Moments of Afrin

Moments of Afrin Alhamdulillah for everything ❤️✨

Free Motion  প্রিয় ফিরোজ ভাই জীবনের নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। দোয়া ও ভালোবাসা রইলো...❤️
30/04/2024

Free Motion প্রিয় ফিরোজ ভাই জীবনের নতুন অধ্যায়ে আপনাকে স্বাগতম। দোয়া ও ভালোবাসা রইলো...❤️

এই গরমে বেশি কিছু না এমন একটা ফ্রিজ  হলে চলবে।🤍🍦🥹
22/04/2024

এই গরমে বেশি কিছু না এমন একটা ফ্রিজ হলে চলবে।🤍🍦🥹

তালগাছ এর পায়ে দাঁড়িয়ে,সব গাছ ছাড়িয়ে ।Location :Chandpur
20/04/2024

তালগাছ এর পায়ে দাঁড়িয়ে,
সব গাছ ছাড়িয়ে ।
Location :Chandpur

মাটির গর্তে যদি আখেরী স্থান হয়, তাহলে মাটির উপরে এত লাফালাফি কেন, মাটির দিকে তাকিয়ে বিনয়ী হও, অন্তত মাটি তোমার প্রতি ...
27/03/2024

মাটির গর্তে যদি আখেরী স্থান হয়,
তাহলে মাটির উপরে এত লাফালাফি কেন, মাটির দিকে তাকিয়ে বিনয়ী হও,
অন্তত মাটি তোমার প্রতি সদয় হবে। 🙂🤍

- পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না-   - মা থাকতে মায়ের মূল্য দিতে শিখুন..!🥰🖤🥀
23/03/2024

- পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না-
- মা থাকতে মায়ের মূল্য দিতে শিখুন..!🥰🖤🥀

যার মা নাই তার জীবনে দুঃখের শেষ নাই 😭কোনরকম দুষ্টুমি আর করব না মা কভুদোহাই লাগে লক্ষী মেয়ে আয় ফিরে আয় তবু।আজ থেকে তোর...
22/03/2024

যার মা নাই তার জীবনে দুঃখের শেষ নাই 😭
কোনরকম দুষ্টুমি আর করব না মা কভু
দোহাই লাগে লক্ষী মেয়ে আয় ফিরে আয় তবু।

আজ থেকে তোর সকল কথা শুনব আমি মা
সন্ধ্যার আগেই ভাঙব খেলা ডাকতে হবে না।

যেথায় তুমি খেলতে মানা করতে বারংবার
আজ থেকে সেই পুকুর পাড়ে খেলব না মা আর।

যে পাখি তোর চোখের জ্বালা তাও দেব মা ছেড়ে
লক্ষ্মী মা গো আমার কাছে আয়না এবার ফিরে।

তোর লাগি মা অনেক বড় খুশির খবর আছে
ফুল ধরেছে তোর লাগানো ঝিঙ্গে, শসা ,গাছে।

এত সুন্দর হয়েছে মা তোর লাগানো পুঁই
নিজের চোখে দেখলে মা গো উঠবে হেসে তুই।

লাল গাভীটা বাছুর দিছে ছা*গল দিছে ছা
মান অভিমান রেখে ওদের আয়রে দেখে যা।

কালকে আমি রেঁধেছি মা চড়ুইভাতির ভাত
ভাতগুলো মা হয় নি খারাপ পুড়ে ও নি মোর হাত।

এখন আমি রাঁধতে জানি কাটতে জানি শাক
এখন থেকে আমিই তোমার করব সকল পাক ।

সারাটা দিন থাকব আমি তোমার সাথে কাজে
তোমার সাথে মাজব কাপড় মাজব ঘরের মেঝে।

লক্ষীমেয়ে এবার উঠে আয় না তাড়াতাড়ি
তোরে ছাড়া ফিরতে আমি পারব না মা বাড়ি।

তোরে ছাড়া কেমন করে ফিরব রে মা বল
তুই ছাড়া মা কার আঁচলে মুচব চোখের জল।

তোমার মত আদর করে লইবে কে আর কোলে
রাত্রে আমি ঘুমাব মা কার গায়ে পা তুলে।

আদর করে কে শোনাবে ঘুম পাড়ানির গান
কাঁদলে আমি তোমার মত কে ভাঙ্গাবে মান।

এই জগতে যায় না থাকা মাগো তোমায় ছাড়া
আমিও যাব তোর সাথে মা একটুখানি দাঁড়া।😭😭

ফুল দেখলেই ছবি তুলে নেয়াটা আমার অভ্যাস!🌸🤍✨
21/03/2024

ফুল দেখলেই ছবি তুলে নেয়াটা আমার অভ্যাস!🌸🤍✨

Address

Chandpur
Chittagong

Telephone

+8801624992760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments of Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments of Afrin:

Share

Category