26/06/2025
যেখানে রথ চলছে, সেখানে প্রতিমা ভেঙে পড়ে আছে...
যেখানে উল্লাস হবার কথা ছিল, সেখানে ধ্বং*সের স্তূপ...
২০২৫-এর রথযাত্রার প্রাক্কালে ঢাকার নীলক্ষেত সার্বজনীন দূর্গা মন্দির সরকারিভাবে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আর সেই মন্দিরের প্রাণ, চিন্ময় কৃষ্ণ প্রভু—আজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
এই রথযাত্রা আমাদের বিজয়ের নয়, বরং আমাদের অস্তিত্বের প্রশ্ন তুলে দেয়।
হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাস আজ সরকারের গর্জনে থরথর করে কাঁপছে।
ভক্তরা রথ ঠেলছে, কিন্তু পেছনে পড়ে আছে প্রতিমার ভাঙা টুকরো, ধূলায় গড়াগড়ি খাচ্ছে আমাদের আত্মমর্যাদা।
👉 চোখ খুলুন। কণ্ঠস্বর তুলুন। কারণ নীরবতাই সবচেয়ে বড় সহযোগিতা।
#রথযাত্রা