প্রিয় নিবেদিতা

প্রিয় নিবেদিতা নিশ্চয়ই নামায মানুষকে পাপ, অন্যায়, অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত রাখে ..🥰 সুবহানআল্লাহ 🥰
(33)

মাঝে মাঝে মনে হয় আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আমি তাঁর কাছে দৌড়ে যেতাম। গিয়ে বলতাম; ইয়...
28/12/2024

মাঝে মাঝে মনে হয় আজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আমি তাঁর কাছে দৌড়ে যেতাম। গিয়ে বলতাম; ইয়া রাসূলুল্লাহ আমি আজ বড্ড ক্লান্ত।

সমাজের সাথে, পরিবারের সাথে, নিজের নফসের সাথে যুদ্ধ করতে করতে আমি আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমি আর একা একা যুদ্ধ করতে পারছি না, বিশেষ করে নিজের নফসের সাথে, প্রায় সময়েই হেরে যাচ্ছি নফসকে কাছে।

আমার একজন সহযোগী প্রয়োজন। দ্বীনকে আঁকড়ে ধরার জন্য, দ্বীনের পথে চলার জন্য‌‌‌ আমার একজন সহযোদ্ধা দরকার ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার জন্য একজন সহযোদ্ধার ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি মজলিস থাকা সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন কে আছো? অমুককে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার জন্য? কে আছো তার দায়িত্ব নেওয়ার জন্য? কে আছো তাঁর দ্বীনের পথে চলার সঙ্গী হওয়ার জন্য?

সংগৃহীত

05/12/2024

ফুদাইল রহিমাহুল্লাহ বলেন,

"মানুষের কারণে আমল ছেড়ে দেওয়া রিয়া। আর মানুষের কারণে আমল করা শিরক। আর ইখলাসই তোমাকে এই দুই কাজ থেকে মুক্তি দেবে।"

বই: পরিশুদ্ধ অন্তর
পৃষ্ঠা: ১৩

28/11/2024

আল্লাহর কসম! আমিতো নিজের ব্যাপারেই নিশ্চিত নই, (তাহলে) অন্যকে খারাপ বলবো কীভাবে? মানুষের অবস্থা তো এমন — সে অন্যের পাপের বিষয়ে আল্লাহকে ভয় করে; কিন্তু নিজেকে পাপের শাস্তি থেকে নিরাপদ মনে করে!

ইমাম রাবী ইবনে খুসাইম (রহ.)
[আত-তাবাকাতুল কুবরা: ৬/১৮৬]

03/11/2024

হাঁটছি জাহান্নামের পথে, আর ভাবছি দিন শেষে পৌঁছে যাবো জান্নাতে! 🥺

হাইয়ে....😔
নিজের জন্য বড্ড মায়া হয়, কি হবে সেদিন আমার? যেদিন শূন্য হাতে দাঁড়াবো রবের সামনে,🥹 করছি তো শুধু গুনাহ আর গুনাহ,নিজের দিকে তাকালেই আফসোস লাগে,কি হতে চাই আর কি হয়ে যায়, নফস আসলে পিছু ছাড়ে না,কখনো ছাড়বেও না,নফসের ধোঁকায় পড়ে জীবন অথচ, কিছু ঘন্টা আনন্দ দিয়ে ভুলে দেয় আমার আসল গন্তব্য কি! 🥺

30/10/2024

🔰প্রশ্নঃ "নাউযুবিল্লাহি মিন যালিক" কথাটার অর্থ কি?

উত্তরঃ এইরকম মূর্খতা ও খারাপ কাজ
থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।

🔰প্রশ্নঃ "বারাকাল্লাহ ফীক" কথাটার অর্থ কি?

উত্তরঃ আল্লাহ আপনাকে বারাকাহ দান
করুন।

🔰প্রশ্নঃ "ইনশা আল্লাহ" কথাটার অর্থ কি?

উত্তরঃ আল্লাহ যদি চান, তাহলে এই কাজটা হবে।
✴️এতে আল্লাহর ওপর অধিক আস্থা রাখা হয়। যাতে আল্লাহ সন্তুষ্ট হোন, এবং সে কাজে বারাকাহ দান করেন।
ইনশা আল্লাহ বলা জরুরী, নয়তো আল্লাহ এই কাজটা করার তাওফিক নাও দিতে পারেন।

🔰প্রশ্নঃ "মাশাআল্লাহ" কথাটার অর্থ কি?

উত্তরঃ আল্লাহ যেরকম চেয়েছেন, সেই রকম হয়েছে)।

🔰প্রশ্নঃ জাযাকাল্লাহু/জাযাকিল্লাহ খইরন অর্থ কী?

উত্তরঃ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

🔷(একজন) ছেলেকে বলতে হয় জাযাকাল্লাহু খইরন।

🔷(একজন) মেয়েকে বলতে হয় জাযাকিল্লাহু খইরন।

🔷(একাধিক) জনকে বলতে হয় জাযাকুমুল্লাহ খইরন।

🔷উত্তরে ছেলেদেরকে বলতে হয়-
"ওয়া ইয়্যাক" অথবা "ওয়া আংতা ফাজাজাকাল্লাহ খইরন "

🔷মেয়েদেরকে উত্তরে বলতে হয়,
"ওয়া ইয়্যাকি" অথবা, "ওয়া আংতা ফাজাজাকিল্লাহ খইরন"

💠💠অর্থঃ আপনাকেও/তোমাকেও
(আল্লাহ উত্তম প্রতিদান দিক)

🔶🔶এখন কথা হলো, এই শব্দ গুলোই কেন বলতে হবে?
নিজের ভাষায় বললে হবে না?

✔️অবশ্যই হবে!
আসলে আমাদের দেশে আরবী ভাষাটার খুব একটা ব্যবহার হয়না দেখে একটু অপরিচিত লাগে শব্দ গুলো, কিন্তু কিছু দিন শুনলে সহজ হয়ে যায়।
সরি বলে বলে এমন অভ্যাস হয়েছে, ‘মাফ করবেন' কথাটাই অপরিচিত লাগে।
এখন সরি বাদ দিয়ে 'আফওয়ান' কেন বলব❓❓
আর থ্যাঙ্কিউ বাদ দিয়ে 'জাযাকিল্লাহু খয়রন কেন বলব❓❓

সিম্পল‼️

1️⃣ এগুলো রাসুলুল্লাহ সাঃ ব্যবহার করতেন।
তার প্রতি ভালোবাসা থেকে এই শব্দ গুলো ব্যবহার করা উচিত আমাদের।

2️⃣ থ্যাংকিউ মানে কোনো একজন কে ধন্যবাদ দেয়া,
আর জাযাকিল্লাহু খইরন মানে, তার প্রতি ধন্যবাদ এর সাথে সাথে একটু দোয়া করে দেয়া!
( আল্লাহ আপনাকে/তোমাকে উত্তম প্রতিদান দিন।)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে সহিহ দ্বীন বুঝার, আমল করার ও তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, আমিন ইয়া রব্বুল আলামীন।🤎

30/10/2024
12/06/2024

"অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম"।
[সূরা আনফাল ৭০]

02/05/2024

যেখানে আমার বয়সি মেয়েরা স্কিনের যত্ন নিয়ে উল্টায় ফেলে দিতাছে সেখানে সারাদিন ফকিন্নির মতো শুয়ে থাকা আমি

কাহফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বা...
30/04/2024

কাহফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন ।

আমাদের ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত

আরিফ আজাদ।

25/04/2024

কেউ একটু জোরে ধমক দিলে কেঁদে দেওয়া, কেউ একটু ইমোশনাল কথা বললে কেঁদে দেওয়া,
অতিরিক্ত রাগে কেঁদে দেওয়া,
মুখের সামনে কঠিন কথা বললে চোখে পানি চলে আসা,
কেউ বকা দিলে কেঁদে দেওয়া, কাউকে কিছু বলতে না পারলে কেঁদে দেওয়া

এই অসাধারণ ট্যালেন্ট নিয়ে জন্মানো আমি

23/04/2024

🌺...... কি চমৎকার সমাধান......🌺

🌼....যখন আমি কষ্ট পাই...🌼
কোরআন বলেঃ- "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!"
------[সূরা ইনশিরাহ]

🌼....যখন আমি সুখ চাই....🌼
কোরআন বলেঃ- "আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন!"
-----[সূরা তালাকঃ-০৭]

🌼...যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না...🌼
কোরআন বলেঃ- "তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর, যা তোমাদের জন্য অকল্যাণ কর!"
-----[সূরা বাক্কারাঃ-২১৬]

🌼.....যখন আমি বিচার চাই....🌼
কোরআন বলেঃ- "আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন!"
------[সূরা ইউসুফ ঃ-১০৯]
🌼....যখন আমি কষ্ট সহ্য করতে চাই না....🌼
কোরআন বলেঃ- "যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না, তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে.."
------[সূরা আরাফঃ-৪২]

🌼.... যখন আমি আল্লাহর সাহায্য চাই....🌼
কোরআন বলেঃ- "ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা! জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে!"
------[সূরা বাক্কারাঃ]

🌼...যখন আমি ধৈর্য ধারণ করি...🌼
কোরআন বলেঃ- "যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত!"
-------[সূরা যুমারঃ১০]

🌼... যখন আমি হতাশায় থাকি....🌼
কোরআন বলেঃ- "আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও!"
------[সূরা মায়িদাঃ-২৩]

🌼...যখন আমি তাওবা করি...🌼
কোরআন বলেঃ- "আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময়!"
-------[সূরা তাওবাঃ-১০৪]

🌼...যখন আমি নিরাশ হই...🌼
কোরআন বলেঃ- "একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না!"
------[সূরা ইউসুফঃ-৮৭]

🌼....অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম...🌼
------[সূরা আনফালঃ-৭০]

🌼....যখন আমি ভালো কিছু করি...🌼
কোরআন বলেঃ-"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কী হতে পারে?"
------[সূরা আর রহমানঃ-৬০]

🌼....যখন আমি বিপদে পড়ি....🌼
কোরআন বলেঃ- "আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের!"
------[সূরা বাকারা-১৫৫]

" খুব শীগ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে, তুমি খুশি হয়ে যাবে!"
-------[সূরা আদ-দুহাঃ-০৫]

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন_____ (আমিন)

Address

Chandpur Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় নিবেদিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় নিবেদিতা:

Share