Popy Rozi

Popy Rozi শব্দের কাব্য মাল্য নিয়ে এগিয়ে চলা।
(3)

যা কিছু ক্ষত নিজস্ব জলের আলপনা আঁকে মুখে, ক্ষততে লবণ নিষ্প্রয়োজন লোনা সমুদ্দুর আস্ত চোখে। ~ পপি রোজি
04/12/2025

যা কিছু ক্ষত নিজস্ব
জলের আলপনা আঁকে মুখে,
ক্ষততে লবণ নিষ্প্রয়োজন
লোনা সমুদ্দুর আস্ত চোখে।

~ পপি রোজি

এখন আমি রোজ, ক্রমেই হচ্ছি নিখোঁজ রোদের শহর ছেড়ে, নিত্য বানভাসি ;ভুলে চেনা পথ, পুরোনো শপথশিশির মাখা ঠোঁটে, স্নিগ্ধ কোমল হ...
27/11/2025

এখন আমি রোজ, ক্রমেই হচ্ছি নিখোঁজ
রোদের শহর ছেড়ে, নিত্য বানভাসি ;
ভুলে চেনা পথ, পুরোনো শপথ
শিশির মাখা ঠোঁটে, স্নিগ্ধ কোমল হাসি।

~ পপি রোজি

মনের মতো চুড়ি 💛💙
23/11/2025

মনের মতো চুড়ি 💛💙

জানি জাদু বলে আসলেই কিছু হয় না। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে জাদু বলে যদি কিছু থাকতো! যদি জাদু করে এক মুহূর্তেই সব হারিয়ে যা...
14/11/2025

জানি জাদু বলে আসলেই কিছু হয় না। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে জাদু বলে যদি কিছু থাকতো!
যদি জাদু করে এক মুহূর্তেই সব হারিয়ে যাওয়া মানুষ কিংবা স্মৃতিগুলো ফিরিয়ে আনা যেতো! যদি এমনটা হতো!

এতো সুন্দর পৃথিবী, তার এতো সুন্দর রূপ দেখে কখনো কখনো মনটা এতোটা বিষণ্নতায় ছেয়ে যায় যেন কোন কিছুতেই আর মন টানে না।
এই এতো এতো সুন্দর দৃশ্য আমরা রোজ দেখছি, উপভোগ করছি, কিন্তু আমাদের খুব কাছের যে, যাকে ছাড়া এক মুহূর্তও চলতো না একটা সময় সেই মানুষটাকে ছাড়াও কেমন দিব্যি কাটিয়ে দিচ্ছি সময়, দিব্যি উপভোগ করছি সব।
অথচ সেই মানুষটা এখন আর এসব কিছুতেই নেই, কিছুই দেখছে না, উপভোগ করছে না।
যাকে ছাড়া পৃথিবী অচল মনে হতো, তাকে ছাড়াই সবই চলছে ঠিকঠাক।
কী অদ্ভুত জীবন, মন ও মানুষ!

~ পপি রোজি

পথ চলতে চলতে হঠাৎ মনে পড়ে যায়আমাদের সেই ভালোবাসাবাসির দিনগুলোর কথা,যে দিনের সাক্ষী ছিল মেঠো পথ, পথের ধুলো,সুনীল আকাশ, আম...
12/11/2025

পথ চলতে চলতে হঠাৎ মনে পড়ে যায়
আমাদের সেই ভালোবাসাবাসির দিনগুলোর কথা,
যে দিনের সাক্ষী ছিল মেঠো পথ, পথের ধুলো,
সুনীল আকাশ, আমাদের ছুঁয়ে যাওয়া হিমেল বাতাস,
গাছের ডালে বসে থাকা সেই অভিমানী শালিক দম্পতি।

ভাগ্যিস তারা কেউ মানুষের ভাষায় কথা বলতে পারে না।
তা না হলে আজ পৃথিবীর ইতিহাসে লেখা থাকতো,
একদিন আমাদের ভীষণ ভালোবাসাবাসির দিন ছিল,
একদিন আমাদের কথা রাখার নয়,
শুধুই কথা দেওয়ার দিন ছিল।

~ পপি রোজি

কর্মস্থলে আসা যাওয়ার পথে প্রতিদিনই একটা জায়গায় আমার চোখ আটকে যাই বারবার। খোলা একটা বিলে লম্বা ঘাসের মাঝখানে একটা বসার বে...
11/11/2025

কর্মস্থলে আসা যাওয়ার পথে প্রতিদিনই একটা জায়গায় আমার চোখ আটকে যাই বারবার।
খোলা একটা বিলে লম্বা ঘাসের মাঝখানে একটা বসার বেঞ্চ। আমার খুব ইচ্ছে করে নেমে কিছু সময় ওখানে বসি। সেটা সম্ভব হবে না তা জানি।
তাই প্রতিদিনের সেই চোখ আটকে যাওয়া দৃশ্য আমার আঁকার খাতায় স্মৃতি করে নিলাম।
সাথে এঁকে নিলাম কিছু শিউলি ফুল। যদিও শিউলি ফুলের সাথে আমার কোন স্মৃতি নেই। শিউলি কুড়িয়ে নিয়ে মালা গাঁথা এটাও একটা পূরণ না হওয়া ইচ্ছের তালিকায়ই রয়ে গেলো।

অঙ্কনে ~ পপি রোজি

জীবনে সঠিক সঙ্গী পেলে প্রতিটি দিনই আনন্দের হয়।❤️🙂
08/11/2025

জীবনে সঠিক সঙ্গী পেলে প্রতিটি দিনই আনন্দের হয়।❤️🙂

কী দারুণ! সামনাসামনি আরো বেশিই সুন্দর ❤️💚🖤
02/11/2025

কী দারুণ! সামনাসামনি আরো বেশিই সুন্দর ❤️💚🖤

💚❤️🖤

নিজস্বতার রঙ কখনো ধুয়ে মুছে ফেলতে নেই।
31/10/2025

নিজস্বতার রঙ কখনো ধুয়ে মুছে ফেলতে নেই।

আবারো ফিরে আসুক কার্তিক নবান্নের সেই দেশ,বুক ভরে একটু নিতে চাই শান্তির নিঃশ্বাস।ঘাসের বুকে জমে থাকা শিশিরের গন্ধে মাতোয়া...
28/10/2025

আবারো ফিরে আসুক কার্তিক নবান্নের সেই দেশ,
বুক ভরে একটু নিতে চাই শান্তির নিঃশ্বাস।
ঘাসের বুকে জমে থাকা শিশিরের গন্ধে মাতোয়ারা হোক প্রতিটি মন ও মানুষ,
হৃদয় জেগে উঠুক নিঃস্বার্থ ভালোবাসা
উড়ে যাক আকাশে মারামারি, হানাহানি, দুঃখ-কষ্ট মাখা ফানুস।
ফিরে আসুক সেই সব দিনগুলি, মেঠো পথ, ফসলের বুকে কৃষকের হাসি, শ্রান্ত দুপুর, রাখালের বাঁশি।
ঠোঁটের কোণে স্বস্তির হাসি রেখে আবারো বলতে চাই,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

~ পপি রোজি Popy Rozi

অনেকদিন পর আরো একটি নতুন লেখা নিয়ে হাজির হলাম।

এমন নয় যে আমি একাকিত্ব পছন্দ করি, কিংবা এমনও না যে আমি সারাক্ষণ বকবক করতে ভালোবাসি। আমি মূলত তেমনই, যখন যেমন পরিস্থিতি স...
15/10/2025

এমন নয় যে আমি একাকিত্ব পছন্দ করি,
কিংবা এমনও না যে আমি সারাক্ষণ বকবক করতে ভালোবাসি।
আমি মূলত তেমনই, যখন যেমন পরিস্থিতি সেখানে তেমন ভাবেই মানিয়ে নিই।

আমাকে যে গুরুত্ব দেয় তাকে আমি দ্বিগুণ গুরুত্ব সহকারে গ্রহণ করি,
আর যে আমাকে অহেতুক এড়িয়ে চলে তার সাথে আমি এতোটাই দূরত্ব বাড়িয়ে দিই যেন কখনো তাকে আমি চিনতামই না।

বিষয়টা এমন না যে আমি ইগো থেকে এসব করি,
বরং এটা আমার নিজের প্রতি নিজেকে সম্মান করার বোধ থেকেই করি।
আমি মনে করি, যে নিজেকে মূল্যায়ন করে না, তাকে কেউ মূল্য দেয় না।
তাই কখনো কখনো নিজের মূল্যটা অন্যের চোখে এভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়।

~ পপি রোজি
আঁকা : Koli's Artwork (আঁকার হাত খুব দারুণ, চাইলে অর্ডার করতে পারেন এই পেইজে)

যে শহরে কবিতারা বাস করে না, সেই শহরে আমার বাস কখনোই না হোক।  ~ পপি রোজি
09/10/2025

যে শহরে কবিতারা বাস করে না, সেই শহরে আমার বাস কখনোই না হোক।

~ পপি রোজি

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Popy Rozi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share