Orni's cartoon Creation

Orni's cartoon Creation Hey!! I'm FarzanA Orni....
When you can't find the sunshine...
Be the sunshine �

04/08/2025

🌧️ "একটু বৃষ্টি হলে, একটা হুমায়ুনের বই খুলে বসতে ইচ্ছে করে..."
চুপচাপ বিকেল, জানালায় বৃষ্টি, হাতে ধরা হুমায়ুন আহমেদ —
এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে?

✨ 'তেতুল বনে জোছনা' থেকে শুরু করে 'মেঘ বলেছে যাব যাব' —
প্রতিটা বই যেন এক একটা অনুভব, এক একটা জীবন্ত গল্প।

এগুলো কেবল বই নয়,
💭 পুরোনো ভালোবাসা...
💔 হারিয়ে যাওয়া মানুষ...
🕊️ বা ভাঙা মনকে জোড়া লাগানোর চিঠি।

📚 হুমায়ুনভক্তদের জন্য আমাদের পেজে এখনই পাওয়া যাচ্ছে এই দুর্লভ রত্নগুলো।
সংগ্রহে না রাখলে, সত্যিই কিছু একটা অপূর্ণ থেকে যাবে...

🛒 অর্ডার করুন এখনই — বই নয়, আপনি কিনছেন এক টুকরো হুমায়ুন-জাদু।

04/08/2025

📚 কনটেস্ট চলছে অর্নিধারায়! 🎉
তোমার জীবনের সবচেয়ে প্রিয় বই কোনটি?
সেই বইটা কেন তোমার মনে গেঁথে আছে?
— জানাও আমাদের কমেন্টে।
আর জিতে নাও হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস "দেয়াল"! 🎁

👉 কী করতে হবে?
✅ কমেন্টে তোমার প্রিয় বইয়ের নাম ও অনুভূতি জানাও
✅ মেনশন করো ১০ জন বন্ধুকে
✅ আমাদের পেইজে লাইক ও ফলো থাকতে হবে
✅ পোস্টটি নিজের টাইমলাইনে পাবলিক শেয়ার করো
✅ যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়েক্ট থাকবে, সেই হবে বিজয়ী!

⏳ সময় সীমিত!
তোমার বইপ্রেমের গল্প শেয়ার করো, আর হয়ে যাও অর্নিধারার সৌভাগ্যবান পাঠক!

#অর্নিধারা #বইকনটেস্ট

24/07/2025

কথা কি সত্যি নাকি?!

22/07/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

আমাদের পেজে চলমান কনটেস্টের রেজাল্ট ঘোষণা কয়েকদিনের জন্য স্থগিত করা হলো।

সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিশুদের মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।

এই শোকাবহ পরিস্থিতিতে আমরা মনে করি, আনন্দ-উৎসবের কোনো কার্যক্রম চালিয়ে যাওয়া অনুচিত।

নতুন তারিখ খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#শোকাহত #মাইলস্টোন #কনটেস্ট_স্থগিত #প্রার্থনায়_রাখুন

21/07/2025
18/07/2025

I'm on the weekly engagement list for Spice Nest.

Address

City Gate
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orni's cartoon Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share