Fun & Learn BD

Fun & Learn BD আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ....

🎉 1K ফুলোয়ার্স! ধন্যবাদ সবাইকে ❤️ 🎉Fun & Learn BD পরিবারের আজকের এই অর্জন আপনাদের ভালোবাসা ও সমর্থনের ফসল।আপনাদের সহযোগি...
11/07/2025

🎉 1K ফুলোয়ার্স! ধন্যবাদ সবাইকে ❤️ 🎉
Fun & Learn BD পরিবারের আজকের এই অর্জন আপনাদের ভালোবাসা ও সমর্থনের ফসল।

আপনাদের সহযোগিতা ছাড়া এই পথচলা এতটা সুন্দর হতো না।
আমরা শিখি, আনন্দ করি আর একসাথে বেড়ে উঠি – এটাই আমাদের লক্ষ্য।

🌟 এই ১ হাজার মানুষের পরিবার আমাদের অনুপ্রেরণা।
আমরা আরও নতুন কিছু শিখতে, শেখাতে এবং হাসিমুখে এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে। 😊

🙏 আপনাদের পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।
নতুন কনটেন্ট, মজার শেখা ও আরো চমক নিয়ে আমরা আসছি শিগগিরই!

📢 যারা এখনো যুক্ত হননি – লাইক, ফলো ও শেয়ার করে পাশে থাকুন।

11/07/2025

বন্ধুর সামনে পরীক্ষা।।ও বন্ধুর নেই কোন চিন্তা ...

10/07/2025

নতুন হিসাবে একটু চেষ্টা করলাম

08/07/2025

06/07/2025


#বাবা_আপনি_খারাপ_সন্তান_জন্ম_দেন_নি

05/07/2025

"চ্যাট জিপিটির মেন্টালিটি চামচাদের মত

যা বলি তার সাথেই সম্মত হয়ে যায়"

☑️  কেন মেয়েদের 👧 জন্য  ফ্রিল্যান্সিং করা উত্তম??? 🖥️       ✳️ মানসিক শক্তির জোর থাকলে 💪 মানুষ অসাধ্য ও সাধন করতে পারে। ...
17/05/2024

☑️ কেন মেয়েদের 👧 জন্য ফ্রিল্যান্সিং করা উত্তম??? 🖥️

✳️ মানসিক শক্তির জোর থাকলে 💪 মানুষ অসাধ্য ও সাধন করতে পারে। প্রত্যেকের জীবনে সুযোগ ও দুর্যোগ✨ উভয়ই আসে। সুযোগ অনেক সময় নিজে এসে ধরা দেয় না। সুযোগ করে নিতে হয়। প্রতিটি মুহূর্তই আপনার জন্য সুবর্ণ সুযোগ👍। একটা প্রবাদ আছে, "যে রাধেঁ সে চুল ও বাঁধে।"

✳️ আমাদের অধিকাংশ লোকের আত্মবিশ্বাস এত কম যে আমরা প্রত্যেকেই কারও না কারও👤 পরিচয়ে আমাদের আইডেনটিটি প্রতিষ্টিত করতে চাই।

✳️ মেয়েদের 🧕 মধ্যে আইডেনটিটি সংকট আরও বেশি। তাঁরা স্বামীর 🧔 নামে পরিচিত হতে চাই। বাবা,স্বামী, দাদা, কাকা, মামা, বংশ ও জাতপাতের পরিচয় দিয়ে আমরা আমাদের বড় করতে চাই। নিজের পরিচয়ে পরিচিত হতে আমাদের বাধেঁ। এগুলি কিন্তু হিনম্মন্যতার পরিচয়। আমরা কেন নিজেদের পরিচয়ে পরিচিত হব না। নিজের পরিচয়ে পরিচিত হওয়াটাই 👩‍🎓 হলো আত্মপ্রত্যয়ের লক্ষণ।

✳️ সোপেনহাওয়ার যেমন বলেছিলেন :
" আমাদের যা আছে তার কথা আমরা কদাচিৎ ভেবে থাকি, বরং অধিকাংশ সময় চিন্তা করি যা আমাদের নেই। "
এটাই হলো এই পৃথিবীর সবচেয়ে বিয়োগান্ত ব্যাপার 😒। এর থেকে আরও বেশি ভয়ংকর হলো এই ধরনের চিন্তা 🤔।

✳️ আপনি নিজেকে যেমন চিন্তা করবেন ঠিক তেমন আপনি হয়ে উঠবেন 🤔। এখন আপনার চিন্তাটাই আসল👍। আপনি যদি মনে করেন আমি কিছুই করতে পারব না,☹️ আমার দ্বারা কিছুই হবে না। তাহলে আপনি কিছুই করতে পারবেন না।

✳️ আপনার মধ্যে আত্মবিশ্বাস 👈 ও চিন্তা 🤔 আনতে হবে যে আমি পারব। যখনই আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাসটা 👩‍🎓 আনতে পারবেন তখনই আপনি কিছু করতে পারবেন 👩‍⚖️।

✳️ মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং 👩‍💻 করা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। মেয়েরা অনেক সময় ঘরের বাইরে যেতে পারে না। ঘরে বসেই কিছু করতে করা যায় সেটা অনেকেরই 👥 অজানা। অনলাইন জগতে এমন একটা সেক্টর 🖥️ আছে যেখানে মানুষ নিজেদের স্কিলটাকে ডেভেলাফ 👩‍⚖️ করে নিজেদের প্রতিষ্টিত করতে পারে।

✳️ তাই আজকাল অনেক মেয়েরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং 📱💻 করে নিজেদের সাবলম্বী করছে।
ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেটা আপনি আপনার অবসর সময়কে ✔️কাজে লাগিয়ে অনলাইন📱কাজ করে ইনকাম করতে পারবেন।



🔰ইচ্ছা থাকলে সবই সম্ভব।🔰যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।🔰 নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্যান্স...
14/05/2024

🔰ইচ্ছা থাকলে সবই সম্ভব।
🔰যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।
🔰 নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্যান্সিং।
🔰 যেখানে আছে সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,অধিক সম্মান।
✅✅
🔰পরের অধীনে থেকে চাকরি করবেন আর কত?
🔰অসুস্থ শরীর নিয়ে অফিসে যাবেন আর কত?
🔰উচ্চমাধ্যমিক পাশ করে বেকার বসে থাকবেন আর কত?
🔰পরিবারের কাঁধে ভর করে বসে কতদিন আর খাবেন?
🔰অযথা সময়গুলো নষ্ট করছে কেন?
✅✅
🔰 তাই আসুন সময়গুলোকে কাজে লাগাতে শিখি।
🔰মুক্ত এবং স্বাধীন পেশায় নিজের জীবন গড়ি।
🔰অন্যের অধীনে থেকে কাজ করার মানসিকতা বাদ দেই।
🔰 ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করি।
🔰সবাই পারলে, আমি কেন পারব না?
তাই আসুন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ুন। অযথা সময়গুলো নষ্ট করা থেকে বিরত থাকুন। সময়গুলোকে সঠিক কাজে লাগাই।
Inbox me 👇⬇️💻

Happy freelancing 🥰

আলহামদুলিল্লাহ আব্দুল গফুর সিকদার বাড়ী জামে মসজিদ এ বন্ধু, বড় ভাই ও ছোট ভাই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সম্ম...
29/03/2024

আলহামদুলিল্লাহ আব্দুল গফুর সিকদার বাড়ী জামে মসজিদ এ বন্ধু, বড় ভাই ও ছোট ভাই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সম্মিলিত ভাবে আয়োজিত ২য় বারের মতো ইফতার ও দোয়া মাহফিল যথারীতি সম্পন্ন হয়।

ছয় মাস পর জন্মভূমির উদ্দেশ্যে রওনা হলাম বরগুনা টু বাঁশখালী২১.৩.২৪ বৃহস্পতিবার
21/03/2024

ছয় মাস পর জন্মভূমির উদ্দেশ্যে রওনা হলাম বরগুনা টু বাঁশখালী

২১.৩.২৪ বৃহস্পতিবার

স্বপ্ন পূরণ এর উদ্দেশ্য আজকের দিনে আত্মীয়হীন অচেনা এক শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। খুব কান্না করেছিলাম মাকে জড়িয়ে।...
20/03/2024

স্বপ্ন পূরণ এর উদ্দেশ্য আজকের দিনে আত্মীয়হীন অচেনা এক শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। খুব কান্না করেছিলাম মাকে জড়িয়ে। কারণ আমার ছোট্ট বেলা থেকেই গ্রাম অঞ্চলে মায়ের আদর যত্নে বেড়ে ওঠা। আসার সময় নিজেকে খুব অসহায় লাগছিল, কারণ কোনো কাজ করতে হলে মা-বাবা করতো আগে, তারপর দেখানো পথে আমি করতাম। কিন্তু এই দিনটি ছিল আমার লাইফের নতুন দায়িত্বের দিন। বাসে বসে নিজের মনকে প্রশ্ন করেছিলাম হারিয়ে যাবো নাতো কোথাও। ভাবতে ভাবতে কুমিল্লা একটা হোটেলে গাড়ি থামালে খেয়ে দেয়ে নিই। তারপর সকালের নাস্তার জন্য কিছু নাস্তা কিনে নিই। তারপর গাড়ি ছাড়লে আবারো ভাবতে থাকি যাবো কোথায়, থাকবো কোথায়, আমি তো কিছু চিনবো না অচেনা শহরে। দেখতেছি সবাই আস্তে আস্তে তাদের গন্তব্যে নেমে যাচ্ছে তখন ভয় হচ্ছিল যে যদি আমার গন্তব্য পার হয়ে গাড়ি চলে যায় তাহলে আবার পিছনে কিভাবে আসবো আর চিনবো কিভাবে? গাড়ির সুপার ভাইজার কে বললাম, মামা বরগুনা বাস পয়েন্ট আসলে আমাকে বলিয়েন। সে জবাবে বললো গাড়ি শেষ থামবে তোমার গন্তব্যে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তখন সাহসটা বেড়ে গেলো তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে রিলেক্সে গন্তব্যে পৌঁছলাম। তারপর ওখান থেকে নেমে টেক্সি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্দেশ্য রওনা হলাম যখন দেখলাম বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট তখনই একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম তাহলে অবশেষে এসে পৌঁছলাম। তারপর রেজিষ্ট্রার স্যার এর কাছে ভর্তি হয়ে থাকার খাওয়ার চিন্তা করে সবকিছু ম্যানেজ করে অবশেষে সব চিন্তা কিছুটা শেষ হলো। তারপর দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেলো। কিছু বন্ধুত্বের বন্ধনে পরিবার ছেড়ে আসার পর থেকে নিজেকে মানিয়ে নিতে শিখলাম। আজ আমার লাইফের নতুন একটা দিন ছিল তাই আমার অনুভূতি শেয়ার করলাম। দয়া করে কেউ খারাপ মন্তব্য নিয়েন না। ধন্যবাদ এই অচেনা শহরে যারা আমাকে সহযোগিতা করছিল এবং চ্যালেঞ্জ দিয়ে আমাকে শিখতে সহযোগিতা করছিল। সবাই দোয়া করবেন যেন মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারি।

আসসালামু আলাইকুম ।শুভ সকাল। শুরু করুন মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। নতুন বছরের নতুন দিনে সবার জীবনে শ...
01/01/2024

আসসালামু আলাইকুম ।
শুভ সকাল।
শুরু করুন মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু।
নতুন বছরের নতুন দিনে সবার জীবনে শেষ্ট একটা দিন হয়ে স্বপ্ন পূরণ এর বছর হউক এই কামনা করি।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪।

📷 MD Rakibul Islam

Address

Banskhali
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fun & Learn BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fun & Learn BD:

Share