
28/06/2025
চীন উন্মোচন করল মশার চেয়েও ছোট ড্রোন — আকারে আপনার আঙুলের ডগার চেয়েও ছোট!
এটা কোনো সিনেমার প্রপ নয়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি মশা-আকৃতির ড্রোন প্রকাশ করেছেন যা চরম গোপন সামরিক অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটি দেখতে একদম সত্যিকারের মশার মতো—পাতার মতো ডানা, কালো দেহ আর চুলের মতো পাতলা পা দিয়ে সজ্জিত।
এই ন্যানো-ড্রোনটিতে আছে অতিক্ষুদ্র ক্যামেরা ও মাইক্রোফোন, যা ছবি, শব্দ ও ইলেকট্রনিক সিগন্যাল ধারণ করতে সক্ষম। এর ক্ষুদ্র আকার একে প্রায় অদৃশ্য করে তোলে এবং এটি সহজেই সাধারণ রাডার এড়িয়ে উড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জর্জটাউন গবেষক স্যাম ব্রেসনিক বলছেন, বড় ড্রোন যেখানে যেতে পারে না, যেমন ঘরের ভিতরে, সেখানে নজরদারির জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক টিমোথি হিথ সতর্ক করেছেন—এই ড্রোন ব্যক্তিগত তথ্য চুরি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অনুপ্রবেশে ব্যবহার হতে পারে।
তবে এই ছোট আকৃতির কিছু সীমাবদ্ধতাও আছে—এর কার্যক্ষম পরিসর ও সময়সীমা সীমিত, যার মানে হলো বারবার চার্জ দেওয়া ও নতুনভাবে পাঠাতে হবে। তাই এগুলো বেশি উপযোগী বিশেষ মিশনের জন্য, খোলা যুদ্ধে নয়।
এই উদ্ভাবন এমন এক সময়ে এসেছে, যখন চীন মাত্র এক মাস আগে ঘোষণা দিয়েছিল আকাশে ভেসে থাকা ‘মাদারশিপ’ তৈরি করার, যা একসঙ্গে ১০০টির বেশি ড্রোন উৎক্ষেপণ করতে পারবে।
প্রযুক্তি এমন গতিতে এগোচ্ছে, যা সায়েন্স ফিকশন লেখকদেরও অবাক করে দিচ্ছে।
নজরদারির ভবিষ্যৎ এখন আরও ক্ষুদ্র!