Miftahul Jannah -জান্নাতের চাবি

Miftahul Jannah -জান্নাতের চাবি ٱلسَّلَامُ عَلَيْكُمْ, As-salāmu ʿalaykum
﷽Ällāh﷽
Bismillahir Rahmanir Raheem

I love Allah
(2)

শুনে রাখুন বোনেরা, এখন থেকে কেউ আপনাকে মোটা বললে আপনিও তাদেরকে কাছে শুনিয়ে দেবেন।  🤣🤣🤣🤣🤣
01/09/2025

শুনে রাখুন বোনেরা, এখন থেকে কেউ আপনাকে মোটা বললে আপনিও তাদেরকে কাছে শুনিয়ে দেবেন। 🤣🤣🤣🤣🤣

স্ত্রীকে কষ্ট দেয়া নিষেধরাসুলুল্লাহ (সাঃ) বলেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেনা। স্ত্রীর দু-একটি ...
30/08/2025

স্ত্রীকে কষ্ট দেয়া নিষেধ

রাসুলুল্লাহ (সাঃ) বলেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেনা। স্ত্রীর দু-একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক ভালো গুন আছে। যা পুরুষের জীবনে কল্যান বয়ে আনে (মুসলিম, হাদিস নম্বর, ১৪৬৯)

অন্য হাদিসে এসেছে,

তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই, যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে।

তিরমিজি, হাদিস নম্বর ১১৬২)

স্বামী-স্ত্রীর ভালোবাসা উক্তি মানেই একটি পবিত্র সম্পর্কের মর্মস্পর্শী প্রকাশ। বিবাহ শুধু সামাজিক বন্ধন নয়, বরং হৃদয়ের গভ...
29/08/2025

স্বামী-স্ত্রীর ভালোবাসা উক্তি মানেই একটি পবিত্র সম্পর্কের মর্মস্পর্শী প্রকাশ। বিবাহ শুধু সামাজিক বন্ধন নয়, বরং হৃদয়ের গভীর সংযোগ যেখানে দুইটি মানুষ একে অপরের সুখ-দুঃখের সঙ্গী হয়ে যায়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে ভালোবাসার স্পর্শ মেলে ধরে সম্পর্কের সৌন্দর্য। একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমেই গড়ে ওঠে একটি শক্তিশালী বৈবাহিক জীবন।

"তাহাজ্জুদ এবং ফজর"একসাথে আদায়কারী ব্যাক্তির দু'আ ছুড়ে দেওয়া ধনুকের তীরের ন্যায় কবুল হয়.!ইন-শা-আল্লাহ।
27/08/2025

"তাহাজ্জুদ এবং ফজর"
একসাথে আদায়কারী ব্যাক্তির দু'আ ছুড়ে দেওয়া ধনুকের তীরের ন্যায় কবুল হয়.!

ইন-শা-আল্লাহ।

কিন্তু দিনশেষে দেখা যায় এইসব ভাবীরাই বেশি কষ্ট পায় তার শ্বশুর বাড়ির কাছ থেকে। আর ওইসব ভাবীরাই সুখে থাকে যারা কুটনামি ...
26/08/2025

কিন্তু দিনশেষে দেখা যায় এইসব ভাবীরাই বেশি কষ্ট পায় তার শ্বশুর বাড়ির কাছ থেকে। আর ওইসব ভাবীরাই সুখে থাকে যারা কুটনামি করে ভাই এর সাথে মা-বোনের সম্পর্ক নষ্ট করে। সবারই উচিত সময় থাকতে মানুষের মূল্য বোঝা। কারণ একটি মেয়ে তার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে কষ্ট পেতে পেতে একসময় ঘুরে দাঁড়ায়। তখন ওই মেয়েটাকে ফিরিয়ে আনতে চাইলেও পারবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমীন

আল্লাহ যে বান্দাকে বেশি ভালবাসে, তার মনের আশাগুলো একটু দেরীতেই পূরণ হয় ।কারণ তার ইবাদত আল্লাহ পছন্দ করেন। সবরের মাধ্যমে...
25/08/2025

আল্লাহ যে বান্দাকে বেশি ভালবাসে, তার মনের আশাগুলো একটু দেরীতেই পূরণ হয় ।কারণ তার ইবাদত আল্লাহ পছন্দ করেন। সবরের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন। যে বান্দা এই পরীক্ষায় উতরে যায় সেই তো জান্নাতের দাবিদার।
তাই হাজার দোয়ার পরও যদি আপনার মনের আশা পূরণ না হয় তাহলে কিন্তু আল্লাহকে ডাকা ভুলবেন না আল্লাহ তো কষ্টের পর সুখ লিখে রেখেছেন। একদিন আপনার সকল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তে একমাত্র আল্লাহই পরিণত করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার সকল দোয়া খুব শীঘ্রই পূরণ করবেন।
আমিন

আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা নিজেদের স্ত্রীকে গুরুত্ব দেয় না কিন্তু আশেপাশের মানুষের কথাকে গুরুত্ব দেয়। পাশের বাসা...
24/08/2025

আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা নিজেদের স্ত্রীকে গুরুত্ব দেয় না কিন্তু আশেপাশের মানুষের কথাকে গুরুত্ব দেয়। পাশের বাসার ভাবি কি বলে সেটা শুনে ,কিন্তু নিজের স্ত্রীর কথা শোনে না। আসলে ওই পুরুষের উন্নতি মন থেকে কে চায় সে সেটা জানে না ।অনেক সময় নিজের বাবা-মাও স্বার্থ দেখে কিন্তু নিজের স্ত্রীর স্বার্থ শুধুমাত্র তার স্বামীর স্বার্থের সাথে জড়িত। স্বামী ভাল থাকলে স্ত্রী ভালো থাকবে সে কথাটা মেয়েটি জানে। সমাজের কয়েকটা ঘটনাকে বাদ দিলে কিন্তু বেশিরভাগ দেখা যায় যে স্ত্রীরা তাদের স্বামীর উন্নতি জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে।
তাই যে সব স্ত্রী তার স্বামীকে ছাড়া আর কিছু বুঝে না সেই সব ক্ষেত্রে স্বামীরও উচিত তার স্ত্রীকে গুরুত্ব দেওয়া ,ভালোবাসা।

সব ননদ কিন্তু এক নয় ,কিছু কিছু ননদ আছে ভাবির সাথে বন্ধুর মতো থাকে। কিছু ননদ আছে ভাবির শত্রু । ভাবির সুখ দেখলে মাথা ব্যথ...
23/08/2025

সব ননদ কিন্তু এক নয় ,কিছু কিছু ননদ আছে ভাবির সাথে বন্ধুর মতো থাকে। কিছু ননদ আছে ভাবির শত্রু । ভাবির সুখ দেখলে মাথা ব্যথা করে । তারাই মূলত মার কানে ফুসুর ফুসুর করে ,ভাবির বদনাম করে। যাইহোক এমন আপু যদি থেকে থাকেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্টের কারণ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন, আমিন।

🤲🕋🕋🤲
20/08/2025

🤲🕋🕋🤲

"তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।"ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُ...
19/08/2025

"তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।"

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

"আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!"
~(সূরা ইউসুফ, আয়াত ৮৬)।

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন!!

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে, "আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!"
~(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)।✨💖

শয়তান থেকে আত্মরক্ষার জন্য বান্দা দশটি কাজ করতে পারে:১. আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে।২. সূরা ফালাক ও সূরা নাস ...
19/08/2025

শয়তান থেকে আত্মরক্ষার জন্য বান্দা দশটি কাজ করতে পারে:
১. আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে।
২. সূরা ফালাক ও সূরা নাস পড়বে।
৩. আয়াতুল কুরসি পড়বে।
৪. সূরা বাকারা পড়বে।
৫. সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়বে।
৬. সূরা গাফেরের শুরু অংশ পড়বে।
৭. বেশি বেশি বলবে:
“لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ”
৮. আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে।
৯. বেশি কথা, বেশি দেখা আর বেশি খাওয়া এড়িয়ে চলবে।
১০. আর মানুষের ভিড় থেকে দূরে থাকবে।

-ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ
বদায়েউল ফাওয়ায়েদ (২/২৬৭)


"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন!আমিন🤲 #আল্লাহ্
18/08/2025

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন!আমিন🤲
#আল্লাহ্

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miftahul Jannah -জান্নাতের চাবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miftahul Jannah -জান্নাতের চাবি:

Share