Sazzad Hasan

Sazzad Hasan For skill up yourselves, you can get important information from here.,
Future is Here.

07/03/2024

বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রীল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায় বাংলাদেশের কোম্পানিগুলোতে একজন ডিজিটাল মার্কেটার এর কাজের ক্ষেত্র যেরকম তৈরি হচ্ছে ঠিক সেভাবে অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কাজের জন্য ক্লায়েন্টরা প্রতিদন জব পোষ্ট করে যাচ্ছে।
অন্যসব স্কিলের তুলনায় ডিজিটাল মার্কেটিং শেখা সহজ বিধায় অনেকেই এই সেক্টরের দিকে আগ্রহী। ডিজিটাল মার্কেটিং শিখে অনেক অনলাইন থেকে ইনকাম করছে। হারবার আইটি ইনস্টিটিউট তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে এলো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং নতুন ব্যাচ..। এই কোর্সে আপনি লাইফটাইম সাপোর্ট পাবেন। তারই ধারাবাহিকতায় আপনার জন্য আগামী শুক্রবার ও শনিবার ফ্রী ক্লাসের আয়োজন করা হয়েছে। তাই আর দেরি না করে আপনার আসনটি নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন।
📍 আমাদের ঠিকানাঃ
ইনফিনিটি আইটি ইন্সটিটিউট
ইয়াহিয়া মার্কেট, ২য় তলা,
লালখান বাজার, চট্টগ্রাম।

📌 ভর্তি বিষয়ক তথ্য অথবা আরো বিস্তারিত জানতে,
☎ কল করুন: 01836406960, 01568 025591.

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
03/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম??

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰

🖤
27/02/2024

🖤

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি...
27/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।🥰🙂

জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন:জেদ আর আত্মবিশ্বাস🥰
23/02/2024

জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন:
জেদ আর আত্মবিশ্বাস🥰

স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করো🥰
22/02/2024

স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা কর,
পরিশ্রম কর এবং যাত্রাপথকে উপভোগ করো🥰

💙⌨️📕
21/02/2024

💙⌨️📕

 # ✅ নতুনদের জন্য ফ্রিল্যান্সিংযারা ফ্রিল্যান্সিং দুনিয়ায় নতুন, তাদের মধ্যে ২ টা ব্যাপার খুবই কমনঃ1. আমি ফ্রিল্যান্সিং শ...
21/02/2024

# ✅ নতুনদের জন্য ফ্রিল্যান্সিং

যারা ফ্রিল্যান্সিং দুনিয়ায় নতুন, তাদের মধ্যে ২ টা ব্যাপার খুবই কমনঃ
1. আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শিখব?
1. ফ্রিল্যান্সিং করে আমি কত টাকা ইনকাম করতে পারবো?

২ টা টপিক নিয়েই অল্প কিছু কথা বলি-

প্রথমতো, **ফ্রিল্যান্সিং শেখা যায় না! **
এ কথা শুনে কারও মাথায় বাজ পড়লেও এটাই সত্য। ফ্রিল্যান্সিং শেখা যায় না। ফ্রিল্যান্সিং হচ্ছে কাজ করার মাধ্যম। ঠিক যেমন চাকরি, কিংবা ব্যবসা।

*তাহল ফ্রিল্যান্সিং শেখার ব্যাপার টা কি?*

আসুন, সহজে বুঝাই।
*মেইন কথা হচ্ছে স্কিল।*
*ধরুন, একটা নতুন কোম্পানী অনলাইন প্রেজেন্স তৈরি করতে চাচ্ছে, তাহলে তার একটা ওয়েবসাইট দরকার।

**কে বানাবে?**
- একজন ওয়েব ডেভেলপার।

এখন ধরুন আমি ওয়েবসাইট বানাতে পারি।
তো আমি তাকে বললাম, আমি তোমার ওয়েবসাইট
৭ দিনের মধ্যে ৫০ হাজার টাকার বিনিময়ে **বানিয়ে দিবো, এবং সে যদি রাজি হয়, তাহলে এই পুরা প্রসেসটাই হচ্ছে ফ্রিল্যান্সিং।

এখানে কি হচ্ছে লক্ষ্য করুন।
* আমি প্রতিদিন ১০ টা-৪ টা অফিস করে তার ওয়েব সাইট বানাচ্ছি না। বরং ৭ দিনের মধ্যে যেকোন সময় আমার সুবিধা মতো কাজ করছি।
* তার থেকে মাসিক কোন স্যালারি নিচ্ছি না। বরং একবারে ফিক্সড অংকের টাকা নিচ্ছি।
So, আমি ফ্রিল্যান্সিং করছি।

কিন্তু, এই same কাজ আমি যদি তার অফিসে বসে করে দিতাম।
মাসিক ৩০ হাজার টাকা স্যালারি, সপ্তাহে ৫ দিন, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস - যদি এই ফরম্যাটে কাজ করি - তাহলে আমি একজন চাকুরীজীবী।

**অর্থাৎ, মেইন ব্যাপার টা হচ্ছে স্কিল।**
* আমি ওয়েবসাইট বানাতে পারি
* আমি মার্কেটিং করতে পারি
* আমি ভিডিও এডিটিং, এনিমেশন পারি
* আমি প্রোগ্রামিং জানি, প্রবলেম সলভিং করতে পারি
এ সব কিছুই হচ্ছে স্কিল।

আর আমি যদি এই স্কিল গুলা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট টাকার বিনিময়ে করে দিই, তাহলেই আমি ফ্রিল্যান্সার।
আর আমি যদি মাসিক স্যালারি নিয়ে, ১০ টা -৫ টা অফিস করি, তাহলে আমি চাকুরিজীবী।
So, আপনার যদি স্কিল থাকে, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন।

আমি সাধারণত বলি,
*স্কিল ∝ উপার্জন *
অর্থাৎ, আপনি যত বেশি দক্ষ হবেন, ততবেশি উপার্জন করবেন।
দক্ষতার আবার ২ টা প্যারামিটার আছে।
নির্দিষ্ট কাজের প্রতি দক্ষতা, আর কাজ নেবার মতো দক্ষতা।

এখন যদি আপনার স্কিলআপ হওয়ার মানসিকতা থাকে তাহলে শুরু করুন ফ্রিল্যান্সিং।

আই টি ক্যারিয়ার ডেভলপমেন্ট আগ্রহীদের জন্য দারুন সুযোগ! 🎉২৬,০০০ মূল্যের অনলাইন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে পাচ্ছেন...
20/02/2024

আই টি ক্যারিয়ার ডেভলপমেন্ট আগ্রহীদের জন্য দারুন সুযোগ! 🎉

২৬,০০০ মূল্যের অনলাইন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে পাচ্ছেন নিশ্চিত ৭০% স্কলারশিপ। এই সুযোগে নিজের দক্ষতা বাড়িয়ে গড়ে তুলুন স্মার্ট ক্যারিয়ার।

*স্কলারশিপ টি পেতে আজই যোগাযোগ করে আমাদের ফ্রি ক্লাসে অংশগ্রহন করতে রেজিস্ট্রেশনটি করে ফেলুন এখনই।

📲 বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01568 025591, 01836 406960(আমাদের সাথে যোগাযোগের সময়ঃ সকাল ১০ টা – সন্ধ্যা ৬টা পর্যন্ত)

 ❤
19/02/2024


Address

Chittagong
Chittagong

Telephone

+8801568025591

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sazzad Hasan:

Share