বারী কালাম

বারী কালাম আব্দুল শাজী বারী ও বদরুদ্দোজা বারী মওলার গোলাম
যতদুরে থাকো মুর্শিদ এই অভাগার খবর লইয়ো🙏

09/08/2025

Big shout out to my newest top fans! Abdul Ali, মোঃজসিম উদ্দিন সুমন, Aminul Islam, Soleman Ali, বাবাজান কেবলা

03/07/2025
14/05/2025

১৭ - ১৯৯৬ সালে দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউছে জামান হযরত শাহাজী বারী বাবাজান কেবলার একনিষ্ঠ মুরিদ সেলিম নিজামী নাতে রাসুল পরিবেশন করার সময়।
হযরত বাবাজান কেবলা কে এমনো দেখেছি সেলিম নিজামির একটা কালাম শুনতে শুনতে এক লক্ষ টাকারো বেশি হাদীয়া সেলিম নিজামী পেয়েছেন। এই নাতে রাসুল শুনতে শুনতে বাবাজান কেবলা ওয়াযদো হালে চলে যেতেন, টাকা পয়সা যা পকেটে থাকতো সবি দিয়ে ফেলতেন। নবীর প্রেমে বেগানা হয়ে যেতেন সুবহানাল্লাহ।
বাবাজান কেবলার পরে দরবারে বারীয়া শরীফের গদ্দীনশীন পীর সাহেব বাবাজান কেবলা আলমের বড় ছাহেবজাদা শাহ ছুফি ছৈয়্যদ বদরুদ্দোজা বারী মা,জি,আ তিনাকে দেখেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে নাতে রাসুল পরিবেশন কালে পঞ্চাশ হাজার টাকার উপরে হাদীয়া পেয়েছিলেন সেলিম নিজামী।
সেলিম নিজামী নিজ মুখে বলেন, আমি অনেক জায়গায় নাতে রাসুল পড়ি, কিন্তু শাহাজী বারী বাবা এবং বাবা বদরুদ্দোজা বারী কে নাতে রাসুল শুনায়ে আমার যে অন্তরে যে শান্তি আমি পায়, সেটা অন্য কোথাও আমি পায়নি। আমার মুরশিদের কদমে আসলে আমার মন দীল শীতল হয়ে শান্তি হয়ে যায় নাতে মুস্তফা নিজে পড়ে এবং শুনায়ে আলহামদুলিল্লাহ।

মনে রাখবেন আউলিয়ে কেরামের সুহবত এর উছিলায় রাব্বুল আলামিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ায় নেয়ামত হাছিল করা যায়।

07/05/2025

I got 100 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

07/05/2025

বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই ঘূর্ণায়মান.......

06/05/2025

১৪ - দরবারে বারীয়া শরীফে ২০০০ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মুরশিদি কালাম পরিবেশন করছেন গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলার একনিষ্ঠ মুরিদ সেলিম নিজামী। সেলিম নিজামীর আব্বা মুহাম্মদ আব্দুর রশিদ তিনিও হযরত শাহজী বারী বাবাজান কেবলার মুরিদ ছিলেন এবং বাবাজানের শানে তিনি এই কালাম লিখেছেন।

01/05/2025

১০ - ১৯৯৩ সালে দরবারে বারীয়া শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলে গাউসে জামান হযরত শাহছুফি হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্ (শাহজী বারী) বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ কুল ফাতেহা শরীফ। নাতে রাসুলের মাধ্যমে সকল তরিকত পন্থী মুরিদান গণ আপন মুনিব থেকে আল্লাহর দয়ায় রুহানী ফয়েজ হাসিল করে।
এই রুহানী ফয়েজ এবং মুনিবের তরিকতের তালিমের মাধ্যমে মুরিদের তরিকতের মকাম বুলন্দ হয়।
যারা নেয়ামত পেয়েছেন, যারা মকাম হাসিল করেছেন, তারাই এই কথার স্থর কোথায় তা অনুধাবন করতে পারবেন।
এটা হলো পুরাতন দরবারে বারীয়া শরীফ, হয়তো আমাদের ভাইদের মাঝে অনেখে দেখেনি পুরাতন অবস্থায় কেমন ছিল।

বাবাজান কেবলার বানী - হালাল খাও, আল্লাহর জিকির করো।

29/04/2025

০৯ - দরবারে বারীয়া শরীফে মহান ১৮ই ফাল্গুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলার বাষিক মাহফিলে মুরশিদি কালাম পড়ছেন বাবাজান কেবলার একনিষ্ঠ মুরিদ সেলিম নিজামী। সেলিম নিজামীর আব্বা মুহাম্মদ আব্দুর রশিদ তিনিও হযরত শাহজী বারী বাবাজান কেবলার মুরিদ ছিলেন এবং বাবাজানের শানে বেশ কিছু মানকাবাত লিখেছেন তিনি। সেই মানকাবাত গুলো এখনো দরবারে বারীয়া শরীফে পড়া হয় মাহফিল এর সময়।

27/04/2025

০৮ - দরবারে বারীয়া শরীফে ১৯৯৩ সালের মাহফিলে নাতে রাসুল পড়ছেন গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলার মুরিদ সেলিম নিজামী। সেলিম নিজামীর আব্বা মুহাম্মদ আব্দুর রশিদ তিনিও হযরত শাহজী বারী বাবাজান কেবলার মুরিদ ছিলেন এবং বাবাজানের শানে বেশ কিছু মানকাবাত লিখেছেন তিনি। সেই মানকাবাত গুলো এখনো দরবারে বারীয়া শরীফে পড়া হয় মাহফিল এর সময়।

এই মাহফিলে উপস্থিত ছিলেন
দরবারে বারীয়া শরীফের হযরত কেবলা গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ।
আজমীর শরীফের খাদেম ছাহেব হযরত সামির উদ্দিন চিশতি মা,জি,আ।
সুন্নিয়তের ইমাম ইমামে আহলে সুন্নত হযরত হাশেমী ছাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।
হাফেজুল হাদীস হযরতুল আল্লামা বদরী ছাহেব হুজুর রাহমাতুল্লাহে আলাইহ।
হযরতুল আল্লামা ওবায়দুল হক নঈমী রাহমাতুল্লাহে আলাইহ।
হযতুল আল্লামা আব্দুর ছাত্তার আনোয়ারী রাহমাতুল্লাহে আলাইহ।
হযরতুল আল্লামা আব্দুর রহমান রাহমাতুল্লাহে আলাইহ।
হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মা,জি,আ
সহ তখন কার অনেক মাদ্রাসার উস্তাদ গণ ষ্টেইজে উপস্থিত ছিলেন।
হযরত ওলামায়ে কেরাম দের কে গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ এত বেশি সম্মান করতেন যা বলে শেষ করা যাবেনা। এটা হুজুরদের জবানে অনেকে শুনেছেন। এই ষ্টেইজের বেশির ভাগ উলামায়ে আহলে সুন্নত কে গাউছে জামান হযরত শাহজী বারী বাবাজান কেবলা রাহমাতুল্লাহে আলাইহ পবিত্র হজ্জ এবং উমরাহ আদায় করায়েছেন।

বাবাজান কেবলা উলামায়ে কেরাম কে আমার সামনে আমি জিজ্ঞেসা করতে দেখেছি যে, আপনি আমার ছরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়েছেন, তখন যারা বলতেন, বাবাজী আমার সে ভাগ্য হয়নি, কেউ বলতেন সোনার মদিনার মালিক ডাক দেননি, কেউ বলতেন এখনো নসিব হয়নি, এরকম একেক উলামায়ে কেরাম একেক জন আশেকে মুস্তফা ছিলেন নবীজির প্রেমে পড়ে আশেক গণের ভাষাও একেক রকম ছিল।

তখন বাবাজান কেবলা বলতেন, পাসপোর্ট আছে আপনার, যদি বলতেন আছে, তখন বাবাজান কেবলা বলতেন নিয়ে আসিয়েন আমার নবীর ডাক এসেছে আপনার জন্য। পাসপোর্ট না থাকলে বাবাজান কেবলা নিজেই পাসপোর্ট বানানোর হাদীয়া দিয়ে বলতে পাসপোর্ট করা আমার কাছে নিয়ে আসবেন। তখন উলামায়ে আহলে সুন্নত এর অনেক হুজুর বাবাজানের সাথে মক্কা শরীফ মদিনা শরীফে কেউ হজ্জের কেউ উমরার মুছাফির হয়ে চলে যেতেন। আমি এমনো দেখেছি ববাবাজান কেবলা এক সাথে উমরাহ করতে ২৩ থেকে ২৫ জন কে একসাথে উমরাহ করতে নিয়ে গিয়েছেন।

এক সময় আমি ছৈয়্যদ হাসান বারী আমার ছখি প্রিয়া বাবা বারী শাহ সাথে আমি অধম সফরের সংগী করে নিয়ে গিয়েছেন আমার মুরশিদ কেবলা।
সেখানে গিয়ে বাবাজান আবার উলামায়ে আহলে সুন্নত গণকে হাতে মুঠি ভরে হাদীয়া দিয়ে বলতেন, আমার মেয়ে আর নাতি নাতনিদের জন্য কিছু কিনে নিবেন মদিনা মনোয়ারা থেকে। ছফরে কিছু কেনা কাটা করা আমার ছরকারের সুন্নত এটাও মনে করিয়ে দিতেন বাবাজান কেবলা। উলামায়ে কেরাম অনেকে কেদে বলতেন ওবাবা আল্লাহর কুদরতে দরবারে আমার নবীর দরবারে এর শুকরিয়া কিভাবে আদায় করবো আমি।
বাবাজান বলতেন, ছরকার কে ভালবেসেছেন সারা জীবন আমার ছরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান বলে দিন কাটিয়েছেন, এখানে যাহাই পেয়েছেন, এসেছেন সব কিছু ছরকারের দয়া।
উলামায়ে কেরামের আরো অনেক কথা এবং বাবাজানের অনেক কারামত আছে, আস্তে আস্তে মালিক দয়া করলে কিছু কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের অনুরোধে ইনশাআল্লাহ প্রকাশ করবো।
সবাই পড়ুন এবং আউলিয়ায়ে কারামতের উছিলায় আমাদের সকলে জীবন কে আপন আপন পীরো মুরশিদের নকশে কদমে চলার তৌফিক দান করুন।

25/04/2025

বাংলাদেশে এজিদের বংশবিস্তার অনেক বেশি,,,তাই বাংলাদেশের সুন্নীদের উপর এজিদের আক্রমণ বেশি,,
জয় ইনশাআল্লাহ সুন্নীয়াতেরই হবে।।

Address

Chittagong

Telephone

+8801648316688

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারী কালাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বারী কালাম:

Share