25/07/2025
📚 প্রিয়পাঠক! প্রিয়নবি হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ'র পুষ্পঝরা হাদিসগুলো মূলত আল্লাহর মর্যাদা সম্পন্ন কালামের অংশ বিশেষ। এ ব্যাপারে খোদ আল্লাহ তা'য়ালা ইরশাদ করছেন,
(وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى)
এবং তিনি কোন কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না)। 🌟
👉আলহামদুলিল্লাহ, মুফতি শহিদুল্লাহ বাহাদুর হুজুরের রচিত এই কিতাবের নাম, 'প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন (১-২য় খণ্ড)'। গ্রন্থটিতে লেখক ভিন্নমতাবলম্বিদের অনেক বইয়ে দৃষ্টি গোচর হওয়া বিষয়ের একেক করে জবাব দেয়ার অসম্ভব চেষ্টা করেছেন। বিশেষকরে সাম্প্রতিক ব্যাপকহারে গজিয়ে উঠা তথাকথিত আহলে হাদিস ফেরকার ইমাম নাসিরুদ্দীন আলবানীর কিছু পুস্তকে রচিত, আপত্তিকর উক্তির যথাযত উত্তর প্রদান করেছেন। ⭐
* কিতাবের নাম থেকেই বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত অসংখ্য হাদিসকে জাল বলার জবাবে এই বইটি লেখা।
♦️এছাড়া আহলে হাদিস তথা লা-মাযহাবি সহ আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিত সমস্ত বাতিলদের সাথে আমাদের যেসব আকিদা নিয়ে দ্বন্দ্ব, সেসকল বিষয় নিয়ে গ্রন্থের দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
♦️এ গ্রন্থে আনুমানিক একহাজার কিতাবের রেফারেন্স দেয়া হয়েছে। সে সকল গুরুত্বপূর্ণ কিতাবের একটি তালিকা গ্রন্থের শেষতকে বিজ্ঞপাঠক মহলের সুবিধার্থে দেয়া হয়েছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ! কোন ভুয়া তথ্য এখানে নেই।
📖 বিনিত আরজ থাকবে, সম্মানিত পাঠক মহলের নিকট, কেবল দোষ অন্বেষণের উদ্দেশ্যে নয় প্রিয় নবিজি ﷺ'র প্রতি হৃদয়ভরা সত্যিকার অনুরাগ নিয়ে কিতাবটি অধ্যয়ন করুন; আপনার অন্তর্চক্ষু খোলে যাবে, ইনশা আল্লাহ! সফল হবে লেখকের শ্রম। পাথেয় হবে পরকালীন মুক্তির।
🔸 হাদিস গবেষক ও ইমামদের জন্য অপরিহার্য!
🔸 মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ও ধর্মপ্রাণ মুসলিমদের অবশ্যপাঠ্য!
🔸 বিশুদ্ধ দলিল সংযোজিত সম্পূর্ণ কিতাব!
📌 আজই সংগ্রহ করুন!
📚 কিতাব: প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন।
✍ লেখকঃ মুফতি মাওলানা শহিদুল্লাহ বাহাদুর
📞 অর্ডার করতে কল করুন: 01723-933396
📌 সীমিত সময়ের জন্য বিশেষ মূল্যছাড়!⏳
🕌 কিতাবটি পড়ুন, ঈমানকে আরও মজবুত করুন!