Book buzz & stationery

Book buzz & stationery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Book buzz & stationery, Nabab Sirajdulla Road, Chittagong.

17/07/2025
12/04/2025

ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্থিনের পতাকা হাতে ও স্লোগানে মুখরিত হয়ে ঢাকায় আসছে আপামর জনতা।

জম্মুতে ভূপাতিত হলো ইসরাইলের তৈরী ভারতীয় হেরন ড্রোনগোয়েন্দা মিশনের সময় জম্মু এয়ারবেসে বিদ্ধস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর ইসর...
11/04/2025

জম্মুতে ভূপাতিত হলো ইসরাইলের তৈরী ভারতীয় হেরন ড্রোন

গোয়েন্দা মিশনের সময় জম্মু এয়ারবেসে বিদ্ধস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর ইসরাইলি তৈরি হেরন এমকে-২ ড্রোন।

ড্রোনটি অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি টাওয়ারেও ধাক্কা খায় বলে জানা গেছে। (hn)

সুখবর!!বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন! 🌊🛰️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চীনের সে...
11/04/2025

সুখবর!!বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন! 🌊🛰️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরের তীরে এই প্রকল্পটি দ্রুত এগিয়ে চলেছে। এটি মাত্র ১০-১৫ মিনিটে উপকূলীয় এলাকার রিয়েল-টাইম তথ্য সংগ্রহ ও মডেল করবে, যা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ৪৮-৭২ ঘণ্টা আগে দেবে।

এই স্টেশন বিদেশি সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, তেল-গ্যাস অনুসন্ধান এবং জলবায়ু পরিবর্তন মনিটরিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০৩৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মেরিন ডেটা হাবে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলাদেশ। একটি স্বাবলম্বী ও নিরাপদ ভবিষ্যতের পথে আরেকটি মাইলফলক!প্রকৃতি ও অর্থনীতির জন্য এটি একটি গেম-চেঞ্জার!🇧🇩

11/04/2025

আজ থেকে ১৬ই এপ্রিলের মধ্যে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে সারাদেশে।

এই বৃষ্টিবলয়ের নাম 'ঝটিকা'। ১০ থেকে ১১ তারিখে দক্ষিণ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হবে। ১৪ তারিখ থেকে সক্রিয় হবে বাকী অঞ্চলে।

ঝড়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে। ঢাকা, রাজশাহী ও দক্ষিণ চট্টগ্রামে মাঝারি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বাকী এলাকায় কম সক্রিয় থাকবে।

তথ্যসূত্র ১: BWOT
তথ্যসূত্র ২: মোস্তফা কামাল পলাশ, প্রধান আবহাওয়াবিদ, আবহাওয়া ডট কম।

মানুষের দুঃখ কষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে। এর আগে কেঁদেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়...
09/04/2025

মানুষের দুঃখ কষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে।

এর আগে কেঁদেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়া।

সমস্যা হলো,অন্যান্য পলিটিশিয়ানদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না।

মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনোই কান্নাকাটি করেন নাই। উনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।

দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খাইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দারিদ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।

এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দরিদ্র।

আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?

বাটার দোকান লুট হইছে স'ন্ত্রাসের জন্য না। গরীবের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপক্ষে ৪ কোটি মানুষের দৈনিক ইনকাম ১০০ টাকার কম।

ক্যান ইউ ইমাজিন?

অথচ ইউনূসের এসবের দরকার ছিলো না।সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারতো। নিজের সম্মান, গাটস ঠিক রেখে শেষ করতে পারতো।

বাট উনি সেইটা করলেন না।

নিজের আত্মসম্মানবোধও এক প্রকার বিসর্জনই দিলেন বোধহয়, কোন উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মিথ্যা বলেন নাই, স্বজন হারানোর বেদনা করেন নাই, খালি বলেছেন, আমার দেশের মানুষ খুব গরীব।

আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।

যুগে যুগে মানুষের দারিদ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন।

এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দারিদ্রকে ওউন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন।

জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।

- সাদিকুর রহমান খান

৭ মাসে ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ—এটাই আমাদের জাগরণ!
09/04/2025

৭ মাসে ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ—এটাই আমাদের জাগরণ!

08/04/2025

৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ।

Address

Nabab Sirajdulla Road
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book buzz & stationery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book buzz & stationery:

Share