জাহির করার চেষ্টা। পরে বেরিয়ে আসে থলের বিড়াল!

১০ এপ্রিল, ২০১৭। ছেলে আব্রাম খান জয়সহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে যান অপু বিশ্বাস। জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। শাকিব-অপুর ছেলে জয়। শাকিবের ইচ্ছাতে বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় জয়ের। এরপর অনেক নাটকীয়তা শেষে বিচ্ছেদ হয় শাকিব-অপুর। বাস্তব জীবনের পাশাপাশি লাইট-ক্যামেরার দুনিয়া থেকেও হারিয়ে যায় এ জুটি।

অন্যদিকে বুবলীকে নিয়ে একের পর এক সিনেমা করতে থাকেন শাকিব খান। ছেলেকে নিয়ে জীবন সংগ্রামে নেমে পড়েন অপু বিশ্বাস। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ গল্পে নতুন মোড় নিয়ে আসেন শবনম বুবলী। ২০২০ সালের শুরু দিকে শোবিজে ছড়িয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তখন তিনি ‘বীর’ সিনেমার শুটিং করছিলেন। বুবলীর শারীরিক গড়নে ধরা পড়েছিল অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। এরপর ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করে উধাও হয়ে যান বুবলী। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। শোবিজে ছড়িয়ে পড়ে, অপু বিশ্বাসের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে!

তখন লোক মুখে একটাই প্রশ্ন- বুবলীর সন্তানের বাবা কে? বুবলীর সে সময়ের নীরবতা আলোচনায় ঘি ঢেলেছিল। মা হওয়ার গুঞ্জনে কেন নীরব ছিলেন ঢালিউডের এ নায়িকা? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ান অনেকে। লোকমুখের কথা- সে সময় ২৫ হাজার আমেরিকান ডলার নিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন শবনম বুবলী। অনেকে হয়তো খবরটি বিশ্বাস করতে চাননি। কিন্তু সে উড়ো খবরের প্রমাণ পাওয়া গেল বুবলীর মঙ্গলবারের পোস্ট থেকে। যেখানে নায়িকা দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘থ্রোব্যাক আমেরিকা’। ছবিতে বেবিবাম্পসহ দেখা যায় শবনম বুবলীকে। ক্যাপশনে লেখা, ‘মি ইউথ মাই লাইফ।’ তার সঙ্গে লাভ ইমোজি।

১১ মাস পর দেশে ফিরেছেন শবনম বুবলী। এমন শিরোনামে প্রকাশিত খবরগুলোর কথা নিশ্চয় মনে আছে? ২০২১ সালের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে খবরগুলো বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল। দেশে ফিরেছিলেন বুবলী। ফিরে তার পছন্দের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে এতো লম্বা সময় কোথায় ছিলেন? এ প্রশ্নের উত্তর দেননি। মা হওয়ার গুঞ্জনেও রহস্য জিইয়ে রেখেছিলেন রহস্যময়ী এ নায়িকা। বলেছেন, সময় হলেই সব বলবেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল শাকিব খানের ছেলে জয়ের জন্মদিন। জয়কে নিয়ে নিজের ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন শাকিব খান। চুপ থাকতে পারেননি বুবলী। বেবিবাম্পের ছবি প্রকাশ করে নাড়িয়ে দিয়েছেন নেটদুনিয়া। রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন। বুবলী অন্তঃসত্ত্বা ছিলেন, তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। কিন্তু আবারও সেই প্রশ্ন- তাহলে সন্তানের বাবা কে? সন্দেহের তীর অবশ্য ঢালিউড ভাইজান শাকিব খানের দিকেই।

তবে জয়ের জন্মদিনেই কেন বুবলী এ পোস্ট করলেন? সে প্রশ্নও অনেকের মনে। তাহলে কীসের ইঙ্গিত দিয়েছেন এ নায়িকা? এমনটাও জানতে চান নেটিজেনরা। এসব প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বুবলীর কাছে। ধারণা করা হয়, এবার তিনি রহস্য উন্মোচন করবেন। কিন্তু না, আবারও রহস্য জিইয়ে রাখলেন রহস্যময়ী এ নায়িকা।

বুবলী আভাস দিয়েছেন। জানিয়েছেন, ইসলাম ধর্মের রীতিতেই তার সবকিছু হয়েছে। কিন্তু কার সঙ্গে বিয়ে হয়েছে? তার সন্তানের বাবাই বা কে- এসব ব্যাপারে তার সেই আগের উত্তর। ‘একটু অপেক্ষা করুন। আমি সব জানাব।’

গল্পে এসেছে ক্লাইমেক্স অ্যান্ড ক্লাইমেক্স। এতে নানা মনে নানা প্রশ্ন- সে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আমরাও। তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে আছি বুবলীর দিকে। কারণ তিনি বলবেন, সময় হলেই বলবেন। সময় নিয়েছেন সাংবাদিকদের কাছ থেকে। ওদিকে অপু বিশ্বাসও এক প্রকার ঘি ঢালছেন। ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৪৪ মিনিটে জয়ের জন্মদিন উদ্‌যাপনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সাম মোমেন্টস অফ অ্যা হ্যাপি ফ্যামিলি। প্রে ফর আস অল।’ হ্যাশট্যাগ ফ্যামিলি লাভ। তার সঙ্গে লাভ ইমোজি।

যদি ‘ফ্যামিলি’ শব্দটা ধরি, তাহলে মনে প্রশ্ন আসে, ৫ বছর আগের কাহিনির পুনরাবৃত্তি? সেদিকে আর যেতে চাইছি না। আপাতত গল্পে কমা টানতে চাই। তবে বুবলী রহস্য নতুন মোড় নিয়েছে- সেটি মোটামুটি পরিষ্কার। আর ত্রিভুজ প্রেমের গল্পের সমীকরণ তখনই বোঝা যাবে, যখন বুবলী নীরবতা ভাঙবেন। রহস্য উন্মোচন করবেন। আর যতক্ষণ না তা করবেন, ততক্ষণ রহস্যময়ী নায়িকা হিসেবেই থাকবেন শোবিজে।

ফেজবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ, কি ইঙ্গিত দিল বুবলীচিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন আকাশে-বাতাসে ভাসছে কয়েক বছর ...
28/09/2022

ফেজবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ, কি ইঙ্গিত দিল বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন আকাশে-বাতাসে ভাসছে কয়েক বছর ধরেই। মাঝে প্রায় এক বছর তিনি দেশের বাইরে একেবারে আড়ালে থাকায় খবরের ডালপালা আরও চাউর হয় বিনোদল পাড়া থেকে সবখানে। শাকিব খানের সন্তানের জন্ম দিয়েছেন তিনি এমন গুঞ্জনে সবসময় অস্বীকার করে গেছেন দুজনেই। সে কারণে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছিল না। তবে এবার সেই গুঞ্জনকে যেন নিজেই সত্য প্রমাণ করলেন বুবলী!

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল শাকিব-অপুর পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন। দিনজুড়ে সোশ্যাল হ্যান্ডেলে বইছিলো জয়ের জন্মদিন ঘিরে তারকা বাবা-মায়ের শুভেচ্ছাবার্তা। সেই রেশ ধরে একই দিন বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি বেবি বাম্পের ছবি পোস্ট করেন শবনম বুবলী। ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।

মুহূর্তেই জয়ের জন্মদিন ছাপিয়ে বুবলীর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠেছে, তার মা হওয়ার গুঞ্জন কি তাহলে সত্যি? নেট দুনিয়া যখন এই বিষয়ে তোলপাড়!

ক্যাপশন থেকে অনুমেয় যে, কয়েক বছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি।

তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে গতকাল শাকিব পুত্র জয়ের জন্মদিন হওয়ায় অনেকেই ধারণা করছেন, নিশ্চয়ই বুবলীর সন্তানের পিতা শাকিব। পিতৃস্নেহ জয় একা উপভোগ করছে এটা মেনে নিতে কষ্ট থেকেই নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করেই জয়ের জন্মদিনকে বেছে নিয়েছেন অভিনেত্রী বুবলী।

দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সন্তানের জন্মদান প্রসঙ্গে কোনো কথা বলেননি বুবলী। তখন গণমাধ্যমকে বুবলী জানিয়েছিলেন, তার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না সে সময়।

তখন বুবলী বলেছিলেন, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনী শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলবো, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।’ সেই সময় অনলাইন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে। সেই হিসেবে বাবা হয়েছেন শাকিব খান। এই বিষয়ে শাকিব খানও মুখ খোলেননি।

কিন্তু এবার বুবলী কেন রহস্যের আশ্রয় নিলেন? বুবলীভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেন। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন। বুবলীর মা হওয়ার বিষয়টি সত্য কিনা, এ বিষয়ে জানার জন্য বুবলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

বুবলীর ঘনিষ্ঠজনরা জানান, এ নায়িকা এখন ঢাকার একটি হাসপাতালে ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। শুটিং সেটে তাকে বেবি বাম্পের অবস্থায় দেখা যায়নি। এমনকি সম্প্রতি এফডিসিতে শুটিংয়েও তাকে স্লিম ফিগারে দেখা গেছে। মা হওয়ার মতো শারীরিক কোনো লক্ষণ ছিল না।

এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেটে মা হওয়ার গুঞ্জন ও ফেসবুকে দেওয়া ছবির বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুবলী সাংবাদিকদের বলেন, প্রত্যেকটা ঘটনার পেছেনেই একটা ঘটনা থাকে। আমি কখনও ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, ঘটনার পেছনে তো ঘটনা থাকে। চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। আপনারা দয়া করা এ নিয়ে কোনো অপব্যাখ্যা দেবেন না, এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলবো, কিন্তু আজ যেহেতু ‘চাদর’ সিনেমার সেটে আছি, এটা নিয়েই কথা বলি। বিষয়টি নিয়ে কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন ডেকে বিস্তারিত বলবো সবার সঙ্গে।

Address

Chittagong

Telephone

+8801979363263

Website

Alerts

Be the first to know and let us send you an email when CnNews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CnNews24:

Share