Miftahul Jannah -জান্নাতের চাবি

Miftahul Jannah -জান্নাতের চাবি ٱلسَّلَامُ عَلَيْكُمْ, As-salāmu ʿalaykum
﷽Ällāh﷽
Bismillahir Rahmanir Raheem

I love Allah
(2)

আপনি কি কখনো মানুষের কাছে নিজের নরম মনটাকে প্রকাশ করে ধোঁকা খেয়েছেন? তাহলে বলবো আজই আপনি শক্ত হয়ে যান। মানুষ কিন্তু  স...
16/07/2025

আপনি কি কখনো মানুষের কাছে নিজের নরম মনটাকে প্রকাশ করে ধোঁকা খেয়েছেন? তাহলে বলবো আজই আপনি শক্ত হয়ে যান। মানুষ কিন্তু সুযোগ খুঁজতে থাকে কিভাবে আপনাকে আপনাকে বারবার ঠকানো যায়।
এই দুনিয়া নরম মানুষের জন্য নয়।

একটা মেয়েকে যখন আপনি আপনার ঘরে বউ বানিয়ে নিয়ে আসবেন তখন একটা কথা চিন্তা করবেন যে মেয়েটি এতদিন একটা অন্য পরিবেশে ছিল ...
15/07/2025

একটা মেয়েকে যখন আপনি আপনার ঘরে বউ বানিয়ে নিয়ে আসবেন তখন একটা কথা চিন্তা করবেন যে মেয়েটি এতদিন একটা অন্য পরিবেশে ছিল । আপনার পরিবারের যে পরিবেশ সেই পরিবেশে খাপ খাইয়ে নিতে মেয়েটির কষ্ট হবে, সময় লাগবে। এমন অনেক পরিবারই দেখেছি যে তারা মেয়েটিকে পরিবারের চালচলনের সাথে ধাতস্থ হওয়ার জন্য কোন সময় দেয় না । তার ফলে দেখা যায় মেয়েটির মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি মনোভাবের সৃষ্টি হয় । এর থেকেই অনেক মেয়ে কিন্তু শ্বশুর পরিবারের মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং এর কারনে মেয়েটি খারাপ বলে সবার কাছে পরিচিত হয় । আসলে মেয়েটি খারাপ হয়েছে আপনার কারণে । আপনি তাকে সুযোগ দেননি তাই।
#পরিবার

আমার নিজের দেখা মতে এমন অনেক পরিবার আছে যেখানে শাশুড়ি তার বউকে তার পরিবার, তার কাজকর্ম ,তার চালচলন, ইত্যাদি নিয়ে  কথা ...
13/07/2025

আমার নিজের দেখা মতে এমন অনেক পরিবার আছে যেখানে শাশুড়ি তার বউকে তার পরিবার, তার কাজকর্ম ,তার চালচলন, ইত্যাদি নিয়ে কথা শোনায়। দেখা যায় বউটাও উল্টো তার শাশুড়িকেও অনেক কথা শোনায়। তাও তো দেখা যায় যে দিনশেষে এক ঘরেই আছে । কিন্তু ছেলেরা একবার চিন্তা করে সেই কথাগুলোই যদি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে শুনে তাহলে কি কখনো আপনি আর সংসারটা করবেন? করবেন না, তাই না? ছেলেদের মন-মানসিকতা আছে তাহলে কি মেয়েদের মন মানসিকতা নেই? সুতরাং সব ছেলেরই উচিত যদি ঘরে এমন সমস্যা থাকে তাহলে দুই পক্ষকে নিয়ে সুন্দর করে বসে দুই পক্ষকে বুঝিয়ে বলা। দুই পক্ষকেই সমানভাবে দেখা। কারণ মা আর বউ দুজনই আপনার আপন। যদি বউ দোষ করে তাহলে বউকে বুঝিয়ে বলা আর যদি মা দোষ করে তাহলে মাকে বুঝিয়ে বলা। এভাবেই তো একটা সংসার সুখের হয়।

এই কথাটা সবার জীবনের সাথে না ও মিলতে পারে। এমন অনেক কাপুরুষ এখনো আছে যারা আসলে সৌন্দর্যটাই দেখে এবং পরকীয়া করে একটা সংস...
11/07/2025

এই কথাটা সবার জীবনের সাথে না ও মিলতে পারে। এমন অনেক কাপুরুষ এখনো আছে যারা আসলে সৌন্দর্যটাই দেখে এবং পরকীয়া করে একটা সংসার ভেঙে ফেলে। তবে সব পুরুষ তো এক নয়। আমার দেখা এমন অনেক পরিবার আছে যেখানে ভাঙ্গন হয় শুধুমাত্র নারীর জেদের কারণে বা নারীর খারাপ আচরণের কারণে। আসলে একটা সুন্দর থাকে দুই পক্ষেরই কিছু সেক্রিফাইস, ও কিছু ভালো অবদানের মাধ্যমে। তবে তবে নারীদের একটা বড় সমস্যা হচ্ছে গীবত । এই গীবত করা থেকে বিরত থাকতে পারলে নারীরা বেশিরভাগই কিন্তু বেশ ভালো থাকে।

কারো সমালোচনা করতে কিন্তু যোগ্যতা লাগে না। কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে।মানুষ অন্যের দোষ খোঁজে সারাদিন যেই সময় নষ্ট...
10/07/2025

কারো সমালোচনা করতে কিন্তু যোগ্যতা লাগে না। কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে।

মানুষ অন্যের দোষ খোঁজে সারাদিন যেই সময় নষ্ট করে, তার অর্ধেক যদি নিজের মেধা কাজে লাগানোর কাজ করতো তাহলে সে উন্নিত উচ্চ শিখরে পৌছাতে পারতো।অন্যের দোষ খোঁজা বা সমালোচনা করা আমাদের সমাজে খুব সাধারণ একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। অন্যের দোষ খোঁজার বদলে নিজের ভুল/ত্রুটি খুঁজে বের করা আরও গুরুত্বপূর্ণ, এই কথাটা মানুষ বুঝেন না, বা বুঝতে চান না।
#সমালোচনা

কিছু কিছু সংসার দেখলে মন থেকে দোয়া আসে। মনে শান্তি লাগে যখন দেখি স্বামী-স্ত্রী খুব সুন্দর ভাবে তাদের সংসারটা মেইনটেইন ক...
10/07/2025

কিছু কিছু সংসার দেখলে মন থেকে দোয়া আসে। মনে শান্তি লাগে যখন দেখি স্বামী-স্ত্রী খুব সুন্দর ভাবে তাদের সংসারটা মেইনটেইন করছে । আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার প্রতিটি বিবাহিত দম্পতিকে সুখী এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন । সবার মধ্যে যাতে সেক্রিফাইস করার মানসিকতা থাকে তাহলেই তো একটা সংসারে সুখ আসবে। আমিন।

এটা শুধু মনোবিজ্ঞানীদের কথা নয় এটা ইসলামের ও কথা । এর জন্যই তো স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী বা better half। তাছাড়া ...
09/07/2025

এটা শুধু মনোবিজ্ঞানীদের কথা নয় এটা ইসলামের ও কথা । এর জন্যই তো স্ত্রীদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী বা better half। তাছাড়া স্ত্রীরাও চেষ্টা করে কিভাবে তার স্বামী সে কষ্ট বা টেনশন থেকে উদ্ধার হবে সে ব্যবস্থা করা। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু মেয়ে স্বামীর কষ্টটা বহন করতে চায় না শুধু মাত্র তার সুখটা পেতে চায়। সেসব মেয়ে আসলে কখনো দীর্ঘস্থায়ী সুখী হতে পারেনা। ওই নারী তো আসল সুখী যে হচ্ছে তার স্বামীর ভরসার জায়গা ♥️

Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Ishak, Aysha Santa, Shila Das, S M Tanbir, Amir Hasan...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Ishak, Aysha Santa, Shila Das, S M Tanbir, Amir Hasan, Joyram Salia, Mofidul Islam, Kmita Mita, তুই আমার কলিজা, Khaleda Akther Parul, Razib Khan, Sufia Khatun, Mst Nargis, Khalid Nasrullah, Pritom Mojumder, Musfiqa Jannat, Rita Karmakar, Md Sogir Dhali, তায়্যিবার ছোঁয়া তায়্যিবার আম্মু, Mth Shanto Mth Shanto, Zobada Khanom, নোমান সালমান, Md Youshuf, Fatema Sumaiya, Anika Afrin, Nahid NahidMomtaz, Tabshir Uddin Sharaf, Sabiha Ikram, Marjana Ammu, Md Saiful, Kakuli Khatun, Md Kamrul Hassan, Akhi Islam, Akhtar Mim, Habibullah Mahmud, Noor Islam, Babul Farazi, Skr Ak

বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে !হে মহান আল্লাহ বাংলাদেশকে সকল বিপদ থেকে স্থায়ীভাবে মুক্তি দান করুন,আমীন। #ফেনীতে যেনো আর কখনও ...
08/07/2025

বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে !হে মহান আল্লাহ বাংলাদেশকে সকল বিপদ থেকে স্থায়ীভাবে মুক্তি দান করুন,আমীন।

#ফেনীতে যেনো আর কখনও সেই দিনের মতো #বন্যা ফিরে না আসে…
গতবারের সেই দুর্বিষহ দিনগুলোর কথা এখনও চোখের সামনে ভাসে। ভাঙা ঘর, ভেজা বিছানা, আতঙ্কে দিন-রাত পার… কত মানুষ হারিয়েছিল স্বপ্ন, কত পরিবার হয়েছিল নিঃস্ব।

#হে আল্লাহ!
ফের যেনো এমন কঠিন সময় আমাদের ওপর না আসে।
#ফেনী কে তুমি হেফাজতে রাখো,🤲🌧️💔

#ফেনি #বন্যা #আল্লাহ_রক্ষা_করুন #দোয়া

08/07/2025

I got over 4,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

মেয়েদের নিজের বলতে কিছুই নেই। জন্ম থেকে তাদেরকে শুনতে হয় "তোমরা তো এ  বাড়িতে কয়েকদিনের মেহমান মাত্র । তোমার আসল ঠিকা...
07/07/2025

মেয়েদের নিজের বলতে কিছুই নেই। জন্ম থেকে তাদেরকে শুনতে হয় "তোমরা তো এ বাড়িতে কয়েকদিনের মেহমান মাত্র । তোমার আসল ঠিকানা তো তোমার স্বামীর বাড়ি"। কিন্তু সেই স্বামীর বাড়ি গিয়ে শুনতে হয় "ঠিকমত চলো না হলে কিন্তু বাপের বাড়ি পাঠায় দিবো।" আসলে মেয়েদের নিজস্ব বলতে কোন বাড়ি নেই। হয়তোবা মেয়েটি তার মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটির ঘরটা নিজের করতে পারে শুধুমাত্র।😓

মেয়ে মানুষরা একটু আধটু আহ্লাদীপনা করবে। তাদের এই আহ্লাদীপনা করার জায়গা শুধুমাত্র তার বাবা এবং তার স্বামীর কাছে। সবার ত...
06/07/2025

মেয়ে মানুষরা একটু আধটু আহ্লাদীপনা করবে। তাদের এই আহ্লাদীপনা করার জায়গা শুধুমাত্র তার বাবা এবং তার স্বামীর কাছে। সবার তো বাবা থাকে না তাই হয়তো বা মাঝে মাঝে স্বামীর সাথে অভিমান করে। কিন্তু সবার মন মানসিকতা এক না। কিছু কিছু পুরুষ বলে ঢং। অভিমান করলে উল্টো মার খেতে হয় কাউকে । না হলে পেতে হয় মানসিক যন্ত্রণা। একটা সময় সেই আহ্লাদী আদুরে মেয়েটি হয়ে যায় পাথরের থেকেও কঠিন কারণ সে তো বাস্তবতা টের পেয়ে যায়।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miftahul Jannah -জান্নাতের চাবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miftahul Jannah -জান্নাতের চাবি:

Share