প্রিয় নিবেদিতা

প্রিয় নিবেদিতা নিশ্চয়ই নামায মানুষকে পাপ, অন্যায়, অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত রাখে ..🥰 সুবহানআল্লাহ 🥰
(34)

বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে — সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিব...
14/10/2025

বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে — সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিবো।
শর্ত একটাই — ঘুমানোর আগে বইয়ের মূল কথা (তালখিস) আমাকে শুনাতে হবে।
শুরুতেই দেখলাম, মাত্র তিন মাসে স্ত্রী প্রায় ১১ হাজার টাকা নিয়ে নিলো। বইগুলো ছিলো সব তাঁর প্রিয়—ইমাম গাজ্জালী, ইবনে কাইয়্যিম, কিংবা সমসাময়িক ইসলামী সাহিত্য।
আমি তো চিন্তায় পড়ে গেলাম!
মাসিক বাজেটের তছনছ দশা!
এভাবে চললে টাকাপয়সা সামলানো কঠিন হয়ে যাবে। চুক্তি বাতিলও করতে পারি না— কারণ "মুমিনের ওয়াদা ওয়াজিব!"
তাই ডিলে কিছু পরিবর্তন আনলাম—একই লেখকের পাঁচটির বেশি বই টানা পড়া যাবে না। তাতেও মানিব্যাগ খুব একটা সুস্থ হলো না।
অবশেষে একদিন বললাম—
তোমার জন্য আজ ধামাকা অফার! একটি বই শেষ করতে পারলে পাবে একসাথে ৫০০০ টাকা! শুধু বইয়ের মূল বক্তব্যটা আমাকে জানাবে।
স্ত্রী সানন্দে রাজি হলো।
আমি হাতে ধরিয়ে দিলাম ইমাম গাজ্জালীর ‘ইহইয়াউ উলূমিদ্দীন’।
আজ চার মাস ষোলো দিন পার হলো...
স্ত্রী এখনও পড়ছে, আর আমি ভাবছি—জ্ঞানার্জনের এই প্রতিযোগিতা চলুক, এটাই হবে সংসারের সবচেয়ে বরকতময় সম্পদ ইন শা আল্লাহ।
লিখা: সংগৃহীত [মডিফাইড]

09/09/2025

🌱—আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যূমু ওয়া আতূবু ইলাইহি—❤️🌸

অর্থ:
🌱🌸❝ আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চির মহান। সবকিছুর ধারক-বাহক। আমি তাঁর দিকেই প্রত্যাবর্তন করছি।🤲❤️

18/08/2025

ইয়া আল্লাহ!
আপনি যেভাবে চান আমি সেভাবে আপনার ইবাদত করি না...
আমি নবী দাউদ (আ.) এর মতো রোজা রাখতে পারি না।
আমি অসুস্থ হলে নবী আইয়ুব (আ.) এর মতো ধৈর্যশীল থাকি না।
আমি দুঃখিত হলে নবী ইউসুফ (আ.) এর মতো তাসবি পড়ি না।
আমি নবী ইয়াহিয়া (আ.) এর মতো দিনকে আকড়ে ধরে রাখতে পারি না।
তারা যে ত্যাগ শিকার করেছেন আমি তা পারি না।
আপনিই সেই যে মুক্তি দান করেন।
কিন্তু আমি তাদের পছন্দ করি ইয়া আল্লাহ!
আমি আপনাকে পছন্দ করি।
আমি হয়তো হোঁচট খেয়েছি।
আমি আপনার কাছে ফিরে আসবো পাপ মুক্ত হয়ে
হে আল্লাহ!
আমাকে শক্তি দিন এবং আমাকে ত্যাগ করবেন না।
আমি সহ্য করতে পারবো না।
হে আল্লাহ! আমাকে গ্রহণ করুন এবং আমাকে ছেড়ে দিয়েন না...

15/08/2025
30/07/2025

"দ্বীন হচ্ছে সকল বিষয়ের সংরক্ষক। যে তার দ্বীনকে নষ্ট করে ফেলে সে তার বাকি সকল বিষয়কেই নষ্ট করে ফেলে"।

~ ইমাম মুল্লা আলী আল ক্বারী [রাহ.]

[মিরক্বাতুল মাফাতীহ: ৫/১৭২১]

30/07/2025

তুমি টাকা চাও? ইস্তিগফার পড়ো।
তুমি শক্তি চাও? ইস্তিগফার পড়ো।
তুমি নিরাপত্তা চাও? ইস্তিগফার পড়ো।
তুমি সন্তান চাও? ইস্তিগফার পড়ো।
তুমি দুশ্চিন্তা থেকে মুক্তি চাও? ইস্তিগফার পড়ো।
তুমি ক্ষমা চাও? ইস্তিগফার পড়ো।
তুমি শক্তি চাও? ইস্তিগফার পড়ো।
তুমি ভালো জীবন চাও? ইস্তিগফার পড়ো।

ইস্তিগফার মানে হচ্ছে: আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ, "আস্তাগফিরুল্লাহ"!

Collected.

Address

Chandpur Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় নিবেদিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় নিবেদিতা:

Share