17/05/2024
☑️ কেন মেয়েদের 👧 জন্য ফ্রিল্যান্সিং করা উত্তম??? 🖥️
✳️ মানসিক শক্তির জোর থাকলে 💪 মানুষ অসাধ্য ও সাধন করতে পারে। প্রত্যেকের জীবনে সুযোগ ও দুর্যোগ✨ উভয়ই আসে। সুযোগ অনেক সময় নিজে এসে ধরা দেয় না। সুযোগ করে নিতে হয়। প্রতিটি মুহূর্তই আপনার জন্য সুবর্ণ সুযোগ👍। একটা প্রবাদ আছে, "যে রাধেঁ সে চুল ও বাঁধে।"
✳️ আমাদের অধিকাংশ লোকের আত্মবিশ্বাস এত কম যে আমরা প্রত্যেকেই কারও না কারও👤 পরিচয়ে আমাদের আইডেনটিটি প্রতিষ্টিত করতে চাই।
✳️ মেয়েদের 🧕 মধ্যে আইডেনটিটি সংকট আরও বেশি। তাঁরা স্বামীর 🧔 নামে পরিচিত হতে চাই। বাবা,স্বামী, দাদা, কাকা, মামা, বংশ ও জাতপাতের পরিচয় দিয়ে আমরা আমাদের বড় করতে চাই। নিজের পরিচয়ে পরিচিত হতে আমাদের বাধেঁ। এগুলি কিন্তু হিনম্মন্যতার পরিচয়। আমরা কেন নিজেদের পরিচয়ে পরিচিত হব না। নিজের পরিচয়ে পরিচিত হওয়াটাই 👩🎓 হলো আত্মপ্রত্যয়ের লক্ষণ।
✳️ সোপেনহাওয়ার যেমন বলেছিলেন :
" আমাদের যা আছে তার কথা আমরা কদাচিৎ ভেবে থাকি, বরং অধিকাংশ সময় চিন্তা করি যা আমাদের নেই। "
এটাই হলো এই পৃথিবীর সবচেয়ে বিয়োগান্ত ব্যাপার 😒। এর থেকে আরও বেশি ভয়ংকর হলো এই ধরনের চিন্তা 🤔।
✳️ আপনি নিজেকে যেমন চিন্তা করবেন ঠিক তেমন আপনি হয়ে উঠবেন 🤔। এখন আপনার চিন্তাটাই আসল👍। আপনি যদি মনে করেন আমি কিছুই করতে পারব না,☹️ আমার দ্বারা কিছুই হবে না। তাহলে আপনি কিছুই করতে পারবেন না।
✳️ আপনার মধ্যে আত্মবিশ্বাস 👈 ও চিন্তা 🤔 আনতে হবে যে আমি পারব। যখনই আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাসটা 👩🎓 আনতে পারবেন তখনই আপনি কিছু করতে পারবেন 👩⚖️।
✳️ মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং 👩💻 করা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। মেয়েরা অনেক সময় ঘরের বাইরে যেতে পারে না। ঘরে বসেই কিছু করতে করা যায় সেটা অনেকেরই 👥 অজানা। অনলাইন জগতে এমন একটা সেক্টর 🖥️ আছে যেখানে মানুষ নিজেদের স্কিলটাকে ডেভেলাফ 👩⚖️ করে নিজেদের প্রতিষ্টিত করতে পারে।
✳️ তাই আজকাল অনেক মেয়েরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং 📱💻 করে নিজেদের সাবলম্বী করছে।
ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেটা আপনি আপনার অবসর সময়কে ✔️কাজে লাগিয়ে অনলাইন📱কাজ করে ইনকাম করতে পারবেন।