Chatgaiya Nezam

Chatgaiya Nezam I'm Nezam Uddin.I live in Chittagong,Bangladesh.Contemporary National and international News & all subject
(2)

মনোযোগ সহকারে পড়ুন এবং সতর্ক হোন। ছবি কপি
14/08/2025

মনোযোগ সহকারে পড়ুন এবং সতর্ক হোন।
ছবি কপি

13/08/2025

শুভ সকাল
❤️🌹🌹❤️
অপরিচিত জনকে আপনি বলুন

চট্টগ্রামে টাইফয়েডের টিকাদান ১ সেপ্টেম্বর থেকে, মিলবে জন্মসনদ না থাকলেও।কপি-পোস্ট
13/08/2025

চট্টগ্রামে টাইফয়েডের টিকাদান ১ সেপ্টেম্বর থেকে, মিলবে জন্মসনদ না থাকলেও।
কপি-পোস্ট

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)৪। জার্মান ...
13/08/2025

বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ:
১। থাইল্যান্ড (বৌদ্ধ ধর্ম)
২। ডেনমার্ক (খ্রিস্ট ধর্ম)
৩। ইতালি (খ্রিস্ট ধর্ম)
৪। জার্মান (খ্রিস্ট ধর্ম)
৫। ফ্রেঞ্চ (খ্রিস্ট ধর্ম)
৬। নরওয়ে (খ্রিস্ট ধর্ম)
৭। বেলজিয়াম (খ্রিস্ট ধর্ম)
৮। স্প্যান (খ্রিস্ট ধর্ম)
৯। ইউকে (খ্রিস্ট ধর্ম)
১০। ফিনল্যান্ড (খ্রিস্ট ধর্ম)

বিশ্বের সর্বোচ্চ চুরির হার:
১। ডেনমার্ক এবং ফিনল্যান্ড (ক্রিশ্চিয়ান)
২। জিম্বাবুয়ে (খ্রিস্ট ধর্ম)
৩। অস্ট্রেলিয়া (খ্রিস্ট ধর্ম)
৪। কানাডা (খ্রিস্ট ধর্ম)
৫। নিউজিল্যান্ড (খ্রিস্ট ধর্ম)
৬। ভারত (হিন্দু ধর্ম)
৭। ইংল্যান্ড এবং ওয়েলস (ক্রিশ্চিয়ান)
৮। ইউএস (খ্রিস্ট ধর্ম)
৯। সুইডেন (খ্রিস্ট ধর্ম)
১০। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্ট ধর্ম)

পৃথিবীর সর্বোচ্চ অ্যালকোহল আসক্তি:
১। মোল্ডোভিয়া (খ্রিস্টান)
২। বেলারুশিয়া (খ্রিস্টান)
৩। লিথুয়ানিয়া (খ্রিস্টান)
৪। রাশিয়া (খ্রিস্টান)
৫। চেক প্রজাতন্ত্র (খ্রিস্টান)
৬। ইউক্রেনীয় (খ্রিস্টান)
৭। অ্যান্ডোরা (ক্রিশ্চিয়ান)
৮। রোমানিয়া (ক্রিশ্চিয়ান)
৯। সার্বিয়া (খ্রিস্টান)
১০। অস্ট্রেলিয়া (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বেশি খুনের হার:
১। হন্ডুরাস (খ্রিস্টান)
২। ভেনেজুয়েলা (খ্রিস্টান)
৩। বেলিজ (খ্রিস্টান)
৪। এল সাভাদর (খ্রিস্টান)
৫। গুয়াতেমালা (খ্রিস্টান)
৬। দক্ষিণ আফ্রিকা (খ্রিস্টধর্ম)
৭। সেন্ট কিটস এবং নেভিস (ক্রিশ্চিয়ান)
৮। বাহামা (খ্রিস্টান)
৯। লেসোথো (ক্রিশ্চিয়ান)
১০। জামাইকা (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল:
১। ইয়াকুজা (কোন ধর্ম নেই)
২। আগ্বেরাস (খ্রিস্টান)
৩। ওয়াহ সিং (খ্রিস্টান)
৪। জামাইকা বসএঁ (খ্রিস্টান)
৫। প্রাইমেরো (ক্রিশ্চিয়ান)
৬। দ্য আরিয়ান ব্রাদারহুড (খ্রিস্টান)

বিশ্বের সবচেয়ে বড় মাদক দল:
১। পাবলো এসকোবার - কলম্বিয়া (খ্রিস্টান)
২। আমাদো ক্যারিলো - কলম্বিয়া (ক্রিশ্চিয়ান)
৩। কার্লোস লিডার জার্মেন (খ্রিস্টান)
৪। গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কো - কলম্বিয়া (খ্রিস্টান)
৫। জোয়াকুইন গুজম্যান - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)
৬। রাফায়েল ক্যারো - মেক্সিকো (ক্রিশ্চিয়ান)

অথচ বলা হয় ইসলাম এবং মুসলমানরা পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণ এবং তারা চায় সবাই যেন তাই বিশ্বাস করে ।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু কে করেছে?
মুসলিমরা নয়..

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছে?
মুসলিমরা নয়..

প্রায় ২০ মিলিয়ন স্থানীয় অস্ট্রেলিয়ানকে কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় কে বোমা ছুড়েছে?
মুসলিমরা নয়..

দক্ষিণ আমেরিকায় প্রায় ১০০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে ?
মুসলিমরা নয়..

উত্তর আমেরিকায় প্রায় ৫০ মিলিয়ন রেড ইন্ডিয়ানদের কে হত্যা করেছে?
মুসলিমরা নয়..

আফ্রিকা থেকে ১৮০ মিলিয়নেরও বেশি আফ্রিকানকে যারা অপহরণ করেছিল, তাদের মধ্যে ৮৮% মারা গেছে এবং সাগরে নিক্ষিপ্ত হয়েছে! কে করেছে এ কাজ?
মুসলিমরা নয়..

সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদের সূচনা মুসলিমদের দ্বারা হয়নি অথচ সংজ্ঞায়িত করা হচ্ছে তাদেরকে।
অমুসলিম সন্ত্রাসী কাজ করলে অপরাধ! কিন্তু মুসলিমরা অধিকার আদায়ের চেষ্টা করলে বলে সন্ত্রাস..!

এটা সুস্পষ্ট সুপরিকল্পিত ষড়যন্ত্র।।

এটাই জাতিসংঘের খেলা।

কপি-পোস্ট
#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল #মাইলস্টোন

অক্টোবর থেকে কার্যকর হার্টের রিংয়ের নতুন দাম!!হার্টের রিং তো আর গোলআলু না,যে কেউ চিনে দামাদামি করে নিতে পারবে, এটা সবকিছ...
12/08/2025

অক্টোবর থেকে কার্যকর হার্টের রিংয়ের নতুন দাম!!

হার্টের রিং তো আর গোলআলু না,যে কেউ চিনে দামাদামি করে নিতে পারবে, এটা সবকিছু নির্ভর করে ডাক্তারদের উপর। ডাক্তাররা ইচ্ছা করলে রোগীকে বাঁচাতেও পারে আবার মেরেও ফেলতে পারে।

সব খেলা ডাক্তারের হাতের উপর নির্ভর করে এটা রোগীর জান হোক অথবা রোগীর টাকা হোক।।

হার্টের স্টেন্ট বা রিংয়ের নতুন দাম নির্ধারন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত এই নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানান ডা. আকতার হোসেন। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা কার্যকর করতে সময় চেয়েছিল। কিন্তু জনস্বার্থে এবং গণমাধ্যমে দাম কমার খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালগুলোতে নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ওষুধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ বা নতুনভাবে নির্ধারণের কাজ চালিয়ে যাবে।

কপি-পোস্ট
#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল #মাইলস্টোন
'''''''''''''''''''''''''''''''''''''''''''"''''''''''''''''''''''

11/08/2025

আলহামদুলিল্লাহ
শুভ সকাল

এত রকম নাপা কেন? কোনটা কিসের জন্য? বাজারে আমরা নাপার বেশ কিছু ভ্যারিয়েন্ট দেখি, কিন্তু কোনটা কখন খাবেন—এ নিয়ে অনেকেরই ...
11/08/2025

এত রকম নাপা কেন?
কোনটা কিসের জন্য?

বাজারে আমরা নাপার বেশ কিছু ভ্যারিয়েন্ট দেখি, কিন্তু কোনটা কখন খাবেন—
এ নিয়ে অনেকেরই বিভ্রান্তি থাকে।
চলুন সহজভাবে জেনে নেই—

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, হালকা থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, মাসিকের সময় ব্যথা, শরীর ব্যথা, মচকে যাওয়া)

সতর্কতা: সাধারণত নিরাপদ, কিন্তু অতিরিক্ত খেলে লিভারের ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, বিশেষ করে মাইগ্রেনসহ মাথাব্যথা ও ঠান্ডা

বিশেষত্ব: Caffeine দ্রুত ব্যথা উপশমে সাহায্য করে।

সতর্কতা: অনিদ্রা, পেটের সমস্যা, হাত কাঁপা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol 665 mg (Extended Release)

ব্যবহার: দীর্ঘস্থায়ী ব্যথা যেমন আর্থ্রাইটিস

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে ও দীর্ঘ সময় কার্যকর থাকে।

সতর্কতা: ওভারডোজে লিভারের ক্ষতি হতে পারে।

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু: প্রাপ্তবয়স্কদের জন্য

সতর্কতা: লিভারের ওপর চাপ বেশি, অতিরিক্ত খাওয়া বিপজ্জনক।

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: অস্ত্রোপচারের পর বা ক্যান্সারের তীব্র ব্যথা

বিশেষত্ব: Tramadol একটি শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী ব্যথানাশক।

সতর্কতা: মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি ভাব, দীর্ঘমেয়াদে আসক্তির ঝুঁকি।

6. Napa Rapid
উপাদান: Paracetamol 500 mg (Rapid Action Technology)

ব্যবহার: Napa 500-এর মতোই, তবে মাত্র ২ মিনিটে কাজ শুরু করে।১৮ বছরের ঊর্ধ্বে রোগীদের জন্য।

গুরুত্বপূর্ণ সতর্কতা:একসাথে একাধিক নাপা বা অন্য কোনো প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন না।লিভারের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
Napadol ডাক্তার না বললে খাবেন না—
এতে আসক্তির ঝুঁকি আছে।
Copypost

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এম্বুল্যান্সের নির্ধারিত ভাড়ার চার্ট। এর বেশি কেউ চাইলে প্রতিবাদ করতে ভুলবেন না।কপি-পে...
10/08/2025

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এম্বুল্যান্সের নির্ধারিত ভাড়ার চার্ট।
এর বেশি কেউ চাইলে প্রতিবাদ করতে ভুলবেন না।
কপি-পোস্ট

৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে।ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উৎপ...
10/08/2025

৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে।

ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উৎপাদন করা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। প্রকারভেদে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য কমানো হয়েছে। এই তালিকায় অতিপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানির ওষুধ ও ভিটামিন রয়েছে। আগামী সপ্তাহে আরও পাঁচটি ওষুধের দাম কমানো হতে পারে।

প্রতিষ্ঠানটির উৎপাদন শাখা থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। একাধিক কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠার পর এই প্রথম ওষুধের দাম কমালেন তারা। ১৪০টির মতো ওষুধ উৎপাদন করে ইডিসিএল। ধীরে ধীরে সব ওষুধের দাম কমানোর পরিকল্পনা করা হয়েছে। এতে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাবে সরকার। পাশাপাশি সরকারি হাসপাতালে রোগীরা আরও বেশি ওষুধ বিনামূল্যে পাবেন।

জানতে চাইলে জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল সমকালকে বলেন, ইডিসিএল উৎপাদিত ওষুধের দাম কমেছে, এটা ভালো উদ্যোগ। এতে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। উৎপাদন খরচ কম হওয়ায় যদি ইডিসিএল ওষুধের দাম কমাতে পারে, তাহলে বেসরকারি কোম্পানিগুলোও চাইলে কমাতে পারে। কমানোর ব্যবস্থা যদি সরকার করতে পারে, তাহলে সাধারণ মানুষের উপকার হবে।

এসেনসিয়াল ড্রাগসের ওষুধ নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী, অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে মন্টিলুকাস্ট ট্যাবলেটের দাম পাঁচ টাকা করা হয়েছে। আগে এর মূল্য ছিল ১০ টাকা ৬৭ পয়সা। পাকস্থলীর এসিড নিঃসরণে ব্যবহৃত ওমিপ্রাজল ক্যাপসুলের দাম পাঁচ পয়সা কমে দুই টাকা ৭০ পয়সা, ব্যথা সারানোর ইনজেকশন কেটোরোলাক ভায়াল ৩০ থেকে কমে ২৩ টাকা হয়েছে। এমিটোজেনিক ক্যান্সার কেমোথেরাপির ক্ষেত্রে বমি প্রতিরোধী অনডানসেট্রন ইনজেকশন ভায়ালে কমেছে তিন টাকা, ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহৃত সেফট্রিয়াক্সোন ইনজেকশনের দাম ১১৫ থেকে ৯০ টাকা করা হয়েছে। নিউমোনিয়া চিকিৎসায় ব্যবহৃত সেফটাজিডিম ইনজেকশনের দাম কমিয়ে ১৫০ থেকে ১০০ টাকা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধী সেফট্রিয়াক্সোন ইনজেকশন ১৭৫ থেকে ১৬০ টাকা করা হয়েছে। সেফুরোক্সিম ইনজেকশনে কমেছে ১০ টাকা। গ্যাস্ট্রিক এসিড নিঃসরণে ব্যবহৃত ইসোমিপ্রাজল ইনজেকশনের দামও ১০ টাকা কমেছে। মেরোপেনের দাম ৪৫০ থেকে ৩৪৩ টাকা করা হয়েছে। ওমিপ্রাজল ইনজেকশনের দাম ৬৪ থেকে কমিয়ে ৫২ টাকা করা হয়েছে।

এদিকে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দাম কমেছে। গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড ট্যাবলেটের দাম ৬৮ পয়সা, প্যারাসিটামল ট্যাবলেটের দাম এক টাকা ১১ পয়সা এবং সালবিউটামল ট্যাবলেট ১৭ পয়সা করা হয়েছে। অ্যালবেনডাজল ট্যাবলেটে কমেছে এক টাকা। ক্লোরামফেনিকল আই ড্রপ ও প্যারাসিটামল সাসপেনশনে তিন টাকা করে কমেছে। অ্যামলোডিপিন ট্যাবলেট দুই টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৩১ পয়সা, মেটফর্মিন ট্যাবলেট তিন টাকা ২৫ পয়সা থেকে দুই টাকা করা হয়েছে।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও এসেনসিয়াল ড্রাগসের যৌথ উদ্যোগে দাম নিয়ন্ত্রণ করা হয়েছে। মূলত ক্রয় প্রক্রিয়ায় পূর্ববর্তী সিন্ডিকেট ভাঙার কারণে দরপত্রে অধিক সংখ্যক দরদাতা প্রতিযোগিতামূলক মূল্যে অংশগ্রহণ করছেন, ফলে কাঁচামাল আগের তুলনায় কম দামে কেনা সম্ভব হচ্ছে। একই সঙ্গে বেড়েছে কর্মঘণ্টা ও কর্মদক্ষতা। এতে আগের বছরের তুলনায় ৫৯ কোটি টাকার ওষুধ বেশি উৎপাদন হয়েছে। একই সঙ্গে উৎপাদন খরচ কমেছে ৩০ কোটি ৬৭ লাখ টাকা। ধীরে ধীরে ইডিসিএলের উৎপাদিত অন্য ওষুধের দামও কমানো সম্ভব হবে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন বলেন, সরকারি ওষুধ কোম্পানির সঙ্গে বেসরকারি ওষুধ কোম্পানি মেলানোর কোনো সুযোগ নেই। কারণ, ইডিসিএলে ওষুধের জন্য কোনো বিপণন ব্যয় হয় না। নতুন ওষুধ ও কাঁচামাল উৎপাদন এবং তৈরিতে খরচ করতে হয় না। তাদের ক্রেতাও নির্ধারিত থাকে। ফলে শুধু কাঁচামালের দাম কমার কারণে ইডিসিএল ওষুধের দাম কমাতে পারলেও অন্য কোম্পানিগুলো পারবে না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান সমকালকে বলেন, ইডিসিএলকে আধুনিকায়ন ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে পুনর্গঠিত ও শক্তিশালী করা হয়েছে। ৭০০ কর্মী কমালেও প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বেড়েছে। বর্তমানে এটি দৈনিক প্রায় ৭০ লাখ ট্যাবলেট উৎপাদন করছে। এতে ওষুধের উৎপাদন খরচ আগের তুলনায় কমেছে। শুধু তাই নয়, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের দাম স্থিতিশীল রয়েছে বা কিছু ক্ষেত্রে কমেছে।

কপি-পোস্ট

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক - "প্রেসিডেন্ট সাদাতকে কেনো হত্যা করেছ তুমি ?"...
09/08/2025

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক - "প্রেসিডেন্ট সাদাতকে কেনো হত্যা করেছ তুমি ?"

হত্যাকারী জবাব দিয়েছিলো - "কারণ সে সেক্যুলার ছিলো ।"

বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন - "সেক্যুলার মানে কী ?"

হত্যাকারী জানালো - "আমি জানি না ।"

প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক - "নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছো কেনো ?"

জবাবে সন্ত্রাসী বলেছিলো - "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে ।"

বিচারক আগ্রহ দেখালেন - "উপন্যাসটি পড়েছো তুমি‌ ?"

অপরাধী জবাব দিয়েছিলো - "না" ।

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকের হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন - "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেনো ?"

হত্যাকারী জবাব দিয়েছিলো - "কারণ তার ঈমান নাই‌।"

বিচারক জানতে কৌতূহলী হলেন - "তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই ?"

সন্ত্রাসীর জবাব ছিলো - "তার বইগুলা পড়লেই সব বোঝা যায় ।"

বিচারকের কৌতূহল বেড়ে গেলো - "তাঁর কোন বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে ?"

হত্যাকারী স্বীকার করলো - "বইয়ের নাম আমি জানি না। আমি পড়িনি ওসব ।"

বিচারক বিস্মিত হলেন - "কেনো পড়োনি ?"

খুনীটি বলেছিলো - "আমি লিখতে-পড়তে জানি না‌ ।"

ঘৃণা, কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না । ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে । সমাজ অজ্ঞতার খেসারত ও অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয় । সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে - "তুমি আদৌ বিষয়টি পরিস্কার ভাবে, প্রমান সহকারে জানো কিনা?

সংগ্রহীত পোস্ট।।

09/08/2025

আসসালামু আলাইকুম.....
শুভ সকাল
❤️🌹🌹🌹❤️

Address

Chittagong
4000

Telephone

+8801515612355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatgaiya Nezam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chatgaiya Nezam:

Share