সাকলাইন প্রকাশন

সাকলাইন প্রকাশন সাকলাইন প্রকাশনীর এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের যে কোন কিতাব সংগ্রহ করতে মেসেজ করুন অথবা প্রয়োজনে যোগাযোগ করুন-👇
Call & WhatsApp: 01723-933396

Rare religious book Publication.

সাকলাইন প্রকাশনীর এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের যে কোন কিতাব সংগ্রহ করতে মেসেজ করুন অথবা প্রয়োজনে যোগাযোগ করুন-👇
Call & WhatsApp: 01723933396

আলহামদুলিল্লাহ, ছাপা শেষ, হাতে আশার অপেক্ষায়।
10/07/2025

আলহামদুলিল্লাহ, ছাপা শেষ, হাতে আশার অপেক্ষায়।

📚 ্ধতিতে_সহীহ_নামায_শিক্ষা”✍️সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর। “সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা” কিতাবটি আহলে ...
18/06/2025

📚 ্ধতিতে_সহীহ_নামায_শিক্ষা”
✍️সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
“সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা” কিতাবটি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের গ্রহণযোগ্য দলিলের আলোকে সাজানো হয়েছে। এতে রয়েছে বিশুদ্ধ পাঁচ কালিমা, পবিত্রতা অর্জনের সঠিক বিবরণ, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের সহজ এবং সঠিক বর্ণনা, যাবতীয় নফল নামায সমূহের তথ্যবহুল আলোচনা। যা রাসূল (দ.) থেকে শুরু করে সালফে সালেহীনদের মাধ্যমে সঠিক বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে। প্রতিটি নামাযের বিবরণের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস শরীফ এবং তা সম্পর্কে উম্মাহ'র নির্ভরযোগ্য ফুকাহায়ে কেরামের সঠিক অভিমত তথ্যসহ তুলে ধরা হয়েছে।

বর্তমান বাজারে বাতিল ফিরকাদের নামায সংক্রান্ত বই এতো পরিমাণ যে তার কোন ইয়ত্তা নেয়। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নামায সংক্রান্ত কিতাব তাদের তুলনায় একেবারেই নেই বললে চলে। ফলে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সুন্নী মুসলমানদের অধিকাংশ জনসাধারণ তাদের বইগুলো পড়ে পড়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন। এরই নিরিখে তাদের বিভ্রান্তির খণ্ডনে শাণিত তরবারি স্বরূপ আমাদের কিতাবটি সুন্নীমনা মুসলমানদের জন্য একটি গ্রহণযোগ্য হাতিয়ার।
আমি আশাবাদী "সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা" এ মহান কিতাবটি দ্বারা ধর্মীয় বক্তা, খতিব, শিক্ষার্থীসহ সর্বস্তরের সুন্নী মুসলমান ঈমানদার নর-নারী উপকৃত হবেন ইনশাআল্লাহ।

#প্রকাশনীর যেকোন কিতাব সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন: 01723933396 (হোয়াটসঅ্যাপে অথবা কল করুন।)

28/05/2025

ফিতনা ফাসাদের মুকাবেলায় আমাদের সঠিক আক্বিদা
লেখক: মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
বিষয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের A টু Z আক্বিদা নিয়ে কিতাব সংকলন।
পৃষ্ঠা সংখ্যা ৬১৬,
শুভেচ্ছা হাদিয়া ৩০০ টাকা।
হোমডেলিভারী কুরিয়ার চার্জ: ১০০ টাকা।

বইটির সূচিপত্র দেখুন।👇
https://drive.google.com/file/d/1P-UQcbRzE1jFK8F-doi0IL2_9gHXHEZU/view?usp=drivesdk

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন- 01723-933396 WhatsApp.

চলে গেছে ৫৬০ কপি আলহামদুলিল্লাহ। যারা বুকিং দেননি দ্রুত দিয়ে ফেলুন।01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল করুন।)
20/05/2025

চলে গেছে ৫৬০ কপি আলহামদুলিল্লাহ। যারা বুকিং দেননি দ্রুত দিয়ে ফেলুন।
01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল করুন।)

ফিতনা ফাসাদের মুকাবেলায় আমাদের সঠিক আকিদালেখক: মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর বিষয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের...
18/05/2025

ফিতনা ফাসাদের মুকাবেলায় আমাদের সঠিক আকিদা
লেখক: মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
বিষয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের A টু Z আক্বিদা নিয়ে কিতাব সংকলন।
পৃষ্ঠা সংখ্যা ৬১৬,
শুভেচ্ছা হাদিয়া ৩০০ টাকা।
হোমডেলিভারী কুরিয়ার চার্জ: ৯০ টাকা।

বইটির সূচিপত্র দেখুন।👇
https://drive.google.com/file/d/1P-UQcbRzE1jFK8F-doi0IL2_9gHXHEZU/view?usp=drivesdk

বইটি সংগ্রহ করতে ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন- 01723933396 WhatsApp.

02/05/2025

💥 "মাওয়াহিবুল্লাহ লাদুন্নিয়্যাহ বিল মানাহিল মুহাম্মদিয়্যাহ" হুজুরে করিম (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) সিরাতের গুরুত্বপূর্ণ একটি কিতাব।

💥 চার খণ্ডের কিতাবটিতে আলোচনা করা হয়েছে:
১/ বিলাদাত শরীর থেকে শুরু করে বিসাল (ওফাত) শরীফ পর্যন্ত।
২/ রাসূল (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) প্রশংসনীয় গুণাবলী ।
৩/ উত্তম বৈশিষ্ট্য গুলো।
৪/ অনুপম সৃষ্টি এবং উত্তম চরিত্র মালা।
৫/ সম্মানিত খাদিম এবং আদায়কৃত গোলাম।
৬/ সুচিতা সহধর্মিনীগণ।
৭/ আরোহণের জন্তু।
৮/ মেরাজ শরীফ সম্পর্কে।
৯/ পোশাক।
১০/ মু'জিযাসমূহ।
১১/ যুদ্ধ- সারিয়া।

💥সম্মানিত রচয়িতা এ কিতাবটিকে দশটি ভাগে বিভক্ত করেছেন। প্রত্যেক ভাগের অধীনে বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন। আপনার হাতের কাছে কিতাবটি রাখতে অর্ডার করুন এখনি।

অর্ডার করতে মেসেজ অথবা কল করুন : 01788603016

 #আছারুস_সুনান (সহীহ হাদিসের আলোকে মু‘মিনদের নামাজ)।মূলঃ আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহঃ)।অনুবাদকঃ মাওলানা মুফতি মু...
27/04/2025

#আছারুস_সুনান (সহীহ হাদিসের আলোকে মু‘মিনদের নামাজ)।
মূলঃ আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহঃ)।
অনুবাদকঃ মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

খ্যাতিমান লেখক আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহ)‘র লিখিত বহু কিতাবের মধ্যে 'আছারুস সুনান' কিতাবটি অসম্ভব গুরুত্বপূর্ণ ও বেশ প্রয়োজনীয় কিতাব। আরবী ভাষার উপর রচিত যতোসব আছার ও সুনান কিতাব রয়েছে তৎমধ্যে এই কিতাবটিই খুবই গ্রহণীয় ও নির্ভরযোগ্য। যে কিতাবের প্রশংসা করেছেন অনেক উলামাগণ। যেখানে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায সম্পর্কে বিস্তারিত হাদিসের আলোকে আলোকপাত করেছেন। ইসলামি শরিয়তের জটিল-কঠিন বিষয়গুলোকে সহজবোধ্যভাবে তিনি এ কিতাবে হাদিসের আলোকে উল্লেখ করেছেন। যা যুগযুগ ধরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেক অঞ্চলের আলিম-ওলামা থেকে শুরু করে বিভিন্ন গবেষকদের কল্যাণ সাধন করে আসছে।
সমানভাবে সকলে আরবী পারদর্শী না হওয়ায়, কিতাবটির ফায়দা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। এ কিতাবের কয়েকটি বৈশিষ্ট্য না উল্লেখ করলেই নয়; এ কিতাবে যত সুন্নাহ এবং আছার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির সনদের মান উল্লেখ করেছেন। তথাকথিত আহলে হাদিসদের সাথে আমাদের হানাফিদের যেসকল মাসায়েলগুলো নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে তিনি হাশীয়াও করেছেন, অনুবাদক সে হাশীয়ার সংক্ষেপ অনুবাদ করেছেন, কারণ বিস্তারিত হুবহু অনুবাদ করলে কিতাব দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। কিতাবটিতে তিনি পবিত্রতার বিষয় দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন জানাযার নামাযের আলোচনা দিয়ে। অনুবাদক হাদিসের কিতাব অনুসারে মূল আরবী ইবারত রেখে যোগ করেছেন প্রয়োজনীয় তাখরিজ। যা বহু কষ্টসাধ্য ব্যাপার। তবুও মহতী কাজটি সম্পাদনের কারণে পাঠককে অন্যরকম কল্যাণ দেবে; উপকৃত হবে বাংলা ভাষাভাষী সবধরনের গবেষকগণও। বিশেষকরে এ ফিতনার যামানায় তরুণ যুবকদের এ কিতাবটি বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী আপনারা এ কিতাবটি বিভিন্ন প্রিয়জনকে উপহার দিয়ে প্রিয় নবী (ﷺ)'র ইবাদত পদ্ধতি জানতে অন্যকে সুযোগ করে দিয়ে নিজে অনেক নেকীর অধিকারী হবেন।
এ পুরো কিতাবেই গ্রন্থকার পবিত্রতা, অযু, নামায, আযান, নামায আদায়ের পদ্ধতি, যেসব কাজ করা নামাযে বৈধ এবং অবৈধ, বিতর নামায, তারাবীহ নামায, সাহু সিজদা, মুসাফিরের নামায, জুম'আ, ঈদের নামায, সূর্য গ্রহণের নামায এবং জানাযা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।

➡️বইটির সূচিপত্রের পিডিএফ লিংক : https://drive.google.com/file/d/1ntAkp2eBraFDRBwrGyK1LzUEA0Cp5hS6/view?usp=drivesdk

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করুন : 01723933396

📖 প্রিয় নবি (স)'র সকল কর্ম পদ্ধতির ওপর সন্তুষ্ট থাকা প্রত্যেক ঈমানদারের জন্য জরুরী। মনীষীগণ কর্তৃক শিষ্টাচারের ওপর অনেক ...
12/04/2025

📖 প্রিয় নবি (স)'র সকল কর্ম পদ্ধতির ওপর সন্তুষ্ট থাকা প্রত্যেক ঈমানদারের জন্য জরুরী। মনীষীগণ কর্তৃক শিষ্টাচারের ওপর অনেক গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু নির্ভরযোগ্যতার ক্ষেত্রে কিতাব অনুসন্ধান করলে আমিরুল মুমিনীন ফিল হাদিস, ইমাম বুখারি (রহঃ)'র লিখিত 'আল-আদাবুল মুফরাদ'-র নাম সবার আগে আসে। 🌟

👉এটি হাদিস সংক্রান্ত গ্রন্থ। এ গ্রন্থে রাসূলুল্লাহ (ﷺ)'র জীবনাদর্শ নিষ্কলুষ আচার ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে ৬৪৫ টি পরিচ্ছেদ রয়েছে। হাদিস সংখ্যা ১৩৬০টি। এ গ্রন্থেটির প্রয়োজনীয়তা অনুভব করে বিভিন্ন ভাষাতে এর অনুবাদ গ্রন্থও প্রকাশিত হয়েছে।

⚠️ বাজারে প্রচলিত অনেক অনুবাদে নানা ভুল ও সংক্ষেপণের কারণে মূল বিষয়বস্তুর বিকৃতি ঘটেছে। তাই প্রামাণ্য ও নির্ভরযোগ্য অনুবাদ সংগ্রহ করুন।

🔸 হাদিস গবেষক ও ইমামদের জন্য অপরিহার্য!
🔸 মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ও ধর্মপ্রাণ মুসলিমদের অবশ্যপাঠ্য!
🔸 বিশুদ্ধ অনুবাদ ও তাখরীজ সংযোজিত সম্পূর্ণ কিতাব!

📌 আজই সংগ্রহ করুন!
📚 কিতাব: আল-আদাবুল মুফরাদ
✍ মূল লেখক: ইমাম বুখারী (রহ.)
🖋 অনুবাদক: আনিসুর রহমান আশরাফী
📜 তাখরীজ: আল্লামা মুফতি শহিদুল্লাহ বাহাদুর

📞 অর্ডার করতে কল করুন: 01723-933396

বড় পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) এর লিখিত, পৃথিবীর প্রাচীন ২য় তম কিতাব "সিররুল আসরার"। এই কিতাবটি তাসাউফের উপরে গাউসে প...
18/03/2025

বড় পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) এর লিখিত, পৃথিবীর প্রাচীন ২য় তম কিতাব "সিররুল আসরার"। এই কিতাবটি তাসাউফের উপরে গাউসে পাক ৫০০ হিজরীতে লিখেছেন।

হুযুর গাউসে পাক (রাঃ) কিতাবটিতে চব্বিশটি পরিচ্ছেদের আলোকে জগৎ সৃষ্টির রহস্য, মানব দেহে রুহের ব্যবসা, জ্ঞানের প্রকার, তাওবা-তালীকন, সূফীসম্প্রদায়ের পরিচয় ও প্রকারভেদ এবং পাশাপাশি ভণ্ড সূফীদের বাত্বিল আকিদা ও তাদের স্বরুপ উন্মোচন, যিকিরের পরিচয়, প্রকার ও শর্তাবলি, মহান আল্লাহর দীদার, শরীয়ত ও তরীকতের নামায, ইলমে মা'রেফতের পরিচয়, শরীয়ত ও তরীকতের যাকাত, শরীয়ত ও তরীকতের রোযা, শরীয়ত ও তরীকতের হজ এবং নির্জনতার পরিচয় ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। যা সম্পর্কে প্রতিটি মু'মিন মুসলমানদের জানা এবং মানা উচিত।

- তাই আজই কিতাবটি স্বল্পমূল্যে সংগ্রহ করতে ইনবক্সে নক করুন, অথবা যোগাযোগ করুনঃ 01723933396

প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল ইসলাম, ইমাম জালালুদ্দীন সুয়ূতি আশ-শাফেয়ী (রাহঃ)'র লিখিত বড়ো কিতাবের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত...
05/03/2025

প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল ইসলাম, ইমাম জালালুদ্দীন সুয়ূতি আশ-শাফেয়ী (রাহঃ)'র লিখিত বড়ো কিতাবের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক রিসালাও (ছোট পুস্তকও) লিখেছেন, এগুলো ছোট কিতাব হলেও মর্যাদাগতভাবে উঁচু এবং অনেক উপকারী। উনার অনেক রিসালা আল-হাভীলিল ফাতওয়ায় রয়েছে ও আলাদাভাবেও রয়েছে। আমি অধম ইমাম সুয়ূতি (রাহঃ)'র ভীষণ একজন ভক্ত, কারণ উনার লেখনিতে মাযহাবের অনেক খেদমত হয়েছে, তাই কিছু রিসালা অনুবাদ প্রকাশের ইচ্ছে জাগে। এ 'ইমাম সুয়ুতি (রাহঃ)'র রিসালা সমগ্র' কিতাবটি কয়েক খণ্ডে করব নিয়ত করেছি, অলরেডি ২ খণ্ডের কাজ শেষ, সামনে আরও হতে পারে।

১ম খণ্ডে দশটি রিসালা অনুবাদ করা হয়েছে, আর আলহামদুলিল্লাহ সবগুলো রিসালার তাখরীজ করা হয়েছে।

রাসূ্ল (ﷺ) হায়াতুন্নবী, মিলাদ কিয়াম, আহলে বাইতের ফজিলত, রাসূল (ﷺ)-এর পিতা-মাতার ঈমান, উচ্চস্বরে জিকির, পাগড়ীর কালার, ওলী-আউলিয়ার পদবি ক্ষমতাসহ অনেক বিষয়ে আলোচনা এ কিতাবের রিসালাগুলোতে রয়েছে। পাঠকবৃন্দ অনেক কিছু জানতে পারবেন আশাবাদী।
কিতাবটি সংগ্রহ করতে নক করুন অথবা কল করুন
01723933396

Address

Chittagong

Telephone

+8801723933396

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাকলাইন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাকলাইন প্রকাশন:

Share

Category