মহসিন ভাই

মহসিন ভাই This is My Official Page
আমার পরিচয় আমি একজন মুসলিম পরিবারের সন্তান। ইসলাম আমার ধর্ম।
(4)

খেজুরের উপকারিতা:1. শক্তি বৃদ্ধি করে: খেজুরে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ) থাকে, যা দ্রুত শক্তি যোগায়।2....
23/04/2025

খেজুরের উপকারিতা:

1. শক্তি বৃদ্ধি করে: খেজুরে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ) থাকে, যা দ্রুত শক্তি যোগায়।

2. হজমে সাহায্য করে: এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য কমায়।

3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহকে নানা রোগ থেকে রক্ষা করে।

4. হৃদযন্ত্র ভালো রাখে: এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

5. রক্তশূন্যতা কমায়: এতে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে।

6. হাড় মজবুত করে: খেজুরে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম আছে, যা হাড়ের জন্য ভালো।

লেবু খাওয়ার উপকারিতা:1. ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ায়:লেবুতে প্রচুর ভিটামিন C থাকে, যা ভাইরাস-ব্যাকটেরিয়ার ব...
22/04/2025

লেবু খাওয়ার উপকারিতা:

1. ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ায়:

লেবুতে প্রচুর ভিটামিন C থাকে, যা ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

2. হজমে সহায়তা করে:

লেবু পানি খাবার হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক, বদহজম দূর করতে পারে।

3. ত্বক ভালো রাখে:

অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন C ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ ও দাগ কমায়।

4. ওজন কমাতে সাহায্য করে:

লেবু পানি মেটাবলিজম বাড়াতে সহায়তা করে এবং পেট ভর্তি অনুভব করায়, যা ওজন কমানোর জন্য ভালো।

5. ডিটক্সিফিকেশন (শরীর পরিষ্কার):

লেবু লিভার ও রক্ত পরিষ্কারে সাহায্য করে — শরীর থেকে টক্সিন দূর করে।

6. হৃদ্যন্ত্র ভালো রাখে:

ভিটামিন C এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

7. মুখের দুর্গন্ধ দূর করে:

লেবুর অ্যাসিডিক স্বভাব মুখের জীবাণু মারতে সাহায্য করে, যা মুখের দুর্গন্ধ দূর করে।
---

সতর্কতা:

খালি পেটে খুব বেশি লেবু খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বাড়তে পারে।

অতিরিক্ত খাওয়ায় দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, তাই লেবু খাওয়ার পর পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভালো।

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
17/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন

দেখে হয়তো মনে হচ্ছে ঘুমিয়ে আছে? কিন্তু না চট্টগ্রাম মিরসরাই বড়তাকিয়া বাজারে হাইওয়েতে সড়ক দূ-র্ঘ-টনায় মা-রা গেছেন।**উনা...
04/04/2025


দেখে হয়তো মনে হচ্ছে ঘুমিয়ে আছে? কিন্তু না
চট্টগ্রাম মিরসরাই বড়তাকিয়া বাজারে হাইওয়েতে সড়ক দূ-র্ঘ-টনায় মা-রা গেছেন।

**উনার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি**
বর্তমানে উনাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় পেতে দ্রুত শেয়ার করুন।

বন্ধুদের সাথে শেষ  ইফতার ♥
30/03/2025

বন্ধুদের সাথে শেষ ইফতার ♥

23/03/2025

ফলো দিন সাথে ব্যাক বুঝে নি
🌹 ইনশাআল্লাহ 🌹

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
23/03/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

05/03/2025

প্রতিজ্ঞা করার আগে তাই একটু
হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে
হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।

With Nusrat Jahan Urmi – I just got recognised as one of their top fans! 🎉
04/03/2025

With Nusrat Jahan Urmi – I just got recognised as one of their top fans! 🎉

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগার।🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷১) বয়স বাড়...
02/03/2025

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল 🟠 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহসিন ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share