30/10/2024
🔰প্রশ্নঃ "নাউযুবিল্লাহি মিন যালিক" কথাটার অর্থ কি?
উত্তরঃ এইরকম মূর্খতা ও খারাপ কাজ
থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
🔰প্রশ্নঃ "বারাকাল্লাহ ফীক" কথাটার অর্থ কি?
উত্তরঃ আল্লাহ আপনাকে বারাকাহ দান
করুন।
🔰প্রশ্নঃ "ইনশা আল্লাহ" কথাটার অর্থ কি?
উত্তরঃ আল্লাহ যদি চান, তাহলে এই কাজটা হবে।
✴️এতে আল্লাহর ওপর অধিক আস্থা রাখা হয়। যাতে আল্লাহ সন্তুষ্ট হোন, এবং সে কাজে বারাকাহ দান করেন।
ইনশা আল্লাহ বলা জরুরী, নয়তো আল্লাহ এই কাজটা করার তাওফিক নাও দিতে পারেন।
🔰প্রশ্নঃ "মাশাআল্লাহ" কথাটার অর্থ কি?
উত্তরঃ আল্লাহ যেরকম চেয়েছেন, সেই রকম হয়েছে)।
🔰প্রশ্নঃ জাযাকাল্লাহু/জাযাকিল্লাহ খইরন অর্থ কী?
উত্তরঃ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
🔷(একজন) ছেলেকে বলতে হয় জাযাকাল্লাহু খইরন।
🔷(একজন) মেয়েকে বলতে হয় জাযাকিল্লাহু খইরন।
🔷(একাধিক) জনকে বলতে হয় জাযাকুমুল্লাহ খইরন।
🔷উত্তরে ছেলেদেরকে বলতে হয়-
"ওয়া ইয়্যাক" অথবা "ওয়া আংতা ফাজাজাকাল্লাহ খইরন "
🔷মেয়েদেরকে উত্তরে বলতে হয়,
"ওয়া ইয়্যাকি" অথবা, "ওয়া আংতা ফাজাজাকিল্লাহ খইরন"
💠💠অর্থঃ আপনাকেও/তোমাকেও
(আল্লাহ উত্তম প্রতিদান দিক)
🔶🔶এখন কথা হলো, এই শব্দ গুলোই কেন বলতে হবে?
নিজের ভাষায় বললে হবে না?
✔️অবশ্যই হবে!
আসলে আমাদের দেশে আরবী ভাষাটার খুব একটা ব্যবহার হয়না দেখে একটু অপরিচিত লাগে শব্দ গুলো, কিন্তু কিছু দিন শুনলে সহজ হয়ে যায়।
সরি বলে বলে এমন অভ্যাস হয়েছে, ‘মাফ করবেন' কথাটাই অপরিচিত লাগে।
এখন সরি বাদ দিয়ে 'আফওয়ান' কেন বলব❓❓
আর থ্যাঙ্কিউ বাদ দিয়ে 'জাযাকিল্লাহু খয়রন কেন বলব❓❓
সিম্পল‼️
1️⃣ এগুলো রাসুলুল্লাহ সাঃ ব্যবহার করতেন।
তার প্রতি ভালোবাসা থেকে এই শব্দ গুলো ব্যবহার করা উচিত আমাদের।
2️⃣ থ্যাংকিউ মানে কোনো একজন কে ধন্যবাদ দেয়া,
আর জাযাকিল্লাহু খইরন মানে, তার প্রতি ধন্যবাদ এর সাথে সাথে একটু দোয়া করে দেয়া!
( আল্লাহ আপনাকে/তোমাকে উত্তম প্রতিদান দিন।)
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে সহিহ দ্বীন বুঝার, আমল করার ও তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, আমিন ইয়া রব্বুল আলামীন।🤎