Freelancer Fawous Ahmed

Freelancer Fawous Ahmed Refresh, bio typing

03/02/2025
02/02/2025

ঐ মোবাইল বন্ধ কর🤣

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
28/12/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

30/04/2024

শ্রদ্ধা রইলো ভাই 🗿👑

মার্টিন লুথার কিং এর 'I have a dream'- এই স্পিচটার কথা আমরা কম বেশি সবাই জানি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটি বক্ত...
28/04/2024

মার্টিন লুথার কিং এর 'I have a dream'- এই স্পিচটার কথা আমরা কম বেশি সবাই জানি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একটি বক্তৃতা।

তিনি যখন এই বক্তৃতাটা দিয়েছিলেন তখন ক্যালেন্ডারের হিসাবে তার‌ বয়স ৩৪ বছর বয়স। বাকি পাবলিক ফিগারের সাথে তুলনা করলে খুব অল্প বয়সেই তিনি অনেক মানুষের লাইফে এরকম বিশাল ইম্পেক্ট তৈরি করতে পেরেছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, পাবলিক স্পিকিংয়ে তার জার্নি শুরু হয় ১৫ বছর বয়সে। খুবই কম বয়সে, তাই না?

তাহলে ১৫ বছর থেকে ৩৪ বছর - মানে ১৯ বছর লেগেছে নিজের মধ্যে পাবলিক স্পিকিং থেকে শুরু করে পাক্কা লিডারশিপ তৈরি করতে হবে। ১৯ বছর!!!!

প্রতি ৪ বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ১০০ মিটারের স্প্রিন্টে মাত্র ৯ সেকেন্ড দৌড়ে প্রায় প্রতিবার গোল্ড মেডেল জিতে নিতেন ঊসাইন বোল্ট।

মাত্র ৯ সেকেন্ড! কিন্তু এই ৯ সেকেন্ডের জন্য ট্রেইন করতে হতো ৪ বছর ধরে! কি ভয়ংকর ডেডিকেশন!

লাইফে ভালো কিছু করতে সময় দিতে হয়। যে কোনো একটা স্কিল বা সাবজেক্টে পারদর্শী হতে সময় লাগে। সেটাও একটা বড় রকমের সময়।

আপনি অনলাইনে দেখবেন অমুক ফ্রিল্যান্সার, তমুক ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার - মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে। কথা সত্য। আসলেই করতেছে!

তার মানে কি আপনিও পারবেন? অবশ্যই পারবেন। তবে প্রথম দিনে না, প্রথম মাসে না, এমনকি কখনো কখনো প্রথম বছরেও না।

দৃঢ় ইচ্ছা, পরিশ্রম করার মানসিকতা, লক্ষ্যে পৌঁছানোর আগ্রহ নিয়ে যদি একটা দীর্ঘ সময় লেগে থাকতে পারেন- তাহলে আপনার জন্য যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

যে কাজে অন্য একজন পারদর্শী হতে ৩ বছর লেগেছে, আপনি সেটা কখনো ৬ মাসে ক্র্যাক করতে পারবেন না। কখনোই না। আপনার মনে হবে আপনি পারবেন; তবে 'মনে হ‌ওয়া' এবং 'আসলেই হওয়া' এর মাঝে একটা সূক্ষ্ম পর্দা আছে। বাস্তবতা বড্ড ভিন্ন।

সময় আপনাকে দিতেই হবে। সেটা আপনি মাটি কাটেন, পাবলিক স্পিকার হন, অলিম্পিকে দৌড়ান, ভিডিও এডিটিং করেন, বিসিএসের প্রিপারেশন বলেন- যেটাই হোক না কেন!

সময় দিতেই হবে!

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০...
19/12/2023

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা

অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।

স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।

©

ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান?আগামি ২০ নভেম্বর শুরু হচ্ছে বেসিক টু এডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স।আরো ১৫ টি ...
16/11/2023

ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান?
আগামি ২০ নভেম্বর শুরু হচ্ছে বেসিক টু এডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স।
আরো ১৫ টি সিট আছে।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।

12/11/2023

স্নাতক শেষ করেও মিলছে না চাকরী,
আমি আপনি এরকম অনেকে পড়াশোনা শেষ করে চাকরীর আশায় বসে আছি আসলেই কি চাকরী পাওয়া টা সম্ভব? আমি বলব না, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন "চাকরি নয় ফ্রিল্যান্সার হও" সেখানে চাকরীর আশা করাটা বিলাসিতা মাত্র। চাইলেই আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে শেখা যাবে ফ্রিল্যান্সিং। দেশ উন্নত ও উন্নয়ন হচ্ছে আপনি হচ্ছেন তো? তাই আর দেরী না করে এখনই শুরু করে দিন ফ্রিল্যান্সিং এতে আপনার অনেকগুলো সুবিধা হবে যথা :- ১/ দেশের বেকরত্ব দূর হবে।
২/ নিজের স্কিল বৃদ্ধি হবে।
৩/ নিজের ব্যাক্তিগত স্বাধীনতা থাকবে।
৪/ অর্থনৈতিক অসচ্ছলতা দূর হবে।
৫/ আপনার ক্যারিয়ার গঠন হবে।

ডিজিটাল মার্কেটিং কোর্স এর উপর ৫০% স্কলারশিপ অফার চলছে। কোর্স টি করে নিজেকে বেকারমুক্ত করুন এবং দেশকে স্মার্ট করে তুলুন। বিস্তারিত জানতে ইনবক্সে করুন।📩📩📩📩

ফাইবার কি?ফাইবার হলো একটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে দক্ষ এবং চৌকস ফ্রিল্যান্সারদের আবির্ভাব ঘটে, তার ...
10/11/2023

ফাইবার কি?
ফাইবার হলো একটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে দক্ষ এবং চৌকস ফ্রিল্যান্সারদের আবির্ভাব ঘটে, তার সাথে আনাগোনা করতে থাকেন প্রয়োজনীয় কাস্টমাররা।

মূলত ফ্রিল্যান্সিং শিখে নেওয়ার পরে আপনার অর্জনকে কৃত জ্ঞানকে কাজে লাগিয়ে টাকা আয় করার যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলোর মধ্যে থেকে ফাইবার অন্যতম।

তাছাড়াও জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে থেকে ফাইবার কে একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়, কারণ এখানে প্রতিদিন কয়েক মিলিয়ন ইউনিক ভিজিটরের আগমন ঘটে।

ফাইবার কি? এই প্রশ্নের জবাব এক কথায় দিতে গেলে বলতে হবে, ফাইবার হলে একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি আপনার স্কিল কে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন।

আগামী মঙ্গলবার রাত ৮ টাই ফাইবার কি? এই বিষয়ের উপর ফ্রি লাইভ ক্লাস থাকবে আগ্রহীরা যোগাযোগ করুন।
সিট সংখ্যা ১০ টি ✅

Address

Rawjan
Chittagong

Telephone

+8801864538482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Fawous Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share