গল্পটা তোমার

গল্পটা তোমার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্পটা তোমার, Chauddagram, Chittagong.

গল্পটা তোমার , কিন্তু বলি আমি।
ভালোবাসা, বিচ্ছেদ, স্বপ্ন কিংবা বেদনা—প্রতি গল্পে লুকিয়ে থাকে এক অনন্য যাত্রা। আমি শোনাই সেই না বলা কথা, হৃদয়ের গভীর থেকে।
এখানে প্রতিটি গল্পই জীবনের প্রতিচ্ছবি।

 #ভালোবাসা মানে সবসময় যৌনতা নয়।ভালোবাসা মানে, সারাক্ষণ একে অপরের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা।শুধু স্পর্শের নয়, বরং আত্মা...
16/05/2025

#ভালোবাসা মানে সবসময় যৌনতা নয়।
ভালোবাসা মানে, সারাক্ষণ একে অপরের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা।
শুধু স্পর্শের নয়, বরং আত্মার একটা #গভীর টান—যা সবকিছুর ঊর্ধ্বে।
✅যেমন –
আমি তোমাকে চাই,
তোমার পাশে বসে থাকতে চাই নিঃশব্দে,
তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই—
তাতে একরকম প্রশান্তি থাকে,
যা পৃথিবীর কোনো শব্দে মেলে না।

তোমার বুকের মধ্যে মুখ গুঁজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে চাই।
কোনো কথার দরকার হয় না,
শুধু তোমার উষ্ণতা,
তোমার হৃদস্পন্দন,
তোমার অস্তিত্ব আমার চারপাশে জড়িয়ে থাকলেই আমি সম্পূর্ণ।

যৌনতা সারাদিন হয় না,
কিন্তু তোমাকে জড়িয়ে ধরে রাখার যে তীব্র ইচ্ছে,
তা তো থামে না এক মুহূর্তের জন্যও।
সে এক নিরাপদ আশ্রয়—
যেখানে আমি ক্লান্ত হলে ফিরতে পারি,
হতাশ হলে ভেঙে পড়তে পারি,
চোখ বন্ধ করলেই বুঝি—তুমি আছো, আমি একা নই।

তুমি আমার জন্য শুধু শরীর নও,
তুমি আমার #শান্তি, আমার ঘর, আমার আত্মার ঘ্রাণ।
তোমার কাঁধে মাথা রেখে, চোখে চোখ রেখে
নিঃশব্দে হাজার #গল্প বলা যায়—
যেখানে ভাষার দরকার হয় না,
শুধু অনুভবই যথেষ্ট।

তাই আমার চাওয়া শুধুই তোমাকে পাওয়া নয়—
তোমার পাশে থাকা,
তোমাকে নিঃস্বার্থভাবে জড়িয়ে ধরা,
আর তুমি যেন বুঝতে পারো—
ভালোবাসা মানে কখনো কখনো শুধু একে অপরকে #অনুভব করেই বেঁচে থাকা।

14/05/2025

সম্পর্ক যতই গভীর হোক, সময়ের একটুখানি ঝাপটায় সব বদলে যেতে পারে—কারণ মানুষ আর মন, দুটোই চঞ্চল।

এটাই বাস্তব  #মূর্খ  #সফলতা
19/04/2025

এটাই বাস্তব #মূর্খ #সফলতা

07/04/2025

ভয়*কট মানেই লুটপাট না!
যাক জুতা গুলা কি সবার পায়ে ঠিকঠাক হইছে 🤔

07/04/2025

আন্দোলনে মিছিলে সুযোগ পেয়ে Bata শোরুমের জুতা ভাগ করে নিলো 😢 আর গা*জা গেলে তো মনে হয় দেশটাই লুট করে ফেলবে😢

খাবারের অভাবে যারা কষ্টে দিন কাটাচ্ছে, তারা বোবা প্রাণীদের সাথে খাবার ভাগাভাগি করে খাচ্ছে—এমন একটি দৃশ্য, যা মানবতার প্র...
07/04/2025

খাবারের অভাবে যারা কষ্টে দিন কাটাচ্ছে, তারা বোবা প্রাণীদের সাথে খাবার ভাগাভাগি করে খাচ্ছে—এমন একটি দৃশ্য, যা মানবতার প্রকৃত পরিচয় ❤️😢

শিশুটির ছবি দেখুন আগে পরে 😢 🤲
07/04/2025

শিশুটির ছবি দেখুন আগে পরে 😢 🤲

07/04/2025

আল-আকসা হবে কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী, আর ফিলিস্তিন হবে কেন্দ্রবিন্দু। এক রাতে হয়তো শুনবো "প্যা*লেস্টাইন স্বাধীন"
ইনশাআল্লাহ।

বাবা-মা জীবনযাত্রার আশ্রয় ও শক্তি। তাঁদের হারালে সব থাকলেও হৃদয়ে অপূর্ণতা থেকে যায়।  #বাবা  #মা
02/02/2025

বাবা-মা জীবনযাত্রার আশ্রয় ও শক্তি। তাঁদের হারালে সব থাকলেও হৃদয়ে অপূর্ণতা থেকে যায়। #বাবা #মা

মানুষের জীবনের গভীরতর চাহিদা টাকার বাইরে।    #টাকা    #সুখ
28/01/2025

মানুষের জীবনের গভীরতর চাহিদা টাকার বাইরে। #টাকা #সুখ

Address

Chauddagram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পটা তোমার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share