
30/03/2024
—অনেকেই বলেছিলো অনলাইনে ক্যারিয়ার নেই; বৃথাই সময় নষ্ট করতেছো তুমি।
-আপনি বয়সে যদিও আমার থেকে বড় হয়ে থাকেন,
কিন্তু ভার্চুয়াল জগত আপনি আমার থেকেও ছোট।
আপনি স্মার্টফোন ব্যবহারে বয়সের চেয়েও
আমার ভার্চুয়াল ব্যবহারের বয়স বেশী।
আপনি টাকা ম্যানেজ/জোগাড় করে ভার্চুয়াল ব্যবহার করেন,
আর আমি ভার্চুয়াল থেকে টাকা ইনকাম করি।
আপনি ভার্চুয়ালে এসে টাইম নষ্ট করেন,
আর আমি ভার্চুয়ালে একটা মিনিট অতিবাহিত করলেও ভাবি কোন কাজটা করলে আমার ভার্চুয়াল থেকে ইনকাম আসবে; সুতরাং.....?
#পৃথিবী কিভাবে পরিবর্তন হচ্ছে। পৃথিবীর কর্মক্ষেত্র গুলো কিভাবে করে আধুনিক হচ্ছে এই সম্পর্কে আপনাকে জানতে হবে।
আপনি যদি পুরনো ধ্যান-ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে আপনাকে তো বেকারত্বের অভিশাপ নিয়ে চলতেই হবে।
এই দায়ভার আসলেই কি শুধু একটি দেশের ?
নাকি আমাদেরও?