
06/11/2024
জন্মদিনের শুভেচ্ছা মা ও বাবা আমার।, আজকের এই দিনে তোমরা পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেই ভাবে আলোকিত করেছ, দোয়া করি আল্লাহ যেনো তোমাদের জীবন ও ঠিক সেভাবে আলোকিত করে রাখেন।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তোমরা । আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমাদের মতো ছেলে ও কন্যা সন্তান আমাদের দান করেছেন। সন্তান রা আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত। যে ঘরে একজন কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরে একটা জান্নাত জন্ম নেয়। কন্যা সন্তানকে বাবাদের রাজকন্যা বলা হয়ে থাকে। ছেলে সন্তানকে রাজকুমার বলা হয়ে থাকে। সন্তানদের কে নিয়ে বাবা মায়ের হাজারো আবেগ, অনুভূতি জড়িয়ে থাকে। দোয়া করি আল্লাহর দ্বীনের জন্য যেন আল্লাহ তোমাদের কবুল করে নেয়, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।