07/07/2025
---
# # হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সংক্ষিপ্ত পরিচিতি
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সংক্ষেপে হযরত মুহাম্মদ সা.) ছিলেন ইসলামের সর্বশেষ নবী ও রাসূল। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে (মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দে) আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর উপর আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাযিল করেন, যা মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ।
**তাঁর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো:**
* **জন্ম ও বংশ পরিচয়:** তিনি কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তিনি পিতাকে এবং ছয় বছর বয়সে মাতাকে হারান।
* **নবুওয়াত লাভ:** ৪০ বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাঈল (আ.)-এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন এবং নবুওয়াত প্রাপ্ত হন।
* **ইসলাম প্রচার:** নবুওয়াত লাভের পর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং মূর্তিপূজা ও সব ধরনের কুসংস্কারের বিরুদ্ধে প্রচার শুরু করেন। মক্কায় তিনি দীর্ঘ ১৩ বছর ইসলাম প্রচার করেন এবং নানা প্রতিকূলতার সম্মুখীন হন।
* **হিজরত:** মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৬২২ খ্রিস্টাব্দে তিনি সঙ্গী-সাথীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনা 'হিজরত' নামে পরিচিত এবং ইসলামী ক্যালেন্ডারের ভিত্তি।
* **মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা:** মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপন করেন এবং মদিনা সনদ প্রণয়ন করেন, যা ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম।
* **যুদ্ধ ও বিজয়:** আত্মরক্ষামূলক অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দেন, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। পরবর্তীতে তিনি মক্কা বিজয় করেন এবং সমগ্র আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত হয়।
* **ওফাত:** ৬৩২ খ্রিস্টাব্দে (১১ হিজরী) তিনি মদিনায় ইন্তেকাল করেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মানবজাতির জন্য এক মহান আদর্শ। তাঁর জীবন ছিল সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা, ধৈর্য, দয়া ও সহমর্মিতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন শেষ নবী এবং আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ।