15/07/2024
#আছারুস_সুনান
“সহীহ হাদিসের আলোকে মু‘মিনের নামায।”
মূলঃ আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহঃ)।
অনুবাদকঃ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
খ্যাতিমান লেখক আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহ)‘র লিখিত বহু কিতাবের মধ্যে 'আছারুস সুনান' কিতাবটি অসম্ভব গুরুত্বপূর্ণ ও বেশ প্রয়োজনীয় কিতাব। আরবী ভাষার উপর রচিত যতোসব আছার ও সুনান কিতাব রয়েছে তৎমধ্যে এই কিতাবটিই খুবই গ্রহণীয় ও নির্ভরযোগ্য। যে কিতাবের প্রশংসা করেছেন অনেক উলামাগণ। যেখানে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায সম্পর্কে বিস্তারিত হাদিসের আলোকে আলোকপাত করেছেন। ইসলামি শরিয়তের জটিল-কঠিন বিষয়গুলোকে সহজবোধ্যভাবে তিনি এ কিতাবে হাদিসের আলোকে উল্লেখ করেছেন। যা যুগযুগ ধরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেক অঞ্চলের আলিম-ওলামা থেকে শুরু করে বিভিন্ন গবেষকদের কল্যাণ সাধন করে আসছে।
সমানভাবে সকলে আরবী পারদর্শী না হওয়ায়, কিতাবটির ফায়দা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। এ কিতাবের কয়েকটি বৈশিষ্ট্য না উল্লেখ করলেই নয়; এ কিতাবে যত সুন্নাহ এবং আছার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির সনদের মান উল্লেখ করেছেন। তথাকথিত আহলে হাদিসদের সাথে আমাদের হানাফিদের যেসকল মাসায়েলগুলো নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে তিনি হাশীয়াও করেছেন, অনুবাদক সে হাশীয়ার সংক্ষেপ অনুবাদ করেছেন, কারণ বিস্তারিত হুবহু অনুবাদ করলে কিতাব দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। কিতাবটিতে তিনি পবিত্রতার বিষয় দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন জানাযার নামাযের আলোচনা দিয়ে। অনুবাদক হাদিসের কিতাব অনুসারে মূল আরবী ইবারত রেখে যোগ করেছেন প্রয়োজনীয় তাখরিজ। যা বহু কষ্টসাধ্য ব্যাপার। তবুও মহতী কাজটি সম্পাদনের কারণে পাঠককে অন্যরকম কল্যাণ দেবে; উপকৃত হবে বাংলা ভাষাভাষী সবধরনের গবেষকগণও। বিশেষকরে এ ফিতনার যামানায় তরুণ যুবকদের এ কিতাবটি বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী আপনারা এ কিতাবটি বিভিন্ন প্রিয়জনকে উপহার দিয়ে প্রিয় নবী (ﷺ)'র ইবাদত পদ্ধতি জানতে অন্যকে সুযোগ করে দিয়ে নিজে অনেক নেকীর অধিকারী হবেন।
এ পুরো কিতাবেই গ্রন্থকার পবিত্রতা, অযু, নামায, আযান, নামায আদায়ের পদ্ধতি, যেসব কাজ করা নামাযে বৈধ এবং অবৈধ, বিতর নামায, তারাবীহ নামায, সাহু সিজদা, মুসাফিরের নামায, জুম'আ, ঈদের নামায, সূর্য গ্রহণের নামায এবং জানাযা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।
#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা ওয়াটসঅ্যাপে নক করুন : 01723933396