
05/03/2023
সিলেটের বাইরে থাকা গার্লফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করতেছিলো,
- আচ্ছা শুনোনা! তোমরা যে কথায় কথায় সোদানির ফুয়া বলো, সেটার মানে কি?
এটার মানে বুঝাইতে গেলে সে খারাপ দিকে নিয়ে যাবে তাই বললাম, "সিলেটের মানুষ কাউকে অনেক বেশি আপন ভাবলে তাকে ভালোবেসে সোদানির ফুয়া বলে"
- ও আচ্ছা বুঝলাম, এজন্যই তোমার বন্ধুরা তোমাকে আর তুমি তোমার বন্ধুদের এটা বলো, আমি তো তোমার কেউ না, এজন্যই আমাকে কখনো এটা বলোনাই!
- আচ্ছা আচ্ছা! ভুল হয়েছে, বলবো এখন থেকে! এখন টাটা, একটু কাজ আছে, এক ঘন্টা পর আসতেছি!
১ঘন্টা পর যখন অনলাইনে আসলাম তখন তার মেসেজ,
"- এই জানো আমি কি করেছি? তুমি বলার পর আমি আব্বু, আম্মু, ছোট ভাই, আমার বান্ধবী তানিয়া সবাইরে সোদানির ফুয়া বলেছি, জানোই তো আমি তাদের কত্তটা ভালোবাসি!
- কিইইই! এটা কি করলে তুমিইই!
- তোমাকে বলিনাই বলে রাগ হচ্ছে? আরে বাবা রাগ করতেছো কেনো? এদের সবার থেকে বড় সোদানির ফুয়া তো তুমি🥰!