AFZ Mazumder

AFZ Mazumder Exclusive collection on ladies, gents, kids clothing items, Islamic books, sports and stationary items

07/09/2024

কোঁয়ার কালিয়াপুরী মার্কেট মসজিদে
পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে- সালাতু সালাম
২৫শে আগষ্ট-২০২২ইং সাল থেকে বন্ধ।
কোরআন ও সহীহ হাদীস মোতাবেক ইসলাম চলবে, ইনশাআল্লাহ।

সম্মানিতমুসলিম ও দ্বীনি ভাই-বোনেরা, আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জ্ঞানশূন্য পাপী এক আল্লাহর বান্দা ও র...
05/09/2024

সম্মানিত
মুসলিম ও দ্বীনি ভাই-বোনেরা, আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জ্ঞানশূন্য পাপী এক আল্লাহর বান্দা ও রসূলের উম্মত, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই- ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ইসলাম ধর্মের প্রচার করা হয় সেভাবে পাঁচ ওয়াক্ত সালাতের সময় মসজিদগুলোতে ঈমানদার ফেসবুক অপারেট করা মুসলমানরা উপস্থিত হয়না।
আমার মনে হয় ফেসবুক অপারেট করা থেকে উত্তম পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায় করা।
মসজিদ খালি রেখে বা নামাজ কাজা করে ফেসবুকে ঈমানদারী দেখানো ব্যাক্তিদের মৃত্যুর পর কবর থেকে শেষ বিচারের দিন পর্যন্ত ক্ষতি ছাড়া কোন লাভ হবে কিনা মহান আল্লাহ-ই ভালো জানেন।
আসুন ঈমান বৃদ্ধি ও তাকওয়া অর্জনের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায় করি। উত্তম চরিত্র গঠন ও সুন্দর আচরণের মাধ্যমে নিজেকে উপস্থাপন করি। আমিন।
শাহরিয়ার ইকবাল মজুমদার
প্রধান শিক্ষক
স্বাধীন স্কুল এন্ড কলেজ।

৯৫% মুসলমানের দেশে ফজর নামাজে মুসল্লিদের উপস্থিতির ঢল।এ সোনার বাংলাদেশে কুরবানীতে প্রতিযোগিতা বা প্রতিহিংসা থাকলেও মসজিদ...
20/06/2024

৯৫% মুসলমানের দেশে ফজর নামাজে মুসল্লিদের উপস্থিতির ঢল।
এ সোনার বাংলাদেশে কুরবানীতে প্রতিযোগিতা বা প্রতিহিংসা থাকলেও মসজিদের জামায়াতে সেটা পরিলক্ষিত হয় না।
আমরা যেনো গরু খাওয়ার মুসলমান-ই হয়ে রইলাম।
আফসোস, প্রতিদিন কত অজুহাত দেখিয়ে সালাত থেকে দূরে সরে গিয়ে কখন যে মহান আল্লাহর-ই প্রতিপক্ষ হয়ে যাচ্ছি!
ক্ষমা করুন আমাদের হে আরশের মালিক।

আলহামদুলিল্লাহ-স্বাধীন স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থী এস,এস,সি পরীক্ষার্থী- আহসান নাসিম সিয়ামপিতা: মো:শাহাজাহান,মাতা...
12/05/2024

আলহামদুলিল্লাহ-
স্বাধীন স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থী
এস,এস,সি পরীক্ষার্থী- আহসান নাসিম সিয়াম
পিতা: মো:শাহাজাহান,
মাতা: আয়েশা বেগম,
স্বাধীন স্কুল এন্ড কলেজ, কোঁয়ার কালিয়াপুরি মার্কেট, লাকসাম -কুমিল্লা।
২০২৪ সালের প্রাপ্ত ফলাফল- GPA- 5.00
আহসান নাসিম সিয়ামের জন্য আন্তরিক অভিনন্দন ও দোয়া রইল।

শাহরিয়ার ইকবাল মজুমদার
প্রধান শিক্ষক
স্বাধীন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ।
কোঁয়ার কালিয়াপুরী মার্কেট, লাকসাম-কুমিল্লা।

07/05/2024

এশা ও ফজরের সালাত জামাআতে পড়ার ফযীলাত

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি লোকেরা এশা ও ফজরের সালাতের যে কত ফযীলাত তা জানতো, তাহলে অবশ্যই তারা এই দু সালাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। [Ibn Majah:796]

29/04/2024

ওমর ফারুক, লাকসাম কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাকসামের কোয়াঁর স্বাধীন স্কুল অ্যা....

হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।প্রধান নির্বাচক: ক্বারী এনামুল হাসান সাদীবিশেষ নির্বাচক: মুফতি মাহমুদুল হাসান কাশেমীব...
23/02/2024

হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
প্রধান নির্বাচক: ক্বারী এনামুল হাসান সাদী
বিশেষ নির্বাচক: মুফতি মাহমুদুল হাসান কাশেমী
বিশেষ নির্বাচক: মাওঃ মুহিউদ্দীন
সভাপতি: শাহরিয়ার ইকবাল মজুমদার

সৌজন্যে: স্বাধীন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ।
কোঁয়ার কালিয়াপুরী মার্কেট, লাকসাম-কুমিল্লা।
বিস্তারিত জানতে: ০১৮৩৩৮৮৬৬১০

Check out Shahriar2050's post.

21/02/2024
14/02/2024

সকল এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা ও দোয়া রইল মহান আল্লাহর দরবারে।
সততা ও কঠোর পরিশ্রম কখনও ব্যর্থ হতে পারে না।
আমি বিশ্বাস করি কোনো এক প্রজন্ম সুষ্ঠুভাবে তাদের মেধার বিকাশ ঘটিয়ে ধর্মীয় চেতনায় সু-শিক্ষিত হয়ে মহান পালনকর্তার প্রতি অগাধ বিশ্বাস অর্জন করবে এবং দূর করবে এ কলুষিত সমাজের অশ্লীলতা, আর আঁধার গুছিয়ে নিয়ে আসবে আলোকবর্তিকা হয়ে। নতুন প্রজন্মের নিকট আলোকিত সমাজ বাস্তবায়নের প্রতীক্ষায় রইলাম।
শাহরিয়ার ইকবাল মজুমদার
স্বাধীন স্কুল এন্ড কলেজ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when AFZ Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share