24/06/2025
চট্রগ্রাম মেডিক্যালের মত জায়গায় এত মানুষ, এত ডাক্তার, এত নার্স,এত মানুষ থাকা সত্ত্বেও এই রকম একটি জীবন্ত লাশ পরে আছে,পুরো একটা জীবন্ত কন্কাল শুয়ে আছে।ওনার হাত পুরো ছিদ্র হয়ে গেছে।দেখার কেউ নাই।চট্রগ্রাম মেডিক্যালের ৩৩ নং ওয়ার্ডের সামনে বারান্দায় পড়ে আছে।কত জন কে দেখা যায় মানবতার কল্যাণে কাজ করতে, এই মানুষ টাকে যদি কেউ সাহায্য করতো খুব ভাল হয়তো।মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। সব জায়গায় মানুষ মানবিকতার কথা বলে। বিভিন্ন ধর্মীয় জায়গায়,মিলাদ-মাহফিলে,মসজিদ -মন্দিরে,গির্জার ।শুধু মুখের বাণী শোনানো হয়।প্রকৃত অর্থে কেউ জন- কল্যাণে কাজ করে না।নিজ হাতে ধরে কাজ করে না।শুধু মুখেই মানবিকতার কথা বলে।প্রকৃত অর্থে মানবিকতার কাজ করলে দেশে এই রকম মানুষের উপস্থিতি থাকতো না।একটা প্রাণী এই রকম পড়ে থাকলে খারাপ লাগার কথা।ওনারা তো সৃষ্টির সেরা জীব মানুষ পড়ে আছে,তাও কারো মধ্যে কোনো অনুভূতি কাজ করে না।দেশে কত বিত্তবান মানুষ আছে যাদের ১০ প্রজন্ম যাইলেও শেষ করতে পারবে না তাদের টাকা-পয়সা ।তারা যদি এই সব মানুষের জন্য কোনো প্রতিষ্ঠান খুলে এই সব উদ্বাস্তু মানুষের সেবার ব্যবস্থা করতো দেশে এই রকম মানুষের অস্থিত্ব খঁজে পাওয়া যাইতো না।এই মানুষ টাকে কেউ সাহায্য করলে ভাল হয়তো।আজকে সকাল ১২:০০ টার দিকে চট্রগ্রাম মেডিক্যালের ৩৩ নং ওয়ার্ডের বারান্দায় সামনে পড়ে থাকতে দেখা গেছে।মানবিক সংগঠন গুলা ওনাকে সহায়তা করলে ভাল হয়তো।