18/07/2025
মানুষ যত বড় হয়, তত একা হয়। সহযাত্রী থাকে, সহযোদ্ধা থাকে না পাশে বেশি। সহযোদ্ধা হতে পারত যারা তারাও দুমড়ে-মুচড়ে মানুষটাকে ভাঙতে যে কি ভালোবাসে...কিন্তু তারা জানে না মানুষ যত বড় হয়, তত একা হয় আর তত দৃঢ় হয়...ঝড়ে ভেঙে পড়ে না বরং আরও মাথা তুলে ধীরে ধীরে বনস্পতি হয়ে ওঠে...
আমার কোনও বন্ধু নেই
রচনা : সাদাত হোসাইন
আবৃত্তি : মুনমুন