
19/02/2025
চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বিদগ্ধ ব্যক্তিত্ব ফরিদা ইয়াসমিন বেবী রচিত 'জীবন সাগর'। বইটিতে লেখক তাঁর শৈশব থেকে শুরু করে যাপিত জীবনের খণ্ড খণ্ড স্মৃতিকথা তুলে ধরেছেন কথা-শিল্পের অপূর্ব মুন্সিয়ানায়। জীবনের অম্লমধুর স্মৃতির সাথে তিক্ত অভিজ্ঞতার কথা এলেও সুভাষণ প্রয়োগ-দক্ষতায় কাউকে আঘাত দেওয়া থেকে বিরত থেকেছেন সযত্নে। বইটি পাঠক প্রিয়তা পাওয়ার সমস্ত যোগ্যতা নিয়েই আগামীকাল ১৭-০২-২০২৫ খ্রি.তারিখ থেকে অমর ২১শে বইমেলা চট্টগ্রামের 'তৃতীয় চোখ (স্টল নং-)' এবং ঢাকা'র 'ঝুমঝুমি- স্টল নং-১৭২-১৭৩) তে উপস্থিত থাকবে ১৯-০২-২০২৫ খ্রি. তারিখ থেকে।
প্রচ্ছদ- শিল্পী মোমিন উদ্দীন খালেদ