MD.Nur Hossain

MD.Nur Hossain I am simple boy.I believe ALLAH is great..

আন্তর্জাতিক বিনিয়োগ সামিট ২০২৫-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান মো. আশিক চৌধুরী তার প্রাঞ্জল...
10/04/2025

আন্তর্জাতিক বিনিয়োগ সামিট ২০২৫-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান মো. আশিক চৌধুরী তার প্রাঞ্জল ও কৌশলী উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাগুলোর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাঁর সুদক্ষ নেতৃত্ব, নীতি-সহযোগী মনোভাব এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতকে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমরা মনে করি ।
বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে ইতিবাচক বার্তা ও গুরুত্বপূর্ণ ভূমিকার অংশ আজকের এই সামিট।

28/03/2025

ইয়া রাব্ব, জীবনে যা কিছু আপনার নিকট চেয়েছি তা হয়তো আমার জন্য উত্তম নয় কল্যাণজনক নয়। তাই তো আপনি আমাকে তা দেননি।
এখন আর চাওয়ার মত তেমন কিছু নেই। আপনি উত্তম পরিকল্পনাকারী বলে সবকিছু আপনার নিকট সমর্পণ করেছি। এখন শুধু এতটুকুই চাই।
দ্বিধাগ্রস্ত মানসিক চাপ থেকে আমাকে মুক্ত করে দিন। কিছুটা মানসিক শান্তি ও মন ভরে নিশ্বাস নিতে চাই। আপনি মহান দয়ালু- এতটুকু দয়া আপনি আমাকে করতেই পারেন।

27/03/2025

প্রসঙ্গ যখন পাশে থাকার তখন আল্লাহ'ই সেরা!!

26/03/2025

ড: ইউনুছ আজকের ভাষনের কিছু চুম্বক অংশ। অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।
1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।
2. রপ্তানি বেড়েছে ১৩%
3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে
4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে
5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।
6. সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে
7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।
8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড. ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।
9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।
10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।
11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গা

24/03/2025

প্রচণ্ড রকমের মনখারাপ নিয়েও হাসতে হয়, বেঁচে থাকতে হয় কোনো কারণ ছাড়াই।
তাকেই বিদায় বলতে হয়, যাকে বিদায় বলতে গেলে কলিজা ছিঁড়ে যায়। তাকেই স্বাগত জানাতে হয়, যার ছায়াও সহ্য হয় না।
বেঁচে থাকার অভ্যাসটা খুব খারাপ। ছাড়তেও পারি না, ঠিক করে বাঁচতেও পারি না; দুটো অক্ষর লিখে রেখে গেলাম প্রমাণ হিসেবে।
একসময় দুঃখের বোঝা বইতাম, বয়ে বেড়ানোর সামর্থ্য ছিল, সেটার প্রমাণ রেখে গেলাম।
একসময় আর বোঝা বইতে পারব না। মানুষ হারাতে হারাতে আমি একলা হয়ে গেছি, তবুও কাউকে বলতে পারব না…একটা দুপুর আরও থেকে গেলে কি খুব সময় নষ্ট হবে?
একটা সময় ছেড়ে দেবো অপেক্ষা করা। কেউ আমার জন্য অপেক্ষা করলেও ভান করব বুঝতে না পারার।
জীবনের নিয়ম এখন বুঝতে পেরেছি।
এখানে বুকে রক্ত নিয়েও মুখে হাসি রাখতে হয়। কাউকে একনজর শেষ দেখাটুকু দেখার জন্য ছটফটানি লাগলেও, ‘কিছুই যায় আসে না’-র ভান করতে হয়।
আমাকে কেউ আর বাঁচতে শেখাতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না!
#বাস্তবতা

পড়াশুনার বিকল্প শুধুই পড়াশুনা.......
24/03/2025

পড়াশুনার বিকল্প শুধুই পড়াশুনা.......

আজকের খবরটা যেন বিশ্বাসই করতে পারছি না…শুনেছি তামিম ভাই BKSP-তে ম্যাচ চলাকালীন মাঠেই হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন। এই ম...
24/03/2025

আজকের খবরটা যেন বিশ্বাসই করতে পারছি না…
শুনেছি তামিম ভাই BKSP-তে ম্যাচ চলাকালীন মাঠেই হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন। এই মুহূর্তে তিনি লাইফ সাপোর্টে, নিঃশ্বাসটা পর্যন্ত মেশিনের ভরসায়…
একজন হাসিখুশি, প্রাণবন্ত মানুষ—যিনি সবার প্রিয়, আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ভাবতেই কষ্ট হচ্ছে, কিছুক্ষণ আগেও যিনি মাঠে ছিলেন, এখন তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে।
হে আল্লাহ, আমাদের তামিম ভাইকে হেফাজতে রাখো। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, সম্পূর্ণ সুস্থ করে দাও।
সবাই দোয়া করুন ভাইর জন্য। এই মুহূর্তে আপনার দোয়াই হতে পারে তাঁর বেঁচে থাকার আশার আলো। আল্লাহ তুমি রহম করো। আমিন।

23/03/2025

Bashundhara City Shopping Complex.... Eid fact

22/03/2025

সরকারি চাকরির ক্ষেত্রে টাইপের বিকল্প কিছু নেই...

20/03/2025

সময় সবাইকেই হালকার উপর ঝাপসা সাইজ করে দেয়....

19/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।

Address

Begumganj
Dhaka

Telephone

+8801849159861

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Nur Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category