Imrul Hasan

Imrul Hasan Keep Calm I'M A FuturE BillionairE


(Generation Zoomers)
Born to fly

চীন উন্মোচন করল মশার চেয়েও ছোট ড্রোন — আকারে আপনার আঙুলের ডগার চেয়েও ছোট!এটা কোনো সিনেমার প্রপ নয়। চীনের ন্যাশনাল ইউনিভা...
28/06/2025

চীন উন্মোচন করল মশার চেয়েও ছোট ড্রোন — আকারে আপনার আঙুলের ডগার চেয়েও ছোট!

এটা কোনো সিনেমার প্রপ নয়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি মশা-আকৃতির ড্রোন প্রকাশ করেছেন যা চরম গোপন সামরিক অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটি দেখতে একদম সত্যিকারের মশার মতো—পাতার মতো ডানা, কালো দেহ আর চুলের মতো পাতলা পা দিয়ে সজ্জিত।

এই ন্যানো-ড্রোনটিতে আছে অতিক্ষুদ্র ক্যামেরা ও মাইক্রোফোন, যা ছবি, শব্দ ও ইলেকট্রনিক সিগন্যাল ধারণ করতে সক্ষম। এর ক্ষুদ্র আকার একে প্রায় অদৃশ্য করে তোলে এবং এটি সহজেই সাধারণ রাডার এড়িয়ে উড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জর্জটাউন গবেষক স্যাম ব্রেসনিক বলছেন, বড় ড্রোন যেখানে যেতে পারে না, যেমন ঘরের ভিতরে, সেখানে নজরদারির জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক টিমোথি হিথ সতর্ক করেছেন—এই ড্রোন ব্যক্তিগত তথ্য চুরি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অনুপ্রবেশে ব্যবহার হতে পারে।

তবে এই ছোট আকৃতির কিছু সীমাবদ্ধতাও আছে—এর কার্যক্ষম পরিসর ও সময়সীমা সীমিত, যার মানে হলো বারবার চার্জ দেওয়া ও নতুনভাবে পাঠাতে হবে। তাই এগুলো বেশি উপযোগী বিশেষ মিশনের জন্য, খোলা যুদ্ধে নয়।

এই উদ্ভাবন এমন এক সময়ে এসেছে, যখন চীন মাত্র এক মাস আগে ঘোষণা দিয়েছিল আকাশে ভেসে থাকা ‘মাদারশিপ’ তৈরি করার, যা একসঙ্গে ১০০টির বেশি ড্রোন উৎক্ষেপণ করতে পারবে।

প্রযুক্তি এমন গতিতে এগোচ্ছে, যা সায়েন্স ফিকশন লেখকদেরও অবাক করে দিচ্ছে।

নজরদারির ভবিষ্যৎ এখন আরও ক্ষুদ্র!

19/06/2025

মানুষের উপকার করতে পারাই মানব জীবনের সবচেয়ে বড় সার্থকতা।"
– হযরত আলী (রাঃ)

No ex ,no next ,just earn money and flex...😊
09/06/2025

No ex ,no next ,just earn money and flex...😊

সবার এই যোগ্যতা থাকে না।😅
09/06/2025

সবার এই যোগ্যতা থাকে না।😅

আজকে তার মন ভালো নেই।
08/06/2025

আজকে তার মন ভালো নেই।

কাপ্তাই, আসাম বস্তি গ্রামে।
21/05/2025

কাপ্তাই, আসাম বস্তি গ্রামে।

innocent me🥺
16/05/2025

innocent me🥺

14/05/2025

অপেক্ষার দিন শেষ
আগামীকাল বিকেল ৫ টায় আসছে
“Bachelor Point - Season 5 এর ফার্স্ট লুক।

10/05/2025

Successful হতে গেলে কি লাগে?
অপমান, খারাপ সময়, একাকীত্ব,
নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ, ব্যাস এটুকুই তো?
“তারপর জয় নিশ্চিত 😊

এমন দৃশ্য কল্পনা করুন—একটি ক্ষুধার্ত প্রাণী, ক্ষুধায় চোখ দুটো ম্লান হয়ে এসেছে। তার ইচ্ছা, সে এক টুকরো পাউরুটি খেলেও প্রা...
09/05/2025

এমন দৃশ্য কল্পনা করুন—

একটি ক্ষুধার্ত প্রাণী, ক্ষুধায় চোখ দুটো ম্লান হয়ে এসেছে। তার ইচ্ছা, সে এক টুকরো পাউরুটি খেলেও প্রাণটা জুড়িয়ে যেত। কিন্তু সে অর্ডার করতে পারে না, কথা বলতে পারে না, তার কাছে কোনো অর্থ নেই, আর আশেপাশে কেউ নেই যে তাকে দেখে একটু ভালোবাসা দিয়ে বলবে— “এই নাও, খাও”।

সে কেবল বসে থাকে—নীরব, একা, অনাহারে। কাচের ওপারে যেসব খাবার সাজানো, তা যেন তার দৃষ্টিসীমার মধ্যে কিন্তু ভাগ্যের বাইরে। সে শুধু চেয়ে থাকে… সেই চাহনিতে লুকিয়ে আছে হাজারটা অপ্রকাশিত আকুলতা, অব্যক্ত ব্যথা।

আপনার নিত্য প্রয়োজনীয় AI টুল এর ব্যবহার জেনে নিন এবং শেয়ার করে রাখুন।১. কনটেন্ট রাইটিং ও ব্লগিং AIChatGPT – যেকোনো প্রশ্...
04/05/2025

আপনার নিত্য প্রয়োজনীয় AI টুল এর ব্যবহার জেনে নিন এবং শেয়ার করে রাখুন।

১. কনটেন্ট রাইটিং ও ব্লগিং AI

ChatGPT – যেকোনো প্রশ্ন বা লেখার উত্তর দিতে পারে।

Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।

Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সহায়তা করে।

Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।

Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখে।

INK – SEO কনটেন্ট ও রাইটিং টুল।

Scalenut – SEO ব্লগ ও কনটেন্ট পরিকল্পনা করে।

---

২. ডিজাইন ও ব্র্যান্ডিং টুলস

Canva AI – ডিজাইন ও কনটেন্ট সাজাতে সহায়তা।

Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।

Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।

Designs.ai – লোগো, ভিডিও, অডিও তৈরি করতে পারে।

Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।

Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।

OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।

---

৩. ভিডিও তৈরি ও এডিটিং টুলস

Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।

Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।

Heygen – AI ফেস ও ভয়েস দিয়ে স্পোকেন ভিডিও বানায়।

Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।

Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।

Runway ML – ভিডিও এডিটিং ও ভিজ্যুয়াল এফেক্টে সহায়তা করে।

Kaiber – ভিডিও অ্যানিমেশন তৈরি করে।

Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।

---

৪. ভয়েস ও স্পিচ AI

Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।

ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।

Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে রূপ দেয়।

TTSMaker – লেখা থেকে স্পিচ তৈরি করে।

Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্ট দেয়।

Papercup – ভিডিওতে মাল্টি-ল্যাঙ্গুয়েজ ভয়েস ডাবিং করে।

Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নয়েজ সরায়।

---

৫. চিত্র ও ফটো এডিটিং টুলস

Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।

Cleanup.pictures – অবাঞ্চিত বস্তু সরায়।

Magic Eraser – ছবির অবজেক্ট রিমুভ করে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।

---

৬. ওয়েবসাইট ও ইউআই ডিজাইন

Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।

Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।

NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।

---

৭. প্রেজেন্টেশন ও স্লাইড টুলস

SlidesAI – লেখা থেকে স্লাইড তৈরি করে।

Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।

---

৮. নোট, ডকুমেন্ট ও পিডিএফ সহায়তা

Notion AI – নোট, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।

ChatPDF – PDF পড়ে সারাংশ দেয়।

FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা বের করে।

TinyWow – ডকুমেন্ট, পিডিএফ, ভিডিও টুলস একসাথে।

---

৯. ভাষা ও ট্রান্সলেশন টুলস

Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।

Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।

DeepL – প্রোফেশনাল ট্রান্সলেশন করে।

---

১০. এন্টারটেইনমেন্ট ও চ্যাটিং AI

Replika – ভার্চুয়াল AI বন্ধু বা চ্যাট সঙ্গী।

AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প তৈরি করে।

---

১১. এআই প্ল্যাটফর্ম ও হোস্টিং টুলস

Hugging Face – বিভিন্ন NLP ও AI টুলস হোস্ট করে।

---

এই টুলগুলো ব্যবহার করে আপনি –

কনটেন্ট তৈরি

ভিডিও এডিট

ভয়েসওভার/স্পিচ

ডিজাইন ও ব্র্যান্ডিং

ওয়েবসাইট বা স্লাইড তৈরি
– যেকোনো কাজ দ্রুত, সহজ ও প্রফেশনাল মানের করতে পারবেন।

বিড়াল পালনের কিছু জরুরি নির্দেশনা:শেয়ার করে রেখে দিন।১. ওষুধ ও টিকা:প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ দিন।বয়স ২-২.৫ মাস হলে...
30/04/2025

বিড়াল পালনের কিছু জরুরি নির্দেশনা:
শেয়ার করে রেখে দিন।

১. ওষুধ ও টিকা:

প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ দিন।

বয়স ২-২.৫ মাস হলে ফ্লু ভ্যাকসিন এবং ৩ মাস হলে র‍্যাবিস (জলাতঙ্ক) টিকা দিন।

ঘরের বিড়াল যদি বাইরে যাওয়া-আসা করে, তবে প্রতি বছর র‍্যাবিস টিকা আবশ্যক।

২. গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা:

ঘন ঘন গোসল না করিয়ে প্রয়োজনে ২-৬ মাসে একবার গোসল করান।

মানুষের শ্যাম্পু ব্যবহার করবেন না। বিড়ালের জন্য নির্ধারিত শ্যাম্পু ব্যবহার করুন।

নিয়মিত কান পরিষ্কার করুন। কটন বাডে নারিকেল তেল দিয়ে আলতোভাবে ময়লা পরিষ্কার করুন।

নিয়মিত নখ কেটে দিন।

৩. খাবার সংক্রান্ত পরামর্শ:

সম্ভব হলে ড্রাই ক্যাট ফুড এড়িয়ে চলুন।

মশলা, অতিরিক্ত লবণ, তেল, চকোলেট, ঘি ইত্যাদি খাবার দেবেন না।

মাছ/মাংসের কাঁটা ও হাড় বেছে খেতে দিন।

পটি শক্ত হলে সিদ্ধ কুমড়া বা পেঁপে খাওয়ান, পাতলা হলে মাংসের সাথে কাঁচা কলা সিদ্ধ করে দিন।

মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হতে পারে — এটি স্বাভাবিক।

৪. স্বাস্থ্য ও চিকিৎসা:

সাধারণ হাঁচি-কাশি বা শরীর গরমে নিজে থেকে অ্যান্টিবায়োটিক দেবেন না।

নাপা/প্যারাসিটামল জাতীয় ওষুধ বিড়ালকে কখনোই দেবেন না।

খাওয়াদাওয়া বন্ধ ও বমির লক্ষণ দেখা দিলে অসুস্থ বিড়ালকে সুস্থদের থেকে আলাদা রাখুন।

অসুস্থ অবস্থায় কৃমির ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন।

৫. গর্ভাবস্থা ও প্রজনন:

প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউটার বা স্পে করিয়ে দিন।

গর্ভধারণকাল সাধারণত ৬২-৬৫ দিন। এ সময়ে কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না।

বাচ্চা প্রসবের সময় ১২ থেকে ৩৬ ঘণ্টা বা তারও বেশি লাগতে পারে। এ সময়ে আমিষ জাতীয় খাবার বা গ্লুকোজ দিন।

গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

৬. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

বিড়ালের বিভিন্ন অঙ্গ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, স্প্লিন প্রভৃতি মানুষের মতোই রোগাক্রান্ত হতে পারে। তাই সবসময় ফ্লু ধরে না নিয়ে বিশেষ লক্ষণ বুঝে ব্যবস্থা নিন।

যেকোনো ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন। কারণ একজন ভেট অনেক বছর পড়ালেখা ও প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ হন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Imrul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imrul Hasan:

Share

Category