Munna Therapy

Munna Therapy Hey
I'm a Professional Digital Marketing Expert & Also a Vedio Creator. Stay Tune With Munna Therapy

19/06/2025

করোনাভাইরাস আবার বাড়তেছে?

18/06/2025

প্রকৃতি তোমাকে সারাজীবন অনেক কিছুই শিখাবে।
যদি তুমি ঠান্ডা মাথায় শিখতে পারো,
You will be overcome from all kind of pain. Otherwise you will be destroyed.

24/03/2025

ইউসুফ জুলেখার প্রেমের কাহিনি কারেই বা না জানা।আমিও জানতাম না কিছু বছর আগে, খুবই কোতুহলী হয়ে পড়া শুরু করলাম প্রেমের কিছু পাব বলে।কিন্তু যখন আমার পড়া শেষ হলো উপন্যাস, তখন প্রেমের উপন্যাস মনে হলো না তেমন। পুরো উপন্যাস এ অনেকগুলি লাইফ লেসন শিখলাম, তার মধ্যে আজকে আপনাদের একটা লেসন শেয়ার করলাম।
জুলেখা ইউসুফের সাথে সামনাসামনি সাক্ষাৎ হওয়ার আগে পুরো জীবনে তিন বার সপ্নে দেখে।প্রথম রাতে সে শুধু ইউসুফের দিকে তাকিয়েই ছিল, কিছু বুঝে উঠার আগেই প্রথম রাতের সপ্নের শেষ হয়।জুলেখার পুরো দিন অস্থিরতার মধ্যে কাটলো, পরের দিন রাতে সে খুব তারাতাড়ি ঘুমিয়ে গেল, ইউসুফকে দেখার ইচ্ছা নিয়ে।অবশেষে ইউসুফ তার সপ্নে আসলো, সে প্রথম দিনের মতোই হতস্তব্দ হয়ে সে তাকিয়ে তাকলো ইউসুফের দিকে, কিছু জিজ্ঞেস করার আগেই প্রথম দিনের মতোই সপ্ন ভেঙে গেল।পরের দিন সকালে জুলেখা নিস্তব্ধ হয়েই কাটালো, কারো কাথে কথা বলছেনা,খাওয়া-দাওয়া করছেনা।মনে শুধু একটা প্রশ্নই তাকে বার বার উঁকি দিচ্ছে কেন জিজ্ঞেস করলাম না তার নাম কি, বাড়ি কোথায়। মনে মনে প্রতিজ্ঞা করল, আজ যদি তাকে সপ্নে দেখি এই প্রশ্ন গুলো তাকে আমি করবোই।
তৃতীয় দিন রাতে সে দ্বিতীয় দিনের মতোই ঘুমাতে গেল, ঘুমের এক পযার্য় সে ইউসুফকে আবারো সপ্নে দেখে, সপ্নের শুরুতেই সে ইউসুফকে প্রশ্ন করে বসলো, হে সুশ্রী আজ তিন দিন আপনি আমার সপ্নে আসতেছেন, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই সপ্ন ভেঙে যাচ্ছে, দয়া করে বলুন আপনার নাম ঠিকানা পরিচয় কি? তখন ইউসুফ বললো, আমার নাম হচ্ছে ইউসুফ, আমি আজিজে মিসর (মিসরের বাদশা)।মিসরের প্রসাদে গেলই আমার দেখা তুমি পাবে।এতটুকু কথা শেষেই জুলেখা সপ্ন ভেঙে গেল।
পরবর্তীতে ইউসুফকে সাক্ষাৎ এর আশাই, তার বাবাকে পাঠাল মিসরের বাদশার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে, প্রথমে বাবা রাজি হননি কিন্তু পরে অটেল ধনকুবের একমাত্র মেয়ে হওয়ায়, মেয়ের কথা পেলতে পারেননি বাবা।নির্লজ্জ বেহায়ার মত বাবা মিসরে গেল, বিয়ে প্রস্তাব নিয়ে মিসরের বাদশা কাছে।সব কিছু শুনার পর বাদশা কঠিন একটা শর্ত দিল, আপনার কথা মতে আপনার মেয়ে সুন্দরী হয়ে থাকে আমি তাকে বিয়ে করতে রাজি, কিন্তু আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি আপনার দেশে যাব না, আপনারকেই মেয়েকে নিয়ে মিসর আসতে হবে এবং আপনার কথা মত যদি মেয়ে সুন্দরী না হয় তাহলে আপনাদের দুজনকেই আপনার দেশে ফিরে যেতে হবে।
বাদশা কঠিন শর্ত নিয়ে বাবা দেশে ফেরত আসলো এবং মেয়েকে সব কিছু বলল।তখন জুলেখা বাবাকে বলল, যেহেতু আব্বা এইটা আমার জীবন মরনের কথা আমি এই কঠিন শর্তেও রাজি কিন্তু সমস্যা বাবার, বাবা বলল যদি বাদশা কোন কারনে তোমাকে বিয়ে না করে তাহলে আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে।এই বলে বাবা তার সাথে যেতে রাজি হলো না এবং বলল যেহেতু তোমার জীবন মরনের বিষয়, তুমি তোমার সখিকে (জুলেখার সেবিকা) নিয়ে মিসর চলে যাও।
পরদিন সকালে জুলেখা তার সখিকে নিয়ে মিসর রওনা দেয়।মিসর যাওয়ার পর জুলেখা যখন বাদশা প্রসাদে সামনে যায়, জুলেখার চোখ যখন বাদশার চোখের দিকে পড়ে আর বাদশার চোখ যখন জুলেখার চোখের দিকে পড়ে নিস্তব্ধ প্রসাদ কম্পন শুরু করলো।জুলেখা তার সখিকে বলল এইটা তো আমার সপ্নে দেখা যুবক নয়।কিন্তু ইউসুফ (আ:) বাস্তবিক পক্ষে মিসরের সিংহাসনে থাকার কথাও নয়, ইউসুফ (আ:) তখন কেনানের কুপে জিবরাঈল (আ;) খুশ গল্প করছে।জুলেখা ইউসুফকে সপ্নে দেখেছিল প্রাপ্ত বয়স্ক অবস্থায় কিন্তু ইউসুফ (আ:) এর বয়স ছিল তখন সবে মাত্র এগারো বছর। ইউসুফ (আ :) ভাইয়েরা চক্রান্ত করে কেনানের কুপে ফেলে দিয়েছিল ইউসুফকে।অন্যদিকে বাদশা চিন্তা করল এমন সুশ্রী সুন্দরী যুবতী আমি আমার জীবনে দেখিনি, যদি তাকে পাওয়ার জন্য আমার পুরো বাদশাহি দিতে হয় তাও আমি দিতাম এই বলে বাদশা জুলেখার দিকে আসতে লাগলো, প্রতিমধ্যে সখি জুলেখাকে বলল বাদশা তোমার দিকে আসতেছে, জুলেখা সখিকে বলল হায় আফসোস আমি বরবাদ হয়ে গেলাম এখন আমার কি হবে।তখন সখি জুলেখা উদ্দেশ্য বলতেছে, যেহেতু সপ্নে দেখা বন্ধু যখন তোমাকে মিসরের বাদশার কথা বলেছে, হয় সে মিসরের বাদশা হবে পরবর্তীতে। এখন যদি তুমি তাকে বিয়ে না করে মিসর ছেড়ে চলে যাও তো জীবনের আর তোমার বন্ধুর দেখা পাবে না। আর যদি তাকে বিয়ে করে মিসর থেকে যাও হয়ত তোমার বন্ধুর সাথে তোমার দেখা হতেও পারে।
চলবে.........
মুন্না....🖋️🖋️

💕💕
13/02/2025

💕💕

08/02/2025

ভাল কিছুর জন্য আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে।
If you overcome from it,
One-day you will see the heaven peace of it.😑

20/01/2025

আপনি দুই-এক জনের সাথে খারাপ ব্যবহার করেন, তা আপনার মনে থাকে না।কিন্তু আপনার সাথে হাজার জন খারাপ ব্যবহার করলেও আপনার তাদের প্রত্যেকের নামসহ মনে থাকে।
ব্যাপারটা কেন ঘটে কমেন্টে শেয়ার করতে পারেন।

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না!‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেক...
12/08/2024

⚠️ বিদেশ যেতে চাইলে এই ভুলগুলো করা যাবে না!

‘সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাবো’ –এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চায়, তারা অনেকগুলো ভুল করে। এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষাধিক টাকাও ব্যয় করতে হয়!

🔴 ১. আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা ২ বছর পর হোক, আপনাকে অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার মা-বাবার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম-নিবন্ধন, আপনার SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট সবগুলোতে কয়েকটা বিষয় একই আছে কিনা দেখতে হবে।

👉 আপনার নামের বানান (বাংলা-ইংরেজি) সবগুলোতে এক কিনা

👉 আপনার জন্ম-তারিখ এক কিনা

👉 আপনার মা-বাবার নামের বানান এক কিনা

সাধারণত প্রায় ৮০% মানুষেরই এসব ডকুমেন্টসে ভুল থাকে। বিদেশ না গেলেও এগুলো ঠিক করা লাগবে। বিদেশ যেতে চাইলে তো ঠিক না করে উপায় নেই।

🔴 ২. পাসপোর্ট রেডি করে ফেলতে হবে।

অনেক শিক্ষার্থী IELTS –এ ভর্তি হবার পর পাসপোর্ট রেডি করে। এটা একটি কৌশলগত ভুল। আপনি যখন IELTS –এর প্রস্তুতি নেবেন, তখনই পাসপোর্ট তৈরি করে ফেলতে হবে। IELTS দিতে চাইলেও পাসপোর্ট থাকাই লাগবে। তাহলে আপনি কেনো IELTS –এর প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাবেন?

ঐ সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় দৌড়াদৌড়ি করতে হয়। ভুল হলে দুশ্চিন্তা করতে হয়। এর ফলে IELTS প্রস্তুতি কয়েকদিন ঠিকমতো হয় না।

ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা জরুরি। এজন্য IELTS –এ ভর্তি হবার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে ডকুমেন্টস সংশোধনের জন্য যা যা প্রয়োজন, সব তৈরি করে নিন।

🔴 ৩. আপনার সংগৃহীত SSC-HSC সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সম্পন্ন করলে সেটার মার্কশিট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্যারিফাই করে নিন।

অনেকেই এটা জানেন না। যখন এটা দরকার হয়, তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্যও দালাল খুঁজেন। এটা একটা বদ-অভ্যাস। কারণ, এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় ৯৫% ভুল সংশোধন করা যায়।

🔴 ৪. আপনি নিজের পাসপোর্ট আবেদন করা নিজেই শিখুন।

শিখতে লাগবে সর্বোচ্চ ১০ মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে আরো ১০ মিনিট।

এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না। বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে আপনাকেই করতে হবে, তখন ‘দালাল’ পাবেন না!

আপনি যদি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্টের আবেদন হতে পারে, ভুল সংশোধনের কাজ হতে পারে, আপনার মধ্যে তখন আত্মবিশ্বাস তৈরি হবে।

আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস নেই। তারা অনার্সে পড়ে, অনার্স-মাস্টার্স পাশ করেও নিজের পাসপোর্ট নিজে আবেদন না করে দোকানে গিয়ে করায়। সেই আবেদন তারা করে, যাদের যোগ্যতা তারচেয়েও কম!

সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনাকে কেউ আটকাতে পারবে না।

পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিহস্বাসের অভাবে, অন্যদিকে অনেক কম যোগ্যতাসম্পন্ন মানুষও সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণে।

🔴 ৫. আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি। রাঁধতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না; এমনকি সাইকেল চালাতেও পারেন না।

তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হবে। এজন্য দেশে থাকতেই আপনি অন্তত চলনসই রান্না এবং প্রাইভেট কার বা অন্তত সাইকেল চালানো শিখে ফেলুন।

দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়। কিন্তু, বিদেশে গেলে বেশিরভাগ কাজ কম্পিউটারে করতে হবে। কম্পিউটারের বেসিক ফাংশন শিখে নিন।

আমাদের দেশে যেরকম রাস্তার পাশেই কম্পিউটারের দোকানে গেলে সব আবেদন করে দেয়, বিদেশে এই সুযোগ যেমন কম, তেমনি ডলার-পাউন্ড ব্যয় করেই এগুলো করতে হবে।

অথচ নিজে সপ্তাহখানেক বা মাসখানেক সময় দিয়ে এগুলো শিখতে পারলে তখন কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না।

✅ এই লেখাটি অনেকের কাজে আসবে। আপনি share করলেই আপনার কাছের মানুষজনও উপকৃত হবে।

14/07/2024

The Result Is
Argentina 3 - 2 Colombia

Put Your Opinion In Comment Section 📌

25/06/2024

আগামীকাল সকাল ৭:০০ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বনাম চিলি ম্যাচ
প্রিয় টিম আর্জেন্টিনার জন্য অশেষ শুভকামনা 🇦🇷

22/06/2024

Good Time in Cox’s Bazar 🤩

Vacation Time... 😾😾Farhan Ahmed Munna
22/06/2024

Vacation Time... 😾😾
Farhan Ahmed Munna

ছবিতে যে সাপটি দেখছেন সাপটির নাম "রাসেল ভাইপার"বিস্তারিত কমেন্টে 📌📌
20/06/2024

ছবিতে যে সাপটি দেখছেন সাপটির নাম "রাসেল ভাইপার"
বিস্তারিত কমেন্টে 📌📌

Address

Chittagong
4383

Telephone

+8801318872552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munna Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munna Therapy:

Share

Category