সাকলাইন প্রকাশন

সাকলাইন প্রকাশন সাকলাইন প্রকাশনীর এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের যে কোন কিতাব সংগ্রহ করতে মেসেজ করুন অথবা প্রয়োজনে যোগাযোগ করুন-👇
Call & WhatsApp: 01723-933396

Rare religious book Publication.

সাকলাইন প্রকাশনীর এবং মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের যে কোন কিতাব সংগ্রহ করতে মেসেজ করুন অথবা প্রয়োজনে যোগাযোগ করুন-👇
Call & WhatsApp: 01723-933396

সেরা একটা কিতাব। পড়ে ভালো না লাগলে টাকা ফিরত।সূচিপত্র কমেন্টে।শুভেচ্ছা হাদিয়া ৬০ টাকা মাত্র।01723933396
30/10/2024

সেরা একটা কিতাব। পড়ে ভালো না লাগলে টাকা ফিরত।
সূচিপত্র কমেন্টে।
শুভেচ্ছা হাদিয়া ৬০ টাকা মাত্র।
01723933396

বইয়ের নাম: তাসাউফ দর্শনমূল: ইমাম শায়খ আবদুল কাদের জিলানী (রা.)প্রকাশনায়: সাকলাইন প্রকাশনগায়ের রেট: ৩২০/=শুভেচ্ছা হাদিয়া-...
26/10/2024

বইয়ের নাম: তাসাউফ দর্শন
মূল: ইমাম শায়খ আবদুল কাদের জিলানী (রা.)
প্রকাশনায়: সাকলাইন প্রকাশন
গায়ের রেট: ৩২০/=
শুভেচ্ছা হাদিয়া-১৬০/=
01723933396 (bKash এবং ওয়াটসআপ)
কুরিয়ার অফিস থেকে নিলে ৫০ টাকা
হোমডেলিভারি ৯০ টাকা। ধন্যবাদ।

ইসলামে নারীদের মর্যাদা ও পর্দার বিধান বই এখন শায়খ জয়নাল আবেদীন কাদেরী সাহেবের কাছে। হুজুরের নেক হায়াত কামনা করছি। 017239...
23/10/2024

ইসলামে নারীদের মর্যাদা ও পর্দার বিধান বই এখন শায়খ জয়নাল আবেদীন কাদেরী সাহেবের কাছে। হুজুরের নেক হায়াত কামনা করছি।
01723933396
শুভেচ্ছা হাদিয়া ১৬০

আলহামদুলিল্লাহ নতুন ছাপা পরশু দিন থেকে পাবেন।01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল করুন।)এতটুকু বলতে পারি এটি পূর্ণাঙ্গ ...
22/10/2024

আলহামদুলিল্লাহ নতুন ছাপা পরশু দিন থেকে পাবেন।
01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল করুন।)
এতটুকু বলতে পারি এটি পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ, বাজারে যা আছে অধিকাংশ জালিয়াতি।

❝ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান❞সংকলনে: আমেনা আক্তার পাটোয়ারী। সম্পাদনায়: মুফতি মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর...
19/10/2024

❝ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান❞
সংকলনে: আমেনা আক্তার পাটোয়ারী।
সম্পাদনায়: মুফতি মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

“ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান” গ্রন্থে ইসলামে নারীর ব্যক্তিগত, পারিবারিক, দাম্পত্য এবং তালাক পরবর্তী যাবতীয় অধিকার থেকে শুরু করে একজন নারীর মৃত্যু পরবর্তী যাবতীয় মর্যাদা সম্পর্কে প্রথম ভাগে ৬টি অধ্যায় আলোচনা করা হয়েছে।
এ গ্রন্থের দ্বিতীয় ভাগ হলো নারীদের পর্দা সম্পর্কে, সেখানেও অনেকগুলো পরিচ্ছদে বিন্যস্ত করা হয়েছে। এ গ্রন্থে কোরআন সুন্নাহর আলোকে পর্দার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পর্দা সম্পর্কে পবিত্র কুরআনে যতগুলো আয়াত রয়েছে এবং এ বিষয়ক গুরুত্বপূর্ণ যত হাদিস রয়েছে তা উল্লেখ করার যথেষ্ট প্রয়াস রয়েছে।
আশাবাদী এ বইটি পাঠ করে এ যুগের নারীরা তাদের অবস্থান, অধিকার ও মর্যাদা সম্পর্কে পরিপূর্ণ উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ।

#বইয়ের সূচিপত্রের পিডিএফ লিংক: https://drive.google.com/file/d/1ndd7TcTxX_inbLAgV5AkvtKHQTolcC4g/view?usp=drivesdk

#প্রকাশনীর যেকোন কিতাব সংগ্রহ করতে যোগাযোগ করুন: 01723933396 (ওয়াটসআপে অথবা কল করুন।)

আজকে থেকে পাবেন।শুভেচ্ছা হাদিয়া ১৬০01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল)
28/09/2024

আজকে থেকে পাবেন।
শুভেচ্ছা হাদিয়া ১৬০
01723933396 (ওয়াটসআপে নক করুন অথবা কল)

 ্ধতিতে_সহীহ_নামায_শিক্ষা”সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর। হাদিয়া:১৬০/- “সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা” কিত...
22/09/2024

্ধতিতে_সহীহ_নামায_শিক্ষা”
সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
হাদিয়া:১৬০/-
“সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা” কিতাবটি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের গ্রহণযোগ্য দলিলের আলোকে সাজানো হয়েছে। এতে রয়েছে বিশুদ্ধ পাঁচ কালিমা, পবিত্রতা অর্জনের সঠিক বিবরণ, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের সহজ এবং সঠিক বর্ণনা, যাবতীয় নফল নামায সমূহের তথ্যবহুল আলোচনা। যা রাসূল (দ.) থেকে শুরু করে সালফে সালেহীনদের মাধ্যমে সঠিক বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে। প্রতিটি নামাযের বিবরণের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস শরীফ এবং তা সম্পর্কে উম্মাহ'র নির্ভরযোগ্য ফুকাহায়ে কেরামের সঠিক অভিমত তথ্যসহ তুলে ধরা হয়েছে।

বর্তমান বাজারে বাতিল ফিরকাদের নামায সংক্রান্ত বই এতো পরিমাণ যে তার কোন ইয়ত্তা নেয়। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নামায সংক্রান্ত কিতাব তাদের তুলনায় একেবারেই নেই বললে চলে। ফলে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সুন্নী মুসলমানদের অধিকাংশ জনসাধারণ তাদের বইগুলো পড়ে পড়ে বিভ্রান্তির শিকার হচ্ছেন। এরই নিরিখে তাদের বিভ্রান্তির খণ্ডনে শাণিত তরবারি স্বরূপ আমাদের কিতাবটি সুন্নীমনা মুসলমানদের জন্য একটি গ্রহণযোগ্য হাতিয়ার।

আমি আশাবাদী "সহজ পদ্ধতিতে সহীহ নামায শিক্ষা" এ মহান কিতাবটি দ্বারা ধর্মীয় বক্তা, খতিব, শিক্ষার্থীসহ সর্বস্তরের সুন্নী মুসলমান ঈমানদার নর-নারী উপকৃত হবেন।

#প্রকাশনীর যেকোন কিতাব সংগ্রহ করতে যোগাযোগ করুন: 01723933396 (ওয়াটসআপে অথবা কল করুন।)

📖 সাহাবিয়ে রসুল হযরত আমিরে মুয়াবিয়া (রা:)সংকলকঃ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।‘সাহাবিয়ে রাসুল হযরত আমীরে মুয়াবিয...
21/09/2024

📖 সাহাবিয়ে রসুল হযরত আমিরে মুয়াবিয়া (রা:)
সংকলকঃ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

‘সাহাবিয়ে রাসুল হযরত আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) ও প্রাসঙ্গিক আলোচনা’ বইটির বৈশিষ্ট্যসমূহ:
🔸প্রথম অধ্যায়:সাহাবায়ে কেরাম গণের মর্যাদা প্রসঙ্গে। এ অধ্যায়ে রয়েছে-
🔹সাহাবির পরিচয়;
🔹মহান সাহাবাগণের মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদীসের উদ্ধৃতি;
🔹সাহাবাগণ কে গালীদাতার ফিকহি হুকুম;
🔹সমস্ত সাহাবায়ে কেরামগণই হচ্ছে ন্যায়পরায়ণ।
🔸দ্বিতীয় অধ্যায়:হযরত আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) সাহাবি-এর প্রমাণ।
এতে রয়েছে:-
🔹সাহাবায়ে কেরামগণের দৃষ্টিতে আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) সাহাবি;
🔹মাযহাবের চার ইমামের দৃষ্টিতে আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) সাহাবি;
🔹হাদিসের প্রসিদ্ধ ছয় ইমামের দৃষ্টিতে আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) সাহাবি;
🔹প্রত্যেক শতাব্দীর মুজাদ্দিদদের দৃষ্টিতে আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) সাহাবি;
🔹স্বয়ং সাহাবায়ে কেরামগণ তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন;
🔹হযরত আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র শ্রেষ্ঠত্বে বর্ণিত হাদিস সমূহ;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) জান্নাতি হওয়ার দলীল;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) মুজতাহিদ ছিলেন;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) কাতেবে ওহী ছিলেন;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র সমালোচনা কারীরাই শিয়া;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র সমালোচনাকারীদের পিছনে কি নামাজ পড়া যাবে?
🔹সিফফীনের যুদ্ধ প্রসঙ্গ;
🔹সাধারণ মুসলমানদের জন্য সিফফীনের যুদ্ধ প্রসঙ্গে আলোচনায় জড়ানো কতটা যৌক্তিক?
🔹আহলে বাইতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র সাথে আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র সদ্ব্যবহার;
🔹খিলাফত বিষয়ে শিয়াদের তিনটি প্রশ্নের জবাব।
🔸তৃতীয় অধ্যায়: আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র প্রতি কতিপয় আপত্তি ও নিষ্পত্তি।এই অধ্যায়ে রয়েছে:-
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) জাহেলিয়াতের উপর ইন্তেকাল করেছেন;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) হত্যা ও জোর করে মাল আত্মসাৎ করতেন;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু)'র মদপানের হাদিসের হাকিকত;
🔹আমীরে মুয়াবিয়া (রাদিআল্লাহু আনহু) ও তাঁর গভর্নর আলী (রাদিআল্লাহু আনহু) কে গালি দিতেন।
👉তাছাড়াও কিতাবের শেষ ভাগে লেখক গ্রন্থপঞ্জি অর্থাৎ কোন কোন কিতাব হতে দলিল দিয়ে গ্রন্থটি সংকলন করেছেন তা দেওয়ার মাধ্যমে কিতাবটির সমাপ্তি ঘটিয়েছেন।

যোগাযোগ: 01723933396 (ওয়াটসঅ্যাপ অথবা কল করুন)

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি কিতাব আসছে।যাদের প্রয়োজন নক করুন। 01723933396 (ওয়াটসঅ্যাপ)
17/09/2024

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি কিতাব আসছে।
যাদের প্রয়োজন নক করুন।
01723933396 (ওয়াটসঅ্যাপ)

❝হানাফী ও আহলে হাদিসদের ২৫টি মাসয়ালার বিরোধ মীমাংসা।❞গ্রন্থনা ও সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।উক্ত কিতাবের...
12/08/2024

❝হানাফী ও আহলে হাদিসদের ২৫টি মাসয়ালার বিরোধ মীমাংসা।❞
গ্রন্থনা ও সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
উক্ত কিতাবের আলোচ্য বিষয়গুলো দেয়া হলো:-
বিষয় নং ০১: পবিত্র কোরআন ও সুন্নাহে কালিমায়ে তায়্যিবাহ।
এক নজরে কালিমায়ে তায়্যেবাহ প্রমাণে ২৫ টি হাদিস।
বিষয় নং.০২ : রাসূল (দ.)-এর পিতা-মাতা কী মুশরিক ছিলেন?।
বিষয় নং-০৩: ইকামতের বাক্য সংখ্যা।
বিষয় নং-০৪: আযানের দোয়ায় “শাফায়াতাহু” যোগে দোয়া পড়া।
বিষয় নং. ০৫: নামাযের শুরুতে কানের নিকট পর্যন্ত হাত তোলা প্রসঙ্গ।
বিষয় নং. ০৬ : নামাযে ‘রাফউল ইয়াদাইন’ বা বারবার হাত উত্তোলন করা প্রসঙ্গ।
বিষয় নং. ০৭: নামাযে বিসমিল্লাহ নীচু স্বরে পড়া।
বিষয় নং ০৮: ইমামের পিছনে কিরাত পড়া প্রসঙ্গ।
বিষয় নং. ০৯: নামাযে নাভীর নিচে হাত বাঁধা প্রসঙ্গ।
বিষয় নং. ১০: নামাযে আস্তে আমিন বলা প্রসঙ্গ।
বিষয় নং. ১১: বিতর নামায প্রসঙ্গ।
বিষয় নং. ১২: ফজরের জামাত চলাকালিন সুন্নাত পড়া।
বিষয় নং. ১৩: তাশাহ্হুদে বসে শাহাদাত আঙ্গুল একবার উঠানো নিয়ে আহলে হাদিসদের বিভ্রান্তি।
বিষয় নং. ১৪: নারী পুরুষের নামায একই নিয়ম বলে আহলে হাদিসদের ভ্রান্ত মতবাদ।
বিষয় নং. ১৫ : পুরুষদের জামা‘আতে মহিলাদের অংশগ্রহণ শরীয়ত কী বলে ?।
বিষয় নং. ১৬: হাদিসের আলোকে ফরজ নামাযের পর দোয়া।
বিষয় নং. ১৭: জুমু‘আর খুতবাহ যে কোন ভাষায় দেয়া যাবে বলে আহলে হাদিসদের ভ্রান্ত মতবাদের মুখোশ উন্মোচন।
বিষয় নং. ১৮: জুম‘আর ফরজের পূর্বে চার রাক‘আত সুন্নাত নামায পড়া প্রসঙ্গে আহলে হাদিসদের বিভ্রান্তির অবসান।
বিষয় নং.১৯ : মাগরীবের পূর্বে মসজিদে প্রবেশ করে দুই রাক‘আত সুন্নাত নয়।
বিষয় নং-২০: তারাবীহ নামাযের রাক‘আত সংখ্যা।
বিষয় নং-২১: ঈদের নামাযে তাকবিরের সংখ্যা নিয়ে আহলে হাদিসদের বিভ্রান্তির অবসান।
বিষয় নং. ২২: একটি গরু/মহিষ/উটে ৭ পরিবার শরীক হওয়া নিয়ে বিভ্রান্তির অবসান।
বিষয় নং ২৩: . জানাযায় সূরা ফাতেহা বা কিরাত পাঠ করা প্রসঙ্গ।
বিষয় নং-২৪: জানাযার নামাযে শুধু প্রথম তাকবীরেই হাত উত্তোলন করবে।
বিষয় নং. ২৫: দাফনের পর হাত তুলে মোনাজাত নিয়ে আহলে হাদিসদের বিভ্রান্তির অবসান।

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করুন : 01723933396

 াওয়ায়িকুল_মুহরিকাহ (আক্বিদা-সিরাত)।মূলঃ শায়খুল ইসলাম ইমাম ইবনে হাজার হায়তামী মক্কী (রহঃ)অনুবাদ:  মাওলানা আবু তাহের ফারু...
17/07/2024

াওয়ায়িকুল_মুহরিকাহ (আক্বিদা-সিরাত)।
মূলঃ শায়খুল ইসলাম ইমাম ইবনে হাজার হায়তামী মক্কী (রহঃ)
অনুবাদ: মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।
তাখরীজ ও সম্পাদনা: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
চলছে হক বাতিলের মাস। এ মাস সত্য জয়ের মাস। তবে সত্যের মাসেই মিথ্যা শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। জ্ঞানের স্বল্পতায় সেসব শক্তির ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। আদতে তাদের আছে শুধুই ছলনা আর মিথ্যার আশ্রয়।

এদের মোকাবিলা করতে আমাদের প্রয়োজন ইমামদের অনুসরণ এবং তাদের কথাগুলো অনুধাবন করে অধ্যয়ন করা। এ মাসে সবচেয়ে বেশি ছলনা নিয়ে হাজির হওয়া দল 'শিয়া'। আর এদের বিরুদ্ধে আমার দেখা অন্যতম শক্তিশালী কিতাব হচ্ছে 'আস-সাওয়ায়িকুল মুহরিকা'। লিখেছেন শায়খুল ইসলাম ইমাম ইবনে হাজার হায়তামি মাক্কি (রহঃ)। আলহামদুলিল্লাহ এর বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে।

আহলে বাইতের শানের সেরা কিতাবের একটি হচ্ছে আস-সাওয়ায়িকুল মুহরিকা। এই কিতাবে আমীরুল মু'মিনীন হযরত আলী (রাদ্বি.) এবং আমিরুল মু‘মিনীন ইমাম হাসান (রাদ্বি.)'র ফাযায়েল আলোচনার পাশাপাশি আহলে বায়আতের শানে বিশাল আলোচনা করা হয়েছে। পাশাপাশি আহলে বায়াতের ১২ জন ইমামের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেছেন।

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করতে অথবা হোয়াটসঅ্যাপ করুন এ নাম্বারে: 01723933396

 #আছারুস_সুনান“সহীহ হাদিসের আলোকে মু‘মিনের নামায।”মূলঃ  আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহঃ)।অনুবাদকঃ  মাওলানা মুহাম্মদ...
15/07/2024

#আছারুস_সুনান
“সহীহ হাদিসের আলোকে মু‘মিনের নামায।”
মূলঃ আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহঃ)।
অনুবাদকঃ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

খ্যাতিমান লেখক আল্লামা মুহাম্মদ বিন আলী নীমাভী (রহ)‘র লিখিত বহু কিতাবের মধ্যে 'আছারুস সুনান' কিতাবটি অসম্ভব গুরুত্বপূর্ণ ও বেশ প্রয়োজনীয় কিতাব। আরবী ভাষার উপর রচিত যতোসব আছার ও সুনান কিতাব রয়েছে তৎমধ্যে এই কিতাবটিই খুবই গ্রহণীয় ও নির্ভরযোগ্য। যে কিতাবের প্রশংসা করেছেন অনেক উলামাগণ। যেখানে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায সম্পর্কে বিস্তারিত হাদিসের আলোকে আলোকপাত করেছেন। ইসলামি শরিয়তের জটিল-কঠিন বিষয়গুলোকে সহজবোধ্যভাবে তিনি এ কিতাবে হাদিসের আলোকে উল্লেখ করেছেন। যা যুগযুগ ধরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেক অঞ্চলের আলিম-ওলামা থেকে শুরু করে বিভিন্ন গবেষকদের কল্যাণ সাধন করে আসছে।

সমানভাবে সকলে আরবী পারদর্শী না হওয়ায়, কিতাবটির ফায়দা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। এ কিতাবের কয়েকটি বৈশিষ্ট্য না উল্লেখ করলেই নয়; এ কিতাবে যত সুন্নাহ এবং আছার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির সনদের মান উল্লেখ করেছেন। তথাকথিত আহলে হাদিসদের সাথে আমাদের হানাফিদের যেসকল মাসায়েলগুলো নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে তিনি হাশীয়াও করেছেন, অনুবাদক সে হাশীয়ার সংক্ষেপ অনুবাদ করেছেন, কারণ বিস্তারিত হুবহু অনুবাদ করলে কিতাব দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। কিতাবটিতে তিনি পবিত্রতার বিষয় দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন জানাযার নামাযের আলোচনা দিয়ে। অনুবাদক হাদিসের কিতাব অনুসারে মূল আরবী ইবারত রেখে যোগ করেছেন প্রয়োজনীয় তাখরিজ। যা বহু কষ্টসাধ্য ব্যাপার। তবুও মহতী কাজটি সম্পাদনের কারণে পাঠককে অন্যরকম কল্যাণ দেবে; উপকৃত হবে বাংলা ভাষাভাষী সবধরনের গবেষকগণও। বিশেষকরে এ ফিতনার যামানায় তরুণ যুবকদের এ কিতাবটি বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশাবাদী আপনারা এ কিতাবটি বিভিন্ন প্রিয়জনকে উপহার দিয়ে প্রিয় নবী (ﷺ)'র ইবাদত পদ্ধতি জানতে অন্যকে সুযোগ করে দিয়ে নিজে অনেক নেকীর অধিকারী হবেন।

এ পুরো কিতাবেই গ্রন্থকার পবিত্রতা, অযু, নামায, আযান, নামায আদায়ের পদ্ধতি, যেসব কাজ করা নামাযে বৈধ এবং অবৈধ, বিতর নামায, তারাবীহ নামায, সাহু সিজদা, মুসাফিরের নামায, জুম'আ, ঈদের নামায, সূর্য গ্রহণের নামায এবং জানাযা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা ওয়াটসঅ্যাপে নক করুন : 01723933396

“হাদিসের আলোকে জানাযার নামাযের পর দোয়ার বিধান।”(জানাযার বিষয়ে আহলে হাদিসদের বিভিন্ন মাসআলার বিভ্রান্তির সমাধান) গ্রন্থনা...
11/07/2024

“হাদিসের আলোকে জানাযার নামাযের পর দোয়ার বিধান।”
(জানাযার বিষয়ে আহলে হাদিসদের বিভিন্ন মাসআলার বিভ্রান্তির সমাধান)
গ্রন্থনা ও সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
এই পুস্তকে জানাযার নামায সংক্রান্ত অতীব গুরুত্বপূর্ণ কতিপয় বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, যে আমলের বিষয়গুলো যুগ যুগ ধরে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে সত্য বলে বিশ্বাস স্থাপিত হয়ে এসেছে, যা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সত্য যথেষ্ট প্রমাণাদী থাকায় সূর্যের আলোর ন্যায় পরিষ্কার ছিলো আমজনতার নিকট। আধুনিক সভ্যতার এই যুগে এসে কিছু কথিত জ্ঞানপাপী এ সব দীপ্তমান জানাযা সংক্রান্ত কিছু মাস'আলার প্রতি নানা অভিযোগ উত্থাপন করে সরলমনা মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। আমাদের সমাজে এক শ্রেণীর নামধারী আলেমগণ জানাযার নামাযের পর দোয়াকে নিষেধ করতে গিয়ে সাধারণ মানুষদেরকে ভুয়া যুক্তি পেশ করে বলে থাকেন জানাযাই তো দোয়া; তাই জানাযার নামাযের পর আবার দোয়া করার কী প্রয়োজন?
সম্মানিত পাঠকবৃন্দ। এই বিষয়টি খণ্ডন করা নিয়েই এ গ্রন্থের অবতারণা। আমাদের সমাজের কিছু আলেম শ্রেণী তাদের পুস্তকে ভুয়া দাবী করে চলছেন যে জানাযার নামাযের পর দোয়া করা নাকি রাসূল, সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ী থেকে প্রমাণিত নয়। (নাউযুবিল্লাহ, ছুম্মা নাউযুবিল্লাহ) তাই সেসব বিভ্রান্তি থেকে সহজ সরল মুসলমানদের সতর্কতার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস।
প্রিয় পাঠক! আশা করি, নাতিদীর্ঘ এই পুস্তকটি পরোপুরি পড়ে বিবেকের আদালতে মুখোমুখি হবেন। এতে আপনার অন্তরচক্ষু খোলে যাবে, ইনশাআল্লাহ।

#প্রকাশনীর যেকোন কিতাব সংগ্রহ করতে যোগাযোগ করুন: 01723933396 (ওয়াটসআপে অথবা কল করুন।)

 #প্রমাণিত_হাদিসকে_জাল_বানানোর_স্বরূপ_উন্মোচন_২য়_খণ্ডগ্রন্থনা ও সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর। এ গ্রন্থটিত...
09/07/2024

#প্রমাণিত_হাদিসকে_জাল_বানানোর_স্বরূপ_উন্মোচন_২য়_খণ্ড
গ্রন্থনা ও সংকলনে: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।
এ গ্রন্থটিতে, ইমাম আযম আবু হানিফা (রহ.) সম্পর্কে সমস্ত আপত্তির জবাব, আহলে হাদিসদের সাথে আক্বিদাগত কতিপয় বিষয়ের খণ্ডন তুলে ধরা হয়েছে।
তারপর পবিত্রতা থেকে শুরু করে আহলে হাদিসদের সাথে যত গুরুত্বপূর্ণ বিষয়ের মতবিরোধ রয়েছে তার জবাব দেয়া হয়েছে। প্রত্যেকটি হাদিসের সনদ বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এ গ্রন্থটিতে মূল কিতাবের ইবারত এবং কোন দেশের ছাপা তা তুলে ধরা হয়েছে।

#প্রকাশনীর যেকোন কিতাব সংগ্রহ করতে যোগাযোগ করুন: 01723933396 (ওয়াটসআপে অথবা কল করুন।)

 #শাফাআতে_মুস্তাফা-(ﷺ)মূল: ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে বেরলভি (রহঃ)অনুবাদক: মাওলানা মুহাম্মদ সাইফুর রাহমান নু’মানিসম্পাদন...
07/07/2024

#শাফাআতে_মুস্তাফা-(ﷺ)
মূল: ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে বেরলভি (রহঃ)
অনুবাদক: মাওলানা মুহাম্মদ সাইফুর রাহমান নু’মানি
সম্পাদনা: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

আ’লা হযরত (রহঃ) রচিত এ গ্রন্থখানিতে তিনি প্রিয় নবী রাসূলে আরবী (ﷺ)’র হাশরের ময়দানে শাফায়াত বিষয়ের উপরে হাদিসের আলোকে লিপিবদ্ধ করেছেন।এ রিসালাটা আলাদা পাওয়া গেলেও এটি ফাতওয়ায়ে রযভিয়্যাহ ২৯ নং খণ্ডের অংশ বিশেষ।
আ’লা হযরত ( রাহমাতুল্লাহি আলায়হি ) এ কিতাবটি দুটি প্রশ্নের উত্তরের আলোকে সাজিয়েছেন। কিতাবে আ’লা হযরত (রাহমাতুল্লাহি আলায়হি ) আহলে হাদিস তথা সালাফীদের বাতিল আক্বিদার খণ্ডন করেছেন। আক্বিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শাফা’আতে মুস্তাফা-ﷺ। এটি প্রিয় নবী রাসূলে আরবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র সর্বশ্রেষ্ঠ মর্যাদার অন্যতম; যা উনাকে হাশরের ময়দানে দান করা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন –“আশা করা যায় এতে আপনার পালনকর্তা আপনাকে মাক্বামে মাহমূদে (প্রশংসনীয় মর্যাদা) পৌঁছাবেন (আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।

হযরত আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞাস করা হলো মাক্বামে মাহমুদ কি ? জবাবে রাসুলে আকরাম (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উরশাদ ফরমান ” এটা হল শাফা’আত”। শাফা’আত সম্পর্কে অনেক সহীহ হাদিসে পাক রয়েছে। প্রথম শাফা’আতে মুস্তাফা-ﷺ অস্বীকারকারী হল আমর ইবনে উবায়দ।
বর্তমানে পৃথিবীর ভয়ংকর ফিতনা হচ্ছে সালাফী তথা আহলে হাদিস, তারা প্রিয় নবীব অসংখ্যা নির্ভরযোগ্য সনদ বিশিষ্টা হাদিসে পাককে যঈফ জাল বলে উড়িয়ে দিচ্ছে।
তাই এ কিতাবটি যেহেতু হাদিসের আলোকে লিখিত সেহেতু এ গ্রন্থে উল্লেখিত সহীহ বুখারী-মুসলিম ব্যতিত যে হাদিসে পাক বর্ণিত হয়েছে তার প্রত্যেকটি সনদের গ্রহণযোগ্যতা তুলে ধরা হয়েছে। এবং যে হাদিসগুলোর সনদকে আলবানী যঈফ-জাল বলেছেন সেগুলোর দাঁতভাঙা জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে।

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করুন : 01723933396

 #আকাইদে_সাহাবাহ(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)মূল: আল্লামা আবুল হামিদ যিয়াউল্লাহ্ ক্বাদেরী আশরাফী (রহঃ...
06/07/2024

#আকাইদে_সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল: আল্লামা আবুল হামিদ যিয়াউল্লাহ্ ক্বাদেরী আশরাফী (রহঃ)
অনুবাদক: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সম্পাদনা: মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর।

মুসলিম মিল্লাতের জন্য সর্বযুগে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামের সঠিক আক্বিদা। আক্বিদা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায় না। তাই যুগ যুগ ধরে মুনাফিক-কাফিরদের সাথে পূণ্যবান মানুষগুলোর দ্বন্দ্ব একমাত্র আকিদা নিয়ে।
ইশকে রাসুল (ﷺ)’র উচ্চাঙ্গতার অমীয় তৃপ্তি ও সারকারে দু’আলম-ﷺ–’র শানে বেআদবির পরিমাণ যে কতটা ভয়াবহ তা উলামায়ে আহলে সুন্নাহ সব সময় অবহিত করেছেন। বিশেষত এ সম্পর্কে হযরত আল্লামা যিয়া উল্লাহ কাদেরী আশরাফী (রাহ:)’র লিখিত ‘আকাইদে সাহাবাহ’ নামক এ গ্রন্থটি অত্যন্ত গূরুত্বপূর্ণ।
এ কিতাবটির বৈশিষ্ট হলো অভিজ্ঞ রচয়িতা প্রত্যেক বিষয়াদি সম্পর্কে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ উপস্থাপন করেছেন। অবশ্যয় এখানে রাসূল (ﷺ)’র এমন কোনো শান মানের বর্ণনা নেই (নাউযুবিল্লাহ) যা সাহাবায়ে কিরামগণ হতে বর্ণিত হয়নি। কেননা, তাঁরা প্রত্যেকে সর্বোচ্চ নবী প্রমিক ছিলেন। তাদের হৃদয়ে ছিল নবী প্রেমে ভরপুর। অতএব, তাঁরা কখনও নবীজী (ﷺ)’র মহত্ব গুণগান বর্ণনা করতে কার্পন্য বোধ করেননি।

#প্রকাশনীর যেকোনো কিতাব সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন এ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করুন : 01723933396

Address

Sunnia Madrasha, Bibirhat, Muradpur
Chittagong
4317

Telephone

+8801723933396

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাকলাইন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাকলাইন প্রকাশন:

Share

Category