
06/01/2024
জীবন নামের গল্পে নানা চরিত্রের সমাহার।
কেউ সুখ খুঁজে নেতার পেছনে ঘুরে,কেউ খুঁজে নারীর পেছনে,আবার কেউ সুখ পাই রবের ডাকে সাড়া দিয়ে।
কেউ বুঝে নিজ জীবনের পেছনে নিজেই ঘুরার মধ্যে যত সুখ আর সার্থকতা বাকি সব আজ আছে কাল নাই।
অনেকে আছে, যেখানে যেমন চলব তেমন এই বাণীতে বিশ্বাসে।
কারো ঘুম আসে বিসমিল্লাহ বলে বালিশে মাথা লাগিয়ে কারো আবার গুড বাই জানু শুনে ☺️অাবার কারো ঘুম আসে না চিন্তার ভারে।
কারো আবার সময়ের তালে সুখ যায় দুঃখ আসে আবার কারো সাথে বিপরীতও হয় বটে।
বি:দ্র-স্টাটাস লেখার অভ্যাস নাই 🤗