13/09/2024
আমাকে মানুষ করতে গিয়ে আমার মা তার স্বামীর কতগুলো চুমু থেকে বঞ্চিত হয়েছে সেই হিসেব করতে গেলে আমার কান্না পাবে!
মাঝরাতে অবচেতন মনে আমার বাবা যখন আমার মাকে জড়িয়ে ধরেছে, ঠিক তখনই আমি কেঁদে উঠেছি। বাবা হয়তো রেগে গিয়ে বারান্দায় বসে বসে সিগারেট টেনেছে! আর আমার মা, আমাকে শান্ত করতে গিয়ে রাতকে টেনে সকাল বানিয়ে ফেলেছে...
আমার মা চোখে কাজল দিয়ে,
ঠোঁটে লিপস্টিক দিয়ে,
পরণে নতুন শাড়ি পরে,
স্বামীর পথ চেয়ে বসে থাকতেন।
স্বামী ফিরতো ঠিকই, কিন্তু আমার মায়ের পরণে নতুন শাড়ির জায়গায় থাকতো পুরাতন শাড়ি। কেননা ততক্ষণে আমি মায়ের কোলে বসে ইউরিনের জলে নতুন শাড়িটা নষ্ট করে ফেলেছি...
আমার মা আমাকে মানুষ করতে গিয়ে তার স্বামীর কতগুলো আলিঙ্গন থেকে বঞ্চিত হয়েছে সেই হিসেব করতে গেলেও আমার কান্না পাবে!
ছোটবেলায় আমি কিছুই বুঝিনি, বড়বেলায় এসে যখন বুঝেছি, তখন আর সময় নেই!
আমি জনমভর কিছুই চাইনি, শুধু চেয়েছি-
আমার জন্য নষ্ট হওয়া আমার মায়ের সোনালী অতীত গুলো ফিরিয়ে দিতে...
চেয়েছি ফিরিয়ে দিতে, তরুণী বয়সে আমার মায়ের হারিয়ে ফেলা তার স্বামীর লক্ষ কোটি চুমু...
ফিরিয়ে দিতে চেয়েছি, আমার মায়ের নষ্ট হওয়া তার স্বামীর শতো রাতের আলিঙ্গন!
আমি পারিনি, আমি পারবো না।
আমাকে মানুষ করতে গিয়ে আমার মা আর কি কি হারিয়েছি আমি জানি না, জানতে গেলেই আমার কান্না পাবে, খুউব কান্না পাবে!😔😔
দোআ করবেন আমার মা বাবার জন্য 😔
#বাবা_মায়ের_সাথে_কাটানো_দিনগুলি💗💗💗💗