Tamanna's Cook Book

Tamanna's Cook Book Cooking | Decor| D.I.Y|Story Telling| Daily Vlog |Beauty | Lifestyle |Food


DM for Promotion
(18)

মিস ইউ মারিয়া। 😔
20/07/2025

মিস ইউ মারিয়া। 😔

19/07/2025

মন খারাপ ভাব ভালো করার চেষ্টা। ডেইলি ভ্লগ।

19/07/2025

কে যেন বলেছিল আমার মনে নেই," আপনি একটা ভালো খাবার খেলেও মানুষ আপনাকে হিংসা করবে।"
খুব ছোটবেলা থেকে হিউম্যান সাইকোলজি বুঝি।আমার সামনের মানুষের চোখ মুখের এক্সপ্রেশন দেখে আমি অনেকটা রিড করতে পারি। সবাই পারে কি না জানা নেই, আমি পারি।অনেক ভালো মানুষ আছেন যারা কিনা লোভ আর হিংসা টা পরিহার করতে পারেন না।এই লোভ আর হিংসার বশে অনেকে অনেক অদ্ভুত আচরণ করে থাকে।মহান আল্লাহ সবার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন এই কথাটা মাথায় থাকলে হিংসা বা লোভ কোনোই টা থাকার কথা না।
আল্লাহ সবাইকে সবর দিক। আমিন।

©Tamanna

চলে যাচ্ছি তাই মন খারাপ এলভিন ভাইয়াকে মিস করবো।আংকেল আন্টি আমাকে মিস করবে।
19/07/2025

চলে যাচ্ছি তাই মন খারাপ এলভিন ভাইয়াকে মিস করবো।আংকেল আন্টি আমাকে মিস করবে।

গবেষণায় দেখা গেছে, বিড়াল ভালোবাসেন এমন মানুষরা সাধারণত:❤️‍🔥ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী❤️‍🔥সৃজনশীল❤️‍🔥নিয়মে বাঁধা পড়তে চান...
18/07/2025

গবেষণায় দেখা গেছে, বিড়াল ভালোবাসেন এমন মানুষরা সাধারণত:

❤️‍🔥ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী

❤️‍🔥সৃজনশীল

❤️‍🔥নিয়মে বাঁধা পড়তে চান না

❤️‍🔥সংবেদনশীল ও চিন্তাশীল

আপনি কি জানেন?
বিড়ালের নরম গায়ে হাত বুলালে আমাদের মস্তিষ্কে "অক্সিটোসিন" নামক হরমোন নিঃসৃত হয়?
👉এটি শান্তি ও ভালো লাগা তৈরি করে😊
👉রক্তচাপ কমায়

👉উদ্বেগ কমাতে সাহায্য করে

তাই বিড়াল শুধু আদরের নয় – তারা ছোট্ট থেরাপিস্ট..

আমার আদর কমে গেল নাকি?
18/07/2025

আমার আদর কমে গেল নাকি?

17/07/2025

ঘরের সৌন্দর্য্য নষ্ট করে ক্যাটপ্রুফ করার কোনো দরকার দেখিনা।🙃

17/07/2025

জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধু ভালো পড়ানোই যথেষ্ট নয়, বরং কিছু মানবিক, পেশাদার এবং শিক্ষনীয় গুণাবলি প্রয়োগ করাও জরুরি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।

১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷

২. পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন।

৩. প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন।

৪. ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়।
চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫. প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷
প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬. মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷
ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন।
শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন।

৭. নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷
সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।
শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮. বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন।

৯. নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন।

১০. নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন।

১১. শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন।

১২. কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩. আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন।
______________
©paint with Ashraf

এই বিছানা আমার!
17/07/2025

এই বিছানা আমার!

17/07/2025

ুলাই_গণঅভ্যুত্থান_পুনর্জাগরণ - ২০২৫
ঘটনা শুধু ঘটনা নয়!!
ঘটনা আজীবন শিক্ষা হয়ে রয়!!
ভবিষ্যত পলিটিক্যাল গবেষকদের জন্য আওয়ামীলীগের পতন নিয়ে যথেষ্ট গবেষণার জায়গা রয়েছে... Suggested topic-
"Analyzing the Political Decline of Sheikh Hasina's Regime"
সকল রাজনৈতিক দলের জন্য একটা স্মরণীয় গাইডলাইনও হতে পারে এরকম গবেষণা 🫡

বৃষ্টির দিন মন ভালো নেই 😑
17/07/2025

বৃষ্টির দিন মন ভালো নেই 😑

hello pookies this is Maria and I am a Princess. ❤️
16/07/2025

hello pookies this is Maria and I am a Princess. ❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's Cook Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share