05/08/2025
স্বৈরাচার বিরোধী স্লোগানে মুখর ফটিকছড়ি, মুক্তিমিছিল ইসলামী আন্দোলনের | Foyzi Tv
ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্বৈরাচার বিরোধী স্লোগানে মুখর এক বিশাল মুক্তিমিছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার আয়োজনে এই মিছিলে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত এই মিছিলে স্লোগান ওঠে—
*“যদি না হয় সংস্কার, ফিরে আসবে স্বৈরাচার”*
মিছিল থেকে দেশ ও মানবতার কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
উপস্থিত ছিলেন—
মাওলানা খালেদ সুলতানি, মাওলানা শওকত আজমী, মাওলানা তওহিদুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা মহিব্বুল্লাহ আমিনি, হাফেজ মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেকে।
সম্পূর্ণ খবর জানতে দেখুন *Foyzi Tv*।
ফটিকছড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুক্তিমিছিল, স্বৈরাচার পতন দিবস, গণঅভ্যুত্থান, ইসলামী রাজনীতি, মাওলানা খালেদ সুলতানি, Foyzi Tv, বাংলাদেশ রাজনীতি, ইসলামি আন্দোলন, ২০২৫ নির্বাচন, প্রতিবাদ মিছিল, বাংলাদেশ
#ফটিকছড়ি
#মুক্তিমিছিল
#ইসলামী_আন্দোলন
#স্বৈরাচার_পতন
#গণঅভ্যুত্থান
#বাংলাদেশ_রাজনীতি
#ইসলামী_রাজনীতি
#সংস্কা