16/03/2025
আসসালামু আলাইকুম, প্রতিবারের ন্যায় এবারো সন্দ্বীপ রক্তদাতা সংগঠন সন্দ্বীপ আয়োজন করেছিলো
" #ইফতার_সামগ্রী_উপহার"প্রদান পোগ্রাম। সমাজের অসহায় ব্যাক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে #ইফতার_উপহার।
সংগঠন এর #প্রতিষ্ঠাতা আলাউদ্দীন আকাশ এর দিকনির্দেশনায় সংগঠন এর কার্যকরী পরিষদের #সভাপতি মো:সেলিম, #সিনিয়র সহ সভাপতি মো:ফিহাদ ও #সাধারণ সম্পাদক মো:রিজভী এর নেতৃত্বে পোগ্রাম টি বাস্তবায়ন হয়।
#পোগ্রামটি ২ ধাপে সম্পন্ন হয়।
কিছু মানুষকে প্রথম ধাপে দেওয়া হয় যারা আসতে পেরেছিলো পোগ্রামস্থলে।
#দ্বিতীয় ধাপে সংগঠন এর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার উপহার অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
পোগ্রামটি বাস্তবায়নে বিশেষভাবে ভূমিকা রাখেন সংগঠন এর #প্রচার সম্পাদক মো:হাসান রাজ, #সহ প্রচার সম্পাদক -মো:সাইমন, #সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ সংগঠন এর অন্যান্য #কমিটি ও #সদস্যবৃন্দ।
পোগ্রামটি সফল ও সুন্দরভাবে সমাপ্ত হয়।