Mohammad Giash

Mohammad Giash লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

⚡চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে""বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম""চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"এসব গল্প এখন অ...
16/09/2025

⚡চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"
"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"
"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"
এসব গল্প এখন অনেকেই শোনায়।

তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে।

আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।

এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।

কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই।

আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা।

লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?

চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে।

কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই।

মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!

তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে?

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।

কার্টেসিঃ বেকার সমস্যার সহজ সমাধান পেইজ
Posted on Mohammad Hanif

#সংগৃহীত

16/09/2025

ইমার্জেন্সি এক ব্যাগ A পজেটিভ রক্তের প্রয়োজন কোন ভাই থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি
01818589612

এক লোক তাকে প্রায়ই একজন বুজুর্গ কে গালি দিত। যতবার গালি দিত বুজুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। একদিন লোকটি...
16/09/2025

এক লোক তাকে প্রায়ই একজন বুজুর্গ কে গালি দিত।

যতবার গালি দিত বুজুর্গ ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন।

একদিন লোকটি ভাবলো তিনি তো আমার উপকারই করছেন সুতরাং তাকে গালিগালাজ করা উচিত নয়।

একথা চিন্তা করে সে গালি দেওয়া বন্ধ করে দিল।

সে দিন থেকে বুজুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন।

লোকটি এর কারণ জিজ্ঞেস করলেন বুজুর্গ বললেন, “ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে।

তুমি এতদিন আমাকে মাল দিয়েছো, আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি মাল দেওয়া বন্ধ করে দিয়েছো তাই আমিও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি”।

লোকটি বললো, “ কিন্তু আমি তো কখনও আপনাকে মাল দিতাম না!”

বুজুর্গ বললেন, ‘তুমি যতদিন আমাকে গালি দিয়েছো ততদিন তোমার ইবাদতের সওয়াব আমি পেতাম।

বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ ফলে আমার আর সে উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।’

উৎসঃ ( আল ইয়াওনিয়্যাহ খন্ড-৪, প্রিশ্তহা-১৮৬)

 #আব্দুল_হাই_সাইফুল্লাহ রাতে ঘুমোতে গিয়ে স্বামী স্ত্রীকে বলল.....----শুনছো!  হযরত আলী রাঃ কয়টা বিয়ে করেছেন আর তাঁর কতজন ...
16/09/2025

#আব্দুল_হাই_সাইফুল্লাহ রাতে ঘুমোতে গিয়ে স্বামী স্ত্রীকে বলল.....
----শুনছো! হযরত আলী রাঃ কয়টা বিয়ে করেছেন আর তাঁর কতজন স্ত্রী ছিল জানো?
স্ত্রী ----হুমমম... তিনি জীবনে কতোগুলো যুদ্ধ করেছেন তাও কি তুমি জানো?
তুমি এর অর্ধেকটি করে আসো আগে, তাহলে দেখো আমি নিজে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো মাসনার কাছে।

এই বলে স্ত্রী পিঠ ফিরিয়ে দিয়ে দু'মিনিট শুইয়ে থেকে আবার মুখ ঘুরিয়ে বলল ----
যাও! বায়তুল মো/কা/দ্দা/স মুক্ত করো।
ফি/লি/স্তি/ন স্বাধীন করে ই/হু/দী/দের/কে এই পবিত্র ভুমি থেকে বের করে দাও দেখি--
আমার শুয়োচান নরপতি!
স্ত্রীর এহেন তোপদাগানী দেখে স্বামীর ত্রাহিমধুসূধন অবস্থা!

ভড়কে গিয়ে আমতাআমতা করে উঠে গেলো।
মনেমনে বলল--
কিত্তে যে ঢিল মারতে গেলাম!
নাছোড়বান্দা স্ত্রী আবার এপাশ হয়ে খেঁকিয়ে বলল---- হযরত আলী রাঃ খায়বরের যু/দ্ধে দূর্গের বিশাল লোহার দরজা খুলে ছুড়ে ফেলে দিয়েছিলেন - আর তোমরা বাপ বেটা মিলে আটকে গেলে বাথরুমের দরজাটাও খুলতে পারোনা!
স্বামী প্রমাদ গুনে কম্বল মুড়ি মেরে ওপাশ হয়ে পড়ে রইল। অস্ফুট বাক্যে বলছিল -- ঠোট কাটা দস্যি!

স্ত্রী আবার ফিরে চোখ খুলে বলল--
হযরত আলী রাঃ কোন কোন রাত্রিতে মরু বিয়াবায় সালাত আদায় করতেন। আল্লাহর ভয়ে তাঁর চোখ বন্ধ হয়ে আসতো, আর তুমি রান্নাঘরে ইঁদুরের ভয়ে ঠাটিয়ে পড়ে চিল্লাও।

স্বামী বেচারা দ্বিতীয়বার মাসনার কথা বলবে বলে মনে হচ্ছেনা....!

©abdullah Hai Saifullah

Good Time,Good day.
15/09/2025

Good Time,Good day.

কঠিন সময়ে টিকে থাকুন!জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও চাক...
15/09/2025

কঠিন সময়ে টিকে থাকুন!

জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও চাকরির অনিশ্চয়তা, স্বপ্ন ভাঙার কষ্ট, কখনও নিজের ভিতরের একাকীত্ব, এইসব কষ্ট যেন আমাদের ভেঙে দেয়ার জন্য আসে।
কিন্তু মনে রাখুন, সবচেয়ে অন্ধকার সময়টাই নতুন ভোরের ঠিক আগে আসে।

কঠিন সময় মানেই শেষ না, বরং এটাই আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ।

আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া, সব কিছুই স্বাভাবিক।

তবে সেই কষ্টের মাঝেও প্রতিটি মুহূর্তে আপনি বেঁচে আছেন, হাঁটছেন, লড়ছেন, এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ।

আপনার কষ্টের মূল্য আছে। আপনার চেষ্টার গুরুত্ব আছে।

হয়তো আজ কেউ বুঝবে না, কিন্তু আপনি নিজেই নিজের গল্পের নায়ক।

নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজন মনে হলে সাহায্য নিন।

একটা সময় আসবে, আপনি পেছনে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে।

হাল ছাড়বেন না। কঠিন সময়েও টিকে থাকুন।

🌿 ছেলেকে মানুষ বানানো মানে শুধু পড়াশোনা করানো নয়।🌸সত্যিকার মানুষ হতে হলে একজন ছেলের অন্তরে ভদ্রতা, সম্মানবোধ, দায়িত্বশীল...
15/09/2025

🌿 ছেলেকে মানুষ বানানো মানে শুধু পড়াশোনা করানো নয়।🌸

সত্যিকার মানুষ হতে হলে একজন ছেলের অন্তরে ভদ্রতা, সম্মানবোধ, দায়িত্বশীলতা এবং নিজের প্রতি যত্ন থাকতে হবে। এই গুণগুলো সবচেয়ে ভালোভাবে শেখাতে পারেন মা। ঘর থেকে বের হওয়ার আগেই মায়ের উচিত ছেলেকে কিছু গুরুত্বপূর্ণ জীবনপাঠ শেখানো—যা তাকে ভবিষ্যতে সাহায্য করবে।

📌 ১৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা:

1️⃣ রান্না শেখো-
– রান্নাঘর শুধু মেয়েদের জন্য নয়। ছেলেকেও চুলা ব্যবহার, বেসিক রান্না করা জানা প্রয়োজন। এতে তোমার স্বাধীনতা বাড়বে এবং মানুষ হিসেবে গড়ে উঠবে।

2️⃣ মেয়েদের সম্মান করো-
– তারা তোমার সমান। তাদের কথা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। কারো অনুভূতিকে ছোট করা কখনোই ভালো আচরণ নয়।

3️⃣ পরিচ্ছন্নতা বজায় রাখো-
– নিয়মিত গোসল, নখ-চুল পরিপাটি রাখা, পরিষ্কার পোশাক পরা—এগুলো তোমার ভদ্রতার পরিচয়।

4️⃣ অন্যকে কষ্ট দিয়ে মজা করো না-
– হাস্যরস এমন হতে পারে, যা কাউকে অস্বস্তিতে ফেলে না। অন্যের কষ্টকে মজা বানানো কখনোই সত্যি মজা নয়।

5️⃣ সম্পর্কের বিষয়ে ভদ্রতা-
– কাউকে ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলা কখনোই শোভন নয়। সরাসরি এবং শালীনভাবে বিষয়টি আলোচনা করো।

6️⃣ ঘরের কাজ ও টুলস শেখো-
– হাতুড়ি, স্ক্রু, ছোটখাটো মেরামত করা—এগুলো জীবনের জরুরি দক্ষতা।

7️⃣ মেয়েদের “না” বোঝার ক্ষমতা-
– যখন কেউ বলে, “কিছু হয়নি,” অনেক সময় কিছু সমস্যা থাকে। মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো।

8️⃣ গৃহিণীর কাজকে মূল্য দাও-
– গৃহিণীর পরিশ্রম কষ্টকর এবং সম্মানজনক। এটি কখনো হালকা করে দেখো না।

9️⃣ টেবিলের ভদ্র আচরণ শিখো-
– খাবার খাওয়ার সময়ের শিষ্টাচার জীবনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম। এটি মানুষ হিসেবে পরিচয় দেয়।

🔟 খারাপ সঙ্গ এড়িয়ে চলো-
– বন্ধুরা কখনো কখনো খারাপ পথে টানতে পারে। সাহস করে “না” বলো। এটিই তোমাকে শক্তিশালী করবে।

1️⃣1️⃣ রাগের বদলে শান্তি-
– সমস্যা সমাধানে রাগ বা জেদ নয়, শান্তভাবে কথা বলাটা বেশি কার্যকর।

1️⃣2️⃣ নিজের নিরাপত্তা নিশ্চিত করো-
– সতর্ক থাকা জীবনের অংশ। নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান রাখো।

1️⃣3️⃣ অসম্মানজনক শব্দ ব্যবহার করো না-
– কাউকে ছোট দেখানো বা অসম্মান করা তোমার চরিত্রকে ছোট করে।

🌸 মনে রেখো-
— স্কুল বা কলেজ শুধু তোমাকে শিক্ষিত করে, কিন্তু একজন মায়ের শিক্ষা, তার ভালোবাসা এবং জীবনবোধই তোমাকে প্রকৃত মানুষ বানায়।

💤 ডান দিকে কাত হয়ে ঘুমানোর উপকারিতাঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, সঠিক ভঙ্গিতে ঘুমালে তা শরীর ও মনে আনে বাড়তি উপকারও। ব...
15/09/2025

💤 ডান দিকে কাত হয়ে ঘুমানোর উপকারিতা

ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, সঠিক ভঙ্গিতে ঘুমালে তা শরীর ও মনে আনে বাড়তি উপকারও। বিশেষজ্ঞদের মতে, ডান দিকে কাত হয়ে ঘুমানোতে রয়েছে কিছু বিশেষ সুবিধা—

১️⃣ হৃদপিণ্ডের চাপ কমে
যেহেতু হৃদপিণ্ড শরীরের বাম পাশে থাকে, ডান দিকে ঘুমালে এর উপর অতিরিক্ত চাপ পড়ে না। বিশেষ করে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে।

২️⃣ লিভারের উপর বাড়তি চাপ পড়ে না
লিভার ডান পাশে অবস্থান করে। ডান দিকে শোওয়ার ফলে এটি শরীরের নিচের দিকে থাকে এবং অতিরিক্ত চাপ কম পড়ে। ফলে হজম প্রক্রিয়া কিছুটা সহজ হয়।

৩️⃣ অ্যাসিডিটি ও বুক জ্বালা কমায়
বাম দিকে ঘুমালে পাকস্থলীর অ্যাসিড সহজে উপরে উঠে আসে, যা হার্টবার্ন বা বুক জ্বালার কারণ হতে পারে। ডান পাশে শোওয়া এ ধরনের অস্বস্তি অনেকটা কমিয়ে দেয়।

৪️⃣ লিম্ফ সিস্টেম সক্রিয় থাকে
শরীর থেকে বর্জ্য ও টক্সিন বের করে দেয় লিম্ফ্যাটিক সিস্টেম। গবেষণায় দেখা গেছে, ডান দিকে ঘুমালে এ প্রক্রিয়া সহজ হয় এবং শরীর হালকা অনুভূত হয়।

৫️⃣ গর্ভবতীদের জন্য নয় – সতর্কতা
গর্ভবতী নারীদের জন্য বরং বাম দিকে শোওয়াই সবচেয়ে উপকারী। এতে ভ্রূণ ও গর্ভাশয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, যা শিশুর জন্য নিরাপদ।

৬️⃣ শ্বাস-প্রশ্বাসে স্বস্তি আনে
যাদের ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকে, ডান দিকে শোওয়া তাদের জন্য আরামদায়ক হতে পারে।
---
✨সুতরাং, ঘুম শুধু বিশ্রামের বিষয় নয়; ভঙ্গির সঠিকতা শরীরের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডান দিকে কাত হয়ে ঘুমানো হতে পারে অনেকের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর অভ্যাস।

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
17/08/2025

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো।
একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।
আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল ১৫০ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে এক পয়সাও চাওয়ার সুযোগ পাই না।
কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নেই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারন আমি তো বাবা"।

-সংগৃহীত

14/08/2025

আজ দুরুদের রাত!
বেশি বেশি দুরুদ পাঠ করুন!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

 #জীবন ট্রাজেডি(17.02.2025)নাম:..X..,বয়স.১৫. আল্ট্রা করতে আসছে।জিজ্ঞেস করলাম কী সমস্যা!!? বলে তল পেটে ব্যথা, আর পেট বড় হ...
12/08/2025

#জীবন ট্রাজেডি(17.02.2025)
নাম:..X..,বয়স.১৫. আল্ট্রা করতে আসছে।জিজ্ঞেস করলাম কী সমস্যা!!? বলে তল পেটে ব্যথা, আর পেট বড় হচ্ছে,তাই আসছি। আমি আল্ট্রা প্রভ ধরার সাথে সাথে চমকে উঠলাম,জিজ্ঞেস করলাম বিবাহিত কী না,বলে-- না!!!??চমকে উঠার কারণ নতুন অতীতি আসবে,বয়স যার ৮ মাস😷😷।অথচ ৮ মাসেও নাকি ওনার কিছু বুঝতে পারে নাই।পরে এক বিশাল কাহিনি শোনলাম,তা হল এক ছেলের সাথে প্রণয়ে লিপ্ত হয়।তার ভালোবাসার সম্মান দিতেই,তার প্রতি তার এই ত্যাগ।গত ৭ মাস ধরে ছেলের সাথে কথা হয় না।নরমালি যেটাকে ব্রেকআপ বলে মডার্ন ভাষায়🫣।সম্পর্ক ছিন্ন হবার পর,ছেলেও নাকি নিজের বাবা মা-কে খুশি করতে দূর দেশে পারি দিছে, ৬ মাস আগে🙂।তার আগে নাকি বিয়ে করে গেছে,বউয়ের নাকি বাচ্চাও হবে 🫣।বুঝার আর কী থাকলো তাহলে🙂!!?মা শোনে পাগল প্রায় অবস্থা।অনেক কিছু বুঝিয়ে দিলাম।আমার জায়গা থেকে।এই অবস্থায় কী আর করার মানুষ হিসেবে🙂!!?একটু বুদ্ধি দিলাম।সারমর্ম হল- ঐ ছেলের সংসার না করলেও যাতে ঐ ছেলেকে বিয়ে করে,যাতে ভবিষ্যৎ মানুষটি একটা পরিচয়ে বড় হতে পারে🙂।
পেইজটি ফলো দিয়ে পাশে থাকুন,ধন্যবাদ☺️💖।
post:collect




আমরা নাকি আশরাফুল মাখলুকাত আমরা নাকি সৃষ্টির সেরা জীব 😥একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, ভয় কর...
11/08/2025

আমরা নাকি আশরাফুল মাখলুকাত
আমরা নাকি সৃষ্টির সেরা জীব 😥

একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, ভয় করো সে দিন'কে যেই দিন তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে😥

হায়রে মানুষ তুমি তোমার নফসের কাছে
হেরে গেলে ছি 😓

একটা নিষ্পাপ দেহ মৃত অবস্থায় তাও ডাস্টবিনে😥

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Giash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Giash:

Share