ফটিকছড়ির কন্ঠস্বর The voice of Fatikchari

  • Home
  • ফটিকছড়ির কন্ঠস্বর The voice of Fatikchari

ফটিকছড়ির কন্ঠস্বর The voice of Fatikchari ফটিকছড়ির গণমানুষের কন্ঠ.

19/06/2025

গতকাল ফটিকছড়ি ধুরুং খালে নিখোঁজ হওয়া নারী আজকে উদ্ধার। আলহামদুলিল্লাহ

আজ ( ১৭/০৬/২০২৫) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্...
17/06/2025

আজ ( ১৭/০৬/২০২৫) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নজরুল ইসলাম।
অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে মমতাজ বেকারি, অনিল বেকারি এবং আবুল হোসেন বেকারি নামক ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১,৭৫,০০০/ ( এক লক্ষ পচাত্তর হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

ইয়েমেনে হা'ম'লা চালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যু'দ্ধবিমান সাগরে হারিয়ে গেছে বিস্তারিত: https:...
29/04/2025

ইয়েমেনে হা'ম'লা চালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যু'দ্ধবিমান সাগরে হারিয়ে গেছে

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2025-04-29/68DsO6DI

29/04/2025

ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেফতার

নমুনা ব্যাংক নোটের ডিজাইন💸ছবিতে: শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।কেমন লাগছে দেখতে?
28/04/2025

নমুনা ব্যাংক নোটের ডিজাইন💸
ছবিতে: শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক।
কেমন লাগছে দেখতে?

28/04/2025

প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ঈদ রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে করবেন।

আর আজ সকালে সমকালের একটা রিপোর্টে দেখলাম, প্রধান উপদেষ্টার ইফতারে ঘোষণার পরও এ পর্যন্ত আরো এক লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসেছেন তাদের মাতৃভূমি ছেড়ে!

যেখানে মাতৃভূমিতে গিয়ে আগামী ঈদ করার কথা, সেখানে উলটো আরো এক লাখ চলে এসেছে কোরবানির ঈদ পালন করতে।

এই নতুন এক লাখকে আশ্রয় দেয়ার মত কোন ঘর নেই, এমনকি নতুন করে ঘর তুলে দেওয়ার মত কোন জায়গাও অবশিষ্ট নেই। তাই কতৃপক্ষ জাতিসংঘকে পত্র পাঠিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির পর অনেক রঙ বেরঙের ফটোকার্ডের ছড়াছড়ি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, কেহ কেহ অতি উত্তেজিত হয়ে উপদেষ্টাকে দ্বিতীয়বার নোবেল দেয়ার আবেদনও জানিয়েছেন।

আমরা বাঙালী অতি উৎসাহী, অতি আবেগী, ঘটনার শুরু শুনে শেষ না দেখেই অতিরিক্ত লাফাই। যার কারনে সমস্যা আমাদের পিছু ছাড়ে না কখনও।

রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিয়ে এককভাবে লাভবান হয়েছিলো হাসিনা ও তার পরিবার। আর এদের ফেরাতে শক্ত কোন অবস্থান না নিয়ে আরো বেশী লাভবান হচ্ছে একটি পক্ষ, যারা রোহিঙ্গাদের দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার বানিজ্য করছেন।

রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে এখনই শক্ত অবস্থান না নিলে সামনে আরো পস্তাতে হবে, এ জাতির কপালে খারাপি আছে বলা যায়।

মাসিকের কতোদিন পর সহবাস করলে বাচ্চা হয়..?মানুষ কতোটা জগন্ন যেএই লাইনটার ভিডিও নিয়ে কিছু সুশীলরা রাজনীতি করে মেয়েটাকে হ্য...
28/04/2025

মাসিকের কতোদিন পর সহবাস করলে বাচ্চা হয়..?
মানুষ কতোটা জগন্ন যে
এই লাইনটার ভিডিও নিয়ে কিছু সুশীলরা রাজনীতি করে মেয়েটাকে হ্যারেসমেন্ট করে যাচ্ছে,

অথচ এইসমস্ত ভিডিও হাজার হাজার বিবাহিত পুরুষ মহিলাদের জন্য কতোটা উপকারী সেটা তারাই ভালো জানে, Tasnim Zara ভিডিও ৩ বছর আগে একটা দেখেছিলাম আমি
সেখানে কতো সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে স্বামী স্ত্রীর বাচ্চা নেওয়ার নিয়মটা দেখিয়ে দিয়েছে,

Tasnim Zara Oxford University থেকে পড়াশুনা করে MBBS ডাক্তার হইছে,
যে Oxford কোটি স্টুডেন্ট এর জন্য dream ,

এদেশে শিক্ষিতো মানুষ আর জ্ঞানি মানুষ কেনো থাকেন না জানেন? কারন এদেশের মানুষ রাজনীতির দোহাই দিয়ে এসব জ্ঞানিজনদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করে, এজন্য আমেরিকাতে বাংলাদেশিরা বিজ্ঞানি হয় বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়
আর বাংলাদেশে রাজনীতির নামে সব নেতা হয়

এই যে পোস্ট দিলাম এই পোস্টেও রাজনীতি শুরু ারে হাহা রিয়াক্ট মেরে বন্যা বসাই দিবে 😀

শেয়ার করে রাখেন,অনেকের উপকার হবে।❤️
27/04/2025

শেয়ার করে রাখেন,অনেকের উপকার হবে।❤️

THE WORLD STOPS FOR GAZANO WORK. NO SCHOOL. UNTIL THE GENOCIDE STOPS.JOIN THE WORLDWIDE GENERAL STRIKE.MONDAY, APRIL 7th...
06/04/2025

THE WORLD STOPS FOR GAZA

NO WORK. NO SCHOOL. UNTIL THE GENOCIDE STOPS.

JOIN THE WORLDWIDE GENERAL STRIKE.

MONDAY, APRIL 7th, 2025

THE RIVER TO THE SEA PALESTINE WILL BE FREE

ডিসি অফিসের পক্ষ থেকে জরুরী সতর্কতা চট্টগ্রামবাসীর জন্য ❗
10/03/2025

ডিসি অফিসের পক্ষ থেকে জরুরী সতর্কতা চট্টগ্রামবাসীর জন্য ❗

আসুন সমাজকে নিরাপদ রাখতে কিশো'র গ্যা'ং প্রতিহ'ত করি
05/03/2025

আসুন সমাজকে নিরাপদ রাখতে কিশো'র গ্যা'ং প্রতিহ'ত করি

বিস্তারিত কমেন্টে।
04/03/2025

বিস্তারিত কমেন্টে।

Address


Telephone

+8801819969669

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফটিকছড়ির কন্ঠস্বর The voice of Fatikchari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফটিকছড়ির কন্ঠস্বর The voice of Fatikchari:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share