
16/05/2025
#ভালোবাসা মানে সবসময় যৌনতা নয়।
ভালোবাসা মানে, সারাক্ষণ একে অপরের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা।
শুধু স্পর্শের নয়, বরং আত্মার একটা #গভীর টান—যা সবকিছুর ঊর্ধ্বে।
✅যেমন –
আমি তোমাকে চাই,
তোমার পাশে বসে থাকতে চাই নিঃশব্দে,
তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই—
তাতে একরকম প্রশান্তি থাকে,
যা পৃথিবীর কোনো শব্দে মেলে না।
তোমার বুকের মধ্যে মুখ গুঁজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে চাই।
কোনো কথার দরকার হয় না,
শুধু তোমার উষ্ণতা,
তোমার হৃদস্পন্দন,
তোমার অস্তিত্ব আমার চারপাশে জড়িয়ে থাকলেই আমি সম্পূর্ণ।
যৌনতা সারাদিন হয় না,
কিন্তু তোমাকে জড়িয়ে ধরে রাখার যে তীব্র ইচ্ছে,
তা তো থামে না এক মুহূর্তের জন্যও।
সে এক নিরাপদ আশ্রয়—
যেখানে আমি ক্লান্ত হলে ফিরতে পারি,
হতাশ হলে ভেঙে পড়তে পারি,
চোখ বন্ধ করলেই বুঝি—তুমি আছো, আমি একা নই।
তুমি আমার জন্য শুধু শরীর নও,
তুমি আমার #শান্তি, আমার ঘর, আমার আত্মার ঘ্রাণ।
তোমার কাঁধে মাথা রেখে, চোখে চোখ রেখে
নিঃশব্দে হাজার #গল্প বলা যায়—
যেখানে ভাষার দরকার হয় না,
শুধু অনুভবই যথেষ্ট।
তাই আমার চাওয়া শুধুই তোমাকে পাওয়া নয়—
তোমার পাশে থাকা,
তোমাকে নিঃস্বার্থভাবে জড়িয়ে ধরা,
আর তুমি যেন বুঝতে পারো—
ভালোবাসা মানে কখনো কখনো শুধু একে অপরকে #অনুভব করেই বেঁচে থাকা।