22/08/2024
আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধু ও ভাইয়েরা
আশা করি সকলেই খুব কঠিন সময় পার করছো,কিন্ত এটা সাময়িক
রাতের পরে যেমন দিন আসে,ইনশাল্লাহ
এই সমস্যার সমাধান ও আমরা সকলে মিলে করে ফেলবো
আমি দেশের বাইরে থাকায় স শরীরে উপস্থিত হতে পারছি না কিন্ত যতটুকু সম্ভব ব্যাক্তিগতভাবে ফান্ডিং করার চেষ্টা করেছি
কিন্ত আসলে এখানে সমস্যাটা মূলত বিশাল
এখন মানুষকে সহযোগীতা করার জন্য অনেক অনেক অর্থের প্রয়োজন
তো এখন মূলত আমি পাবলিকলি ফান্ড রেইজ করার প্ল্যান করেছি
সে জন্য আমার আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন
যেহেতু আমি একটা সফল প্রতিষ্ঠানের পরিচালক সেহেতু হাজারো মানুশ আমাকে বা আমার প্রতিষ্ঠানকে চিনে
আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানের ব্যানারে যদি ফান্ড রেইজ করার ট্রাই করি তাহলে কিছুটা হলেও কাজে দিবে
মূলত আমাদের যে দাতব্য প্রতিষ্ঠান আছে
Bongo Trust
এই ব্যানারে আমরা ফান্ড রেইজ করব
এবং সেগুলো আপনারা যারা কাজ করছেন তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পাঠিয়ে দিব
যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে ফাইন্ড রেইজ করব সেহেতু আমাদের মানুষকে সঠিকভাবে তথ্য দিতে হবে
মানুষকে প্রুফ ও তথ্য দিতে হবে যে তারা যে অর্থ প্রদান করছেন সেটা সঠিক ভাবে কাজে লাগছে
সো প্রতি মূহুর্তের আপডেট ও আমাদের কার্যক্রম সম্পর্কে মানুষকে
ভিডিও,ছবি ও লাইভের মাধ্যমে আপডেট দিতে হবে,এই বিষয়ে আপনাদের সহযোগীতা প্রয়োজন
আমি প্রয়োজনে বুস্ট করে মানুষের কাছে রিচ করব কোন সমস্যা নেই
কিন্ত কন্টেন্ট লাগবে,সবাই যদি আমাকে কন্টেন্ট দিয়ে সহযোগীতা করেন+আপডেটস দিয়ে
আপনাদের অনুমতি ও পরামর্শ সাপেক্ষে আমি এই ফান্ড রেইজ এর প্ল্যান টা বাস্তবায়নে কাজ শুরু করতে পারি,বাকিটা আমাকে জানাবেন
আমার হোয়াটসএপ:
+8801868117958