21/02/2024
# ✅ নতুনদের জন্য ফ্রিল্যান্সিং
যারা ফ্রিল্যান্সিং দুনিয়ায় নতুন, তাদের মধ্যে ২ টা ব্যাপার খুবই কমনঃ
1. আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শিখব?
1. ফ্রিল্যান্সিং করে আমি কত টাকা ইনকাম করতে পারবো?
২ টা টপিক নিয়েই অল্প কিছু কথা বলি-
প্রথমতো, **ফ্রিল্যান্সিং শেখা যায় না! **
এ কথা শুনে কারও মাথায় বাজ পড়লেও এটাই সত্য। ফ্রিল্যান্সিং শেখা যায় না। ফ্রিল্যান্সিং হচ্ছে কাজ করার মাধ্যম। ঠিক যেমন চাকরি, কিংবা ব্যবসা।
*তাহল ফ্রিল্যান্সিং শেখার ব্যাপার টা কি?*
আসুন, সহজে বুঝাই।
*মেইন কথা হচ্ছে স্কিল।*
*ধরুন, একটা নতুন কোম্পানী অনলাইন প্রেজেন্স তৈরি করতে চাচ্ছে, তাহলে তার একটা ওয়েবসাইট দরকার।
**কে বানাবে?**
- একজন ওয়েব ডেভেলপার।
এখন ধরুন আমি ওয়েবসাইট বানাতে পারি।
তো আমি তাকে বললাম, আমি তোমার ওয়েবসাইট
৭ দিনের মধ্যে ৫০ হাজার টাকার বিনিময়ে **বানিয়ে দিবো, এবং সে যদি রাজি হয়, তাহলে এই পুরা প্রসেসটাই হচ্ছে ফ্রিল্যান্সিং।
এখানে কি হচ্ছে লক্ষ্য করুন।
* আমি প্রতিদিন ১০ টা-৪ টা অফিস করে তার ওয়েব সাইট বানাচ্ছি না। বরং ৭ দিনের মধ্যে যেকোন সময় আমার সুবিধা মতো কাজ করছি।
* তার থেকে মাসিক কোন স্যালারি নিচ্ছি না। বরং একবারে ফিক্সড অংকের টাকা নিচ্ছি।
So, আমি ফ্রিল্যান্সিং করছি।
কিন্তু, এই same কাজ আমি যদি তার অফিসে বসে করে দিতাম।
মাসিক ৩০ হাজার টাকা স্যালারি, সপ্তাহে ৫ দিন, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস - যদি এই ফরম্যাটে কাজ করি - তাহলে আমি একজন চাকুরীজীবী।
**অর্থাৎ, মেইন ব্যাপার টা হচ্ছে স্কিল।**
* আমি ওয়েবসাইট বানাতে পারি
* আমি মার্কেটিং করতে পারি
* আমি ভিডিও এডিটিং, এনিমেশন পারি
* আমি প্রোগ্রামিং জানি, প্রবলেম সলভিং করতে পারি
এ সব কিছুই হচ্ছে স্কিল।
আর আমি যদি এই স্কিল গুলা নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট টাকার বিনিময়ে করে দিই, তাহলেই আমি ফ্রিল্যান্সার।
আর আমি যদি মাসিক স্যালারি নিয়ে, ১০ টা -৫ টা অফিস করি, তাহলে আমি চাকুরিজীবী।
So, আপনার যদি স্কিল থাকে, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন।
আমি সাধারণত বলি,
*স্কিল ∝ উপার্জন *
অর্থাৎ, আপনি যত বেশি দক্ষ হবেন, ততবেশি উপার্জন করবেন।
দক্ষতার আবার ২ টা প্যারামিটার আছে।
নির্দিষ্ট কাজের প্রতি দক্ষতা, আর কাজ নেবার মতো দক্ষতা।
এখন যদি আপনার স্কিলআপ হওয়ার মানসিকতা থাকে তাহলে শুরু করুন ফ্রিল্যান্সিং।