Dreams of EMJA

Dreams of EMJA Assalamualikum! This page is about vlogging,travel vlogs and many more.pls support me & like my page.Thank you❤️

22/06/2025

আলুটিলা খাগড়াছড়ি

ঝুলন্ত ব্রিজ

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহর...
21/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।🙏
(collected)

খাওয়া-দাওয়ার জন্য দাওয়াত দেয়া একটি ভুল প্রথা।দাওয়াত হবে ঘুমের জন্য। রুম টেম্পারেচার হবে ২০ ডিগ্রি সেলসিয়াস। সাউন্ডপ্রুফ ...
16/06/2025

খাওয়া-দাওয়ার জন্য দাওয়াত দেয়া একটি ভুল প্রথা।
দাওয়াত হবে ঘুমের জন্য।

রুম টেম্পারেচার হবে ২০ ডিগ্রি সেলসিয়াস। সাউন্ডপ্রুফ রুমে থাকবে আধো আলো আধো অন্ধকারাছন্ন পরিবেশ! সাথে আরামদায়ক বিছানা, বালিশ আর কম্বল।

টেবিলে কয়েক রকম বালিশ আর কম্বল সাজানো থাকবে। দাওয়াতী লজ্জা লজ্জা কন্ঠে বলবেন, 'কিছুই আয়োজন করতে পারিনি। কম্বল কোনটা নেবেন বলেন!' পাশ থেকে অন্য কেউ অনুরোধের সুরে বলবেন,
'আরেক পিস বালিশ দেই?'

ঘন্টা কয়েক ঘুমিয়ে বিদায় নেয়ার সময় দাওয়াতী মন খারাপ করে বলবে, ''আপনি তো দেখি কিছুই ঘুমালেন না। পরের বার আসলে কিন্তু অবশ্যই নাক ডাকতে হবে😌

©

প্রেগন্যান্ট আপুরা,নতুন মায়েরা এইটা ভালো ফিল করতে পারবে🙂🙂

আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীবটা মানুষ—তাহলে আপনি এখনও উঁকুনকে বোধহয় গোনায় ধরেননি। হ্যাঁ, উঁকুন! সেই ক্ষুদ্র, ...
10/06/2025

আপনি যদি ভাবেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জীবটা মানুষ—তাহলে আপনি এখনও উঁকুনকে বোধহয় গোনায় ধরেননি। হ্যাঁ, উঁকুন! সেই ক্ষুদ্র, মাথার চুলে লুকিয়ে থাকা এক প্রাণী, যার জীবন ছোট হলেও নাটকীয়তায় ভরপুর। আজ আমরা জানব তার জীবনচক্র, জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত।

শুরুটা করছি উঁকুনের ডিম দিয়ে। তবে তার আগে লাগবে উঁকুন মা, যাকে আমরা মায়ের চেয়ে বেশি ‘চুলকানি দেবী’ বলতে পারি, চুলের গোড়ায় একটার পর একটা ডিম বসিয়ে দেন। বিজ্ঞানীরা একে বলেন “নিট” (nit)। আপনি বলতেই পারেন, "কি জ্বালা রে বাবা!" কিন্তু মা উঁকুনের জন্য এ এক গর্বের বিষয়। তিনি ভাবেন, “এই ডিমগুলো বড় হয়েই আমার রাজত্ব সামলে নেবে এরা।”

এই ডিম ফুটে বাচ্চা উঁকুন হতে সময় লাগে প্রায় ৭ থেকে ১০ দিন। তবে এটি আবহাওয়া, মাথার তাপমাত্রা, এবং চুলের জ্যামিতির উপর নির্ভর করে। গরম মাথা (মানে গরম আবহাওয়া) হলে দ্রুত ফোটে। ঠান্ডা মাথায় (মানে ঠান্ডা পরিবেশে) একটু সময় লাগে। অনেক নারীরা ভেজা মাথায় তোয়ালে মুড়িয়ে রাখেন তাদের মাথাতো উঁকুনের জন্য এক স্বর্গরাজ্য। একেতো ভ্যাপসা আবহাওয়া তার মধ্যে আবার স্নানের পানিতে মাথার ত্বকও নরম হয়ে থাকে। তাই কুটকুট করে রক্ত খেতে কি যে মজা লাগে!

ডিম ফুটে বের হবার সময় উঁকুন শিশুটি ভাবে, “ইয়াহু আমি আসছি পৃথিবী!” কিন্তু পৃথিবীটা আসলে একটা মাথা মাত্র। শিশুটি জানে না, সে এখন থেকে একটা চুলের জংগলে বাস করবে, যেটা মাঝে মাঝে শ্যাম্পু বৃষ্টিতে প্লাবিত হয়।

ডিম ফোটার পর উঁকুন হয়ে যায় "নিম্ফ"। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগের কিশোর রূপ। আপনি যেমন ক্লাস ফাইভে উঠে ভাবেন, “আমি বড় হয়ে গেছি”—উঁকুন নিম্ফও তাই ভাবে। কিন্তু না, ওকে এখনো বড় হতে আরও তিন ধাপ পার করতে হবে।

নিম্ফ দশা সাধারণত ৭-১০ দিন ধরে চলে। এই সময়টায় ও প্রতিদিন খায় মানুষে মাথার স্ক্যাল্প থেকে টুকটুক করে রস চুষে খায়। শুনতে ভৌতিক মনে হলেও উঁকুনের কাছে এটা লোভনীয় খাবার। আপনি যে মাথা চুলকানিতে অস্থির হচ্ছেন, উঁকুন তখন নিজের “চায়নিজ বুফে” নিয়ে ব্যস্ত!

নিম্ফ তিনবার চামড়া পাল্টায়, যেন মোবাইল গেমের লেভেল আপ করছে। প্রতিবার একটা আপগ্রেড! আর শেষে এসে—ডিং ডিং ডিং! সে পরিণত উঁকুন।

একবার পূর্ণবয়স্ক হলে উঁকুনের জীবন অনেকটা বলিউড সিনেমার মতো। খুব অল্প সময়, কিন্তু পুরোটাই ড্রামাটিক। উঁকুনের গড় আয়ু ৩০ দিন। কিন্তু এই এক মাসে যা করে—অনেকেই করতে পারে না এক জীবনে।

একটি স্ত্রী উঁকুন দিনে প্রায় ৮-১০টি ডিম পাড়ে। গোটা জীবনে প্রায় ১০০টা ডিম! মানে, চুলের গোড়ায় সে যেন "চুলকানি হোস্টেল" চালু করে দেয়।

উঁকুনের ভালোবাসা জীবনও অসাধারণ। একবার জোড়া বাঁধলেই—“টাইট বন্ধন”, মাফ নেই! ওরা একসাথে ঘুরে বেড়ায়, খায়, বাচ্চা তৈরি করে, চুলকানি বাড়ায়—অর্থাৎ “সুখী পরিবার, উঁকুনের জীবনধারা।” মাঝে মাঝে এজন্যই নখের মাঝে জোড়া উঁকুন ধরা পড়ে।

উঁকুনের এই ছোট্ট জীবন অনেক উত্তেজনাপূর্ণ, ঠিকই। কিন্তু এই উত্তেজনায় হঠাৎই নেমে আসে দুঃসময়—যখন মাথায় পড়ে মেডিকেটেড শ্যাম্পু। তখন উঁকুন ভাবে, “ও মা! সুনামি!”
বৃষ্টির মতো পড়ে শ্যাম্পু, চুলের জঙ্গলে আসে কম্বিং বিপ্লব। একে একে মারা যায় ডিম, নিম্ফ আর পূর্ণ উঁকুন। কারও পেট ভরা ছিল রক্তে, কেউ আবার সদ্য প্রেমে পড়েছিল—সবই শেষ।

তবে কিছু উঁকুন “চুলের গুহায়” লুকিয়ে পড়ে, তারা চিরকাল “বেঁচে থাকার রাজনীতি” করে। এই গেরিলা উঁকুনদের জন্যই মাথায় আবার ফিরে আসে চুলকানি, এবং চুলকানির সঙ্গে ফিরে আসে আরও এক ব্যাচ “ডিমবাহিনী”।

পুনশ্চ: বিমান সংরক্ষণের গল্পের কথা মনে আছে। ওটাও আমারি লেখা। যদি ভালো লাগে তাহলে জানাবেন। উৎসাহ পেলে লিখবো বৈকি!
-MKIR

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরী...
05/06/2025

যখন আপনি দীর্ঘ সময় (১৪-২৪ ঘণ্টা) না খেয়ে থাকেন, তখন আপনার শরীর একটি আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে। সে সময় শরীর নিজের পুরনো, নষ্ট, কিংবা অসুস্থ কোষগুলো “খেয়ে ফেলে” অর্থাৎ ভেঙে পুনর্ব্যবহার করে!
আর এই প্রক্রিয়ার নাম “অটোফ্যাজি” যার অর্থই হলো “নিজেকে খাওয়া”!

এতে কী হয় জানেন?
🔹 বয়সজনিত কোষ দূর হয়
🔹 প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয়
🔹 এমনকি ক্যান্সার বা অ্যালঝেইমারের মতো রোগের কোষও নষ্ট করতে শুরু করে!

এই পুরো প্রক্রিয়াটা শরীরের একটা প্রাকৃতিক ডিটক্স সিস্টেম। কোষের ভেতরের আবর্জনা, খারাপ প্রোটিন, নষ্ট মাইটোকন্ড্রিয়া সব পরিষ্কার হয়ে যায়। ফলে শরীর ভিতর থেকে সতেজ হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

সিয়াম পালনের মাধ্যমে আমরা মুসলিমরা দিনে প্রায় ১৪ ঘন্টা খালি পেটে থাকি এতে অটোফ্যাজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এই অসাধারণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, যিনি ২০১৬ সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার। 🏅

আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আপনি চাইলেই এই শক্তিশালী প্রক্রিয়াটি শুরু করতে পারেন শুধুই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে!

বয়স কমাতে চান? শরীরকে ভিতর থেকে সারাতে চান? রোগ প্রতিরোধ বাড়াতে চান?
তাহলে মাঝে মাঝে না খাওয়াটাই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি।

"নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষ...
02/06/2025

"নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!
কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।
রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষাদময়।
তাই ভাগ্য সুন্দর হওয়াটাই সবচেয়ে জরুরি-!💔🙂

02/06/2025

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার। Radiant fish world Cox's Bazar। সাগরতলের অনুভূতি।


# মাছ

02/06/2025

আমি সময় দেই তাদেরকে যাদের আমাকে প্রয়োজন

02/06/2025


১৫৩৪০২  বাংলাদেশী টাকা।  এটা শুধু আমার একটা পেইজের ২৮ দিনের আর্নিং। জাস্ট একটা এভারেজ আর্নিং। এটা দুই লাখ ও ক্রস করে কোন...
02/06/2025

১৫৩৪০২ বাংলাদেশী টাকা। এটা শুধু আমার একটা পেইজের ২৮ দিনের আর্নিং। জাস্ট একটা এভারেজ আর্নিং। এটা দুই লাখ ও ক্রস করে কোন মাসে এই পেইজে। তাছাড়া পি আর থেকেও আর্ণ করি।
আমার আরেকটা পেইজ এবং প্রফাইলের আর্নিং বাদই দিলাম। আমি ফুলটাইম সময় দিলে এটা ডাবল ট্রিপল হবে।
ফেইসবুকে মানুষ যা বলে তাই বিশ্বাস করবেন না। জানুন,বুঝুন। সেজন্যই এই পোস্ট দেয়া।
কন্টেন্ট এর কোয়ালিটি, আপনার কন্টেন্ট কতক্ষণ অডিয়েন্স দেখে,ততক্ষণে কয়টা এড পড়ে, এডের প্লেইসমেন্ট এর উপর আপনার আর্নিং ডিপেন্ড করে।
জগৎটা অনেক এগিয়ে গেছে।
চোখ কান বন্ধ করে যে যা বলে তাই বিলিভ না করে জানুন,পড়ুন,বুঝুন।
আমি আমার বিজনেস, জব,সংসার, দুই বাচ্চা সামলে, নিজের যত্ন নিয়েও দুটো পেইজট চালাই, আমার প্রফাইল থেকেও আর্ণ করি।
ইউটিউব চালাই, একটা গ্রুপ চালাই।
মোট কথা বলতে চাচ্ছি, পেইজের জন্য আমি জীবনে কিছুই বাদ দেই না, সাইডে সরিয়ে রাখি না, নিজেকে বঞ্চিত করিনা।
কারণ আমি বিশ্বাস করি গ্রোথে। জীবন উপভোগ করাতে।
তাই আমি মাল্টি টাস্কিং শিখেছি। টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং, ডিসিপ্লিন শিখেছি। চেষ্টা করি অপ্রয়োজনীয় মানুষের সাথে না মিশতে। সময় নষ্ট হয়।
শুধু কোয়ালিটি পিপলের সাথে মিশি যারা আমার মেন্টাল হাইট বোঝে, ভাইব বোঝে।
টাইম ইজ মানি। অযথা প্যাচাল পেড়ে আমি দশ মিনিট নষ্ট করিনা। সেই দশ মিনিট আমি ব্রেইন স্টর্মিং করলে সেই সময়টা আমার ডলারে কনভার্ট হয়।
আর সেই ডলার আমাকে আরও কন্টেন্ট, ফোকাসড এবং
প্রোডাক্টিভ থাকতে ইন্সপায়ার করে।
এরমানে এই না যে আমি একা বা আমার কোন বন্ধু নেই।
তবে আমার বন্ধু খুব লিমিটেড। ওদেরকে আমার নিজেকে এক্সপ্লেইন করতে হয় না।
কারণ ওরাও আমার মতোই। পারসোনাল গ্রোথে বিলিভ করে এবং সবাই যার যার নিজের অবস্থানে সমুজ্জ্বল।
আমি সময় দেই তাদেরকে, যাদের আমাকে প্রয়োজন।
আমার পেইজের অসংখ্য মানুষ যারা আমার কল পেয়েছেন বা টেক্সট পান তারা জানেন, আমি কোন লাভ লোকসানের হিসাব না করে তাদেরকে সময় দেই।
শুধু এটা ভেবে যে, আমার সাথে কথা বলে যদি কেউ বাঁচতে শেখে, তবে কেন নয়??
টাকা দিয়ে হেল্প করার সাধ্য আমার নাই, মোরাল সাপোর্ট তো দিতেই পারি।
মানুষের হেল্প করলে মনে আরাম লাগে, ঘুম ভালো হয়।
আমি আসলে আমার ঘুমটা অর্জন করি।
দ্যাটস ইট।
কেন এত কথা বললাম বা পারসোনাল ইনফো দিলাম??
এতে আমার কিছু আসবে যাবে না।
কিন্তু আমার এই লেখা পডে যদি আপনি কোন না কোন ভাবে নিজেকে টেনে হিঁচড়ে দাঁড় করান তবে এই যে দশ মিনিট ব্যয় করে এই লেখাটা লিখলাম, যেটা না লিখে আমি কন্টেন্ট নিয়ে কাজ করলে কয়টা ডলার আর্ণ করতাম, আমার সেই অর্থ এবং সময় ব্যয় করাটা সার্থক।
ভালো থাকুন।
প্রোডাক্টিভ থাকুন।

01/06/2025

ফেসবুকে ContentMonetization থেকে ইনকাম করা ভীষণ সহজ অন্তত আমি মনে করি। ই উ টি উ ব থেকেও ফেসবুকে ইনকাম করা অনেক বেশি সহজসাধ্য কারণ ফেসবুকে একটু সামান্য বাস্তব বুদ্ধি কাজে লাগালেই কিন্তু ইনকাম করা যায়।
প্রথমে বলি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রথমে একাউন্ট টা কে গ্রো করাতে হবে। মানে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়াতে হবে। এবার সেটা কিভাবে করবেন একটা খুব সহজ উপায় বলি?
1. ফ্লা ও য়া র গি ফ ট করুন। আপনার গি ফ ট করা ফ্লা ও য়া র থেকে যদি না আপনার ফলোয়ার বাড়ে তখন আমাকে বলবেন।
2. অবশ্যই কাজ করতে হবে। মানে শুধু ফ্লা ও য়া র গি ফ ট করলেই তো হবে না মানুষকে আপনার প্রোফাইল বা পেজে আটকে রাখতে হলে আপনাকে কাজ দেখাতে হবে। মানে আপনাকে ফটো পোস্ট করতে হবে ।ভিডিও পোস্ট করতে হবে ।কারণ কাজ না করলে টাকা আপনাকে কেউ দেবে না।
এবার বলি কিভাবে কাজ করবেন?
আপনার মধ্যে কোন ট্যালেন্ট নেই আমি ধরে নিলাম। আপনি ভিডিও বানাতে পারেন না। আপনি লিখতে পারেন না।। কপি পেস্ট করতে পারবেন তো?
1. লেখা কপি পেস্ট এর মাধ্যমে ফেসবুকে ইনকাম এখন অনেকেই করছে। এটার মধ্যে কোন ভুল নেই। কোন অন্যায় নেই । হ্যাঁ যদি লেখকের নাম জেনে থাকেন লেখার নিচে লেখকের নামটি অবশ্যই উল্লেখ করবেন। আর লেখকের নাম না জানা থাকলে সংগৃহীত কথাটি অবশ্যই লিখবেন। মানে হল অন্যের লেখাটি নিজের লেখা বলে চালাতে যাবেন না।
2. সারাদিনে কিছু ভালো করে ফটো তুলুন নিজের। কিংবা পরিবেশের ,প্রাকৃতিক সৌন্দর্য ,ফুল ,খাবার সেইগুলো দিয়ে কিছু লেখা কপি পেস্ট করে পোস্ট করে দিন।
এখন তো ভিডিওর থেকেও লেখা বা ফটোতে ইনকাম বেশি হচ্ছে।
3. এবার যদি নিজের ভিডিও বানাতে প্রবলেম হয় বা না পারেন সেক্ষেত্রে ভিডিও ডাউনলোড করুন। ভয়েসটা নিজে দেওয়ার চেষ্টা করুন দিয়ে ভিডিওটি যে কোন ভিডিও এডিটিং অ্যাপ এ গিয়ে এডিট করে রি পোস্ট করুন। কোন কপিরাইট আসবেনা ।শুধু মিউজিকটা একটু খেয়াল রাখবেন। মানে পারলে অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিকটা তৈরি করবেন।
4. এবার যদি বলেন কি ভয়েজ দেব সেক্ষেত্রে যে কাউকে অনুকরণ করুন।
5. আর যদি মনে হয় নিজে ভিডিও তৈরি করব কিন্তু নিজের ফেস দেব না সে ক্ষেত্রে আপনার বিভিন্ন সারা দিনের কাজ সেগুলোকে ভিডিও করতে পারেন ।রান্নার ভিডিও করতে পারেন এবং তার সাথে একটা ভয়েস এডিট করে দিতে পারেন। ভীষণ সহজ।
তবে ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু ফেসবুকের কাজটি আপনার জন্য নয়। আপনি দেখবেন আপনি কাজ করবেন যত রেগুলারিটি মেনটেন করে টাইম মেইন করে আপনার রিচ এনগেজমেন্ট তর তর করে বাড়বে। কিন্তু কাজ করতে করতে আপনি যদি সাত দিনের গ্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে এত দিনের কষ্টটা বৃথা চলে যাবে। আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে এবং নতুন করে কাজ করতে হবে।
আমার কথা মেনে কাজ করে দেখুন ফেসবুকে সাফল্য আসবেই আসবে। আমার ফলোয়ার কম এটা নিয়ে মাথা ঘামাবেন না ।কেউ কেউ 5000 ফলোয়ারেও ইনকাম করছে ।কেউ কেউ 50000 ফলোয়ারেও ইনকাম করতে পারছে না। সুতরাং followers does not matter.
অনেকের আবার ফেসবুকে কাজ করা নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে। মানে নিজেরা তো করতে পারেনা অন্য কেউ করলেও তাদের সমস্যা হয়।
আমি মনে করি রাস্তায় বসে পরনিন্দা পরচর্চা করার থেকে ঘরে বসে নিজের ফোনেতে নিজের ফেসবুকে নিজের পছন্দমত কাজ করে যদি দুটো পয়সা কেউ রোজগার করে সেটার মধ্যে কোন খারাপ কিছু নেই । হ্যাঁ অবশ্যই ফেসবুকে এসে অশ্লীলতা করাটাকে কখনোই আমি সাপোর্ট করিনা।😠

01/06/2025

Sea Mermaid restaurant


Address

Patenga
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreams of EMJA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category