Arman Chowdhury

Arman Chowdhury ভ্রমনের নেশায় মাতাল হই,সুরের মূর্ছনায় পড়ে রই🙂
(1)

07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

07/09/2025

খোদা কি এক স্বার্থপর বানাইলা আমারে!
নিজেরে নিজেই বুঝি না।
আয়নায় যখন নিজেরে দেখি,
তখন বলি উঠি কিরে কিসে বন্দি তুই?
ছুইতে গিয়ে নিঃশব্দ,
জবান গেলো কই!
~এই হলো আমার জীবন🙂

03/09/2025

হাবিজাবি....

সুন্দর ❤️🥰
02/09/2025

সুন্দর ❤️🥰

01/09/2025

কেউ কোথাও ভালো নেই......

29/08/2025

আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলেছে হয়তো।আল্লাহ আমায় পরীক্ষায় ফেলো না।তোমার পরীক্ষা দেওয়ার মতো শক্তি,যোগ্যতা কিছুই আমার নেই।আমি বারবার হেরে যাবো। কিন্তু আমাকে ছেড়ে দিয়ো না।শেষ হয়ে যাবো।তোমার রহমতে আমায় রেখো।মানুষের এত কথা,এত কষ্ট,যন্ত্রণা নিজের কাছে একটু বোঝা হয়ে যাচ্ছে।তুমিইতো আল্লাহ বলেছো কারো সাধ্যের বাইরে তুমি বোঝা চাপিয়ে দাও না।হে আমার রব,আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে।তোমার সাহায্য প্রার্থনা করি ইয়া আল্লাহ।তুমি আমাকে সাহায্য করো।

29/08/2025

ড.ইউনুস দেশের উন্নয়ন করলেও দেশের ভিতরের বিভিন্ন সমস্যাগুলো সামাল দিতে ব্যর্থ।
নির্বাচন না দিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং ড. ইউনুস একজন ব্যর্থ সরকার।তাই অতিদ্রুত নির্বাচন দিয়ে সরকার গঠন করা হোক।

29/08/2025

হুম👍

28/08/2025

মানুষের সবচেয়ে বেশি আফসোস হয় তখন,যখন কারো জন্য সবকিছু করার পরও বলে কি করেছিস!
তখন নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মাতে থাকে।আর মনে মনে আল্লাহর কাছেই প্রার্থনা করি তারপরও যেন সবকিছু তাদের জন্য করার তৌফিক দান করেন।
রাগ স্রেফ নিজেকে শয়তান বানানো ছাড়া আর কিছু উপকার হয় না।তাই নিজেকে সবর করার জন্য বলি।ইনশাআল্লাহ উত্তম প্রতিদান তো আল্লাহ দিবেন।

23/08/2025

ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে।❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Arman Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category