
08/08/2025
বর্ষা ছাড়া কোন ঋতুই কেন যেন মন টানে না।
বৃষ্টি আমার শত যুগের আপন মনে হয়।
বৃষ্টির শব্দে বুকের ভেতর হু হু করে ওঠে।
মনে হয় আমি কতোকাল ধরে কারো প্রতীক্ষায় যাপন করছি দিন রজনী।
বর্ষা ছাড়া আমার চলেই না। 🌧️