Md Shahidul Islam Rimon

Md Shahidul Islam Rimon all item

জন্মদিনের শুভেচ্ছা মা ও বাবা আমার।, আজকের এই দিনে তোমরা পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেই ভাবে আলোকিত করেছ, দোয়া করি আল্লাহ য...
06/11/2024

জন্মদিনের শুভেচ্ছা মা ও বাবা আমার।, আজকের এই দিনে তোমরা পৃথিবীতে এসে আমাদের ঘরকে যেই ভাবে আলোকিত করেছ, দোয়া করি আল্লাহ যেনো তোমাদের জীবন ও ঠিক সেভাবে আলোকিত করে রাখেন।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তোমরা । আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমাদের মতো ছেলে ও কন্যা সন্তান আমাদের দান করেছেন। সন্তান রা আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত। যে ঘরে একজন কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরে একটা জান্নাত জন্ম নেয়। কন্যা সন্তানকে বাবাদের রাজকন্যা বলা হয়ে থাকে। ছেলে সন্তানকে রাজকুমার বলা হয়ে থাকে। সন্তানদের কে নিয়ে বাবা মায়ের হাজারো আবেগ, অনুভূতি জড়িয়ে থাকে। দোয়া করি আল্লাহর দ্বীনের জন্য যেন আল্লাহ তোমাদের কবুল করে নেয়, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।

জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে, এগুলো মেনে নিতে হবে! এটাই জীবন...
28/09/2024

জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে, এগুলো মেনে নিতে হবে! এটাই জীবন। 😔🤔জীবনের কঠিন সিদ্ধান্তগুলি সময় নিয়ে নেই বলে বর্তমান কিছু
বেইমানদের চিনতে পেরেছি।
ভালোবাসা বলতে তাদের কাছে শুধু একটি শব্দ মাত্র🙃
এরা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে।

তাদের স্বার্থ সিদ্ধি হলে আপনাকে অপরিচিতদের খাতায় নাম রেখে দিবে।
এমন ভাব নিবে যেন কখনো আপনার সাথে কোন পরিচয় ই ছিল না,এমনটা বলবে যে আরে যা ভাবছো তা নয় মানুষের কাছে পরিচয় করে দিবে সে তো তেমন কেউ ছিলো না।

এমন মানুষের কাছে থেকে প্রতিনিয়ত পিছু পিছু ঘুরে নিজেকে সস্তা না ভেবে ও নতুন নুতন কষ্ট পাওয়ার চেয়ে দুরে থেকে ভুলে কষ্ট সহ্য করা অনেক ভালো।
সতি বলতে হয়তো সেই ভালোবাসার মানুষ গুলোর সাথে সামনাসামনি দেখা হবে কিন্তু কখনো কথা হবেনা।

As sunnah Foundation এর পক্ষে চটগ্রামের পানি বন্দিদের মধ্যে ত্রান বিতরণ-২০২৩ এর প্যাকেজিং এর কার্যক্রম চলছে। ভলেন্টিয়ার ...
10/08/2023

As sunnah Foundation এর পক্ষে চটগ্রামের পানি বন্দিদের মধ্যে ত্রান বিতরণ-২০২৩ এর প্যাকেজিং এর কার্যক্রম চলছে।
ভলেন্টিয়ার দরকার, যারা রাতে সময় দিতে পারবেন ১ কিলোমিটার এলাকার সাবেক @রিদম স্কয়ার কমিউনিটি সেন্টারে চলে আসুন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shahidul Islam Rimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shahidul Islam Rimon:

Share