Freelancing It Zone

Freelancing It Zone Freelancing IT Zone are ready to give you full Computer Skill Development,Freelancing Service ���

—অনেকেই বলেছিলো অনলাইনে ক্যারিয়ার নেই; বৃথাই সময় নষ্ট করতেছো তুমি।-আপনি বয়সে যদিও আমার থেকে বড় হয়ে থাকেন,কিন্তু ভার্চু...
30/03/2024

—অনেকেই বলেছিলো অনলাইনে ক্যারিয়ার নেই; বৃথাই সময় নষ্ট করতেছো তুমি।

-আপনি বয়সে যদিও আমার থেকে বড় হয়ে থাকেন,
কিন্তু ভার্চুয়াল জগত আপনি আমার থেকেও ছোট।
আপনি স্মার্টফোন ব্যবহারে বয়সের চেয়েও
আমার ভার্চুয়াল ব্যবহারের বয়স বেশী।

আপনি টাকা ম্যানেজ/জোগাড় করে ভার্চুয়াল ব্যবহার করেন,
আর আমি ভার্চুয়াল থেকে টাকা ইনকাম করি।
আপনি ভার্চুয়ালে এসে টাইম নষ্ট করেন,
আর আমি ভার্চুয়ালে একটা মিনিট অতিবাহিত করলেও ভাবি কোন কাজটা করলে আমার ভার্চুয়াল থেকে ইনকাম আসবে; সুতরাং.....?

#পৃথিবী কিভাবে পরিবর্তন হচ্ছে। পৃথিবীর কর্মক্ষেত্র গুলো কিভাবে করে আধুনিক হচ্ছে এই সম্পর্কে আপনাকে জানতে হবে।

আপনি যদি পুরনো ধ্যান-ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে আপনাকে তো বেকারত্বের অভিশাপ নিয়ে চলতেই হবে।

এই দায়ভার আসলেই কি শুধু একটি দেশের ?
নাকি আমাদেরও?

⏰ 𝟐𝟎𝟎𝟗 সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। 📌 মাত্র 𝟏𝟎 বছরের ব্যবধানে ⏰ 𝟐𝟎𝟏𝟗 সালে প...
23/03/2024

⏰ 𝟐𝟎𝟎𝟗 সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। 📌 মাত্র 𝟏𝟎 বছরের ব্যবধানে ⏰ 𝟐𝟎𝟏𝟗 সালে প্রযুক্তির উন্নয়নের কারণে তারা চাকরি হারিয়েছেন‼️

❌ আপনি 𝟐𝟎𝟐𝟑 সালে যে কর্মস্থানে আছেন। হয়তো 𝟐𝟎𝟑𝟎 সালে সে কাজের জন্য কোন মানুষের প্রয়োজন পড়বে না।

✅ তাই নিজেকে সবসময় প্রযুক্তির সাথে সাথে আপডেট করুন নতুন নতুন স্কিল অর্জন করুন।

🌟 ফ্রিল্যান্সিং সম্পর্কিত স্কিল অর্জন করতে পারলে আপনি ভবিষ্যতে যে কোন কাজে নিজেকে মানিয়ে নিতে পারবেন।

🔹 পজিটিভ থাকুন
🔹 পজিটিভ চিন্তা করুন

পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

সংগ্রহীত!

তুমি কাজ করো তুমি Student হিসেবে পড়াশোনা করো ঠিক আছে। কিন্তু যে টাইম টা আড্ডা দাও গেম খেলো ঐ টাইম টা কাজে লাগিয়ে কাজ শিখ...
21/03/2024

তুমি কাজ করো তুমি Student হিসেবে পড়াশোনা করো ঠিক আছে। কিন্তু যে টাইম টা আড্ডা দাও গেম খেলো ঐ টাইম টা কাজে লাগিয়ে কাজ শিখে ইনকাম করো,,,সারাজীবন তো আর বসে থাকবা না, কাজকর্ম তো করতে হবে,,,দেখেন ভাই End of the day আপনার ইনকাম করতেই হবে। কারন ভাই টাকাই সব। কার টাকার Need নাই বলেন। সবারই টাকার Need আছে। So দিন শেষে একটা কথাই বলবো ফ্রিল্যান্সিং শিখা টা কে চাকরি হিসেবে নিয়ে মন দিয়ে কাজ করো ইনশাআল্লাহ বাড়িতে থেকেই নিজের ইনকাম নিশ্চিত করতে পারবেন। আমিও একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং করছি🥰আলহামদুলিল্লাহ ভালো একটা Amount ইনকাম করতে পারছি। আর নতুন যারা freelancing শুরু করতে চাইতেছেন,,,কোনটা করবেন,,,কিভাবে করবেন,,,কোনটা করলে দ্রুত ইনকাম করতে পারবেন এরকম যদি কোনো Help দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সকল ফ্রিল্যান্সার ভাই-বোনদের জন্য শুভকামনা রইলো🥰🥰🥰


#স্কিল_ডেভেলপমেন্ট








••লাইফে অনেক কিছু করতে চাই। সফল হতে চাই। নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে চাই।__ কিন্তু সফল হওয়ার জন্য কোনো কাজে ঝুঁকি নিতে...
20/03/2024

••লাইফে অনেক কিছু করতে চাই। সফল হতে চাই। নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে চাই।

__ কিন্তু সফল হওয়ার জন্য কোনো কাজে ঝুঁকি নিতে চাই না!

__ নিজেকে একটু কাজের মধ্যে রাখতে চাইনা!

__ পরিশ্রম করতে চাই না, ধৈর্য্য হারিয়ে ফেলি!

••তাহলে কিভাবে আপনি সফল হবেন?
••কিভাবে আপনার স্বপ্নগুলো পূরণ হবে?

__ সফল হতে গেলে অবশ্যই একটা কাজ বেঁচে নিতে হবে। ২টা বছর সময় সেই কাজের জন্য বরাদ্দ করতে হবে। অন্য কোনো কাজে ফোকাস না দিয়ে নির্দিষ্ট কাজে মনযোগ দিতে হবে,,,,কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে।

__ইনশাআল্লাহ তাহলে আপনিই হবেন সফল🖤

#স্কিল_ডেভেলপমেন্ট

নিজের কর্মে সবচেয়ে ভালো করার উপায় কি জানেন? ১.ডেইলি একটা সত্যিকারের রুটিন তৈরি করে কাজ করা!২.সকাল থেকেই নিজ কর্মে ফোকাস ...
20/03/2024

নিজের কর্মে সবচেয়ে ভালো করার উপায় কি জানেন?

১.ডেইলি একটা সত্যিকারের রুটিন তৈরি করে কাজ করা!

২.সকাল থেকেই নিজ কর্মে ফোকাস থাকা!

৩.ধারাবাহিকতা অবলম্বন করে কাজ করা!

৪.নিজ কর্মের উপর স্টাডি করা/ আরোও বেশি স্কিল ডেভেলপমেন্ট করা!

৫.ভালো ফলাফল প্রত্যাশা করা এবং সেই মোতাবেক কাজ করা!

উপরের ৫ টি topic থেকে কি বুঝলেন?কি জানতে পারলেন? কি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন?
চলুন উত্তর নিজ ডায়েরিতে লিখি এবং এখন থেকেই সেই ভাবে কাজ করি!!


Freelanching হলো একটা মুক্ত পেশা। যে কোনো বয়সের ব্যক্তি Freelanching করতে পারবেন। Freelanching শিখতে কোনো বয়স লাগে না। শ...
19/03/2024

Freelanching হলো একটা মুক্ত পেশা। যে কোনো বয়সের ব্যক্তি Freelanching করতে পারবেন। Freelanching শিখতে কোনো বয়স লাগে না। শুধু ইচ্ছা শক্তি এবং আগ্রহের প্রয়োজন। যেমন :- ছাত্র বা ছাত্রী পড়া-লেখার পাশাপাশি তাদের ফ্রি সময়ে Freelanching করে টাকা ইনকাম করে মা-বাবার পাশে দাঁড়াতে পারবে নিজের খরজ নিজেই চালাতে পারবে।আবার যারা চাকরিজীবী বা চাকরি করে তারাও তাদের ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে freelanching করে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। এবং যারা গৃহিনী তারাও Freelanching করে টাকা ইনকাম করে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন।❤️❤️

Freelanching করার জন্য কোনো ধরা বাধা সময় নেই আপনার যখন ইচ্ছা করতে পারবেন। ফ্রি সময় কাজ করে টাকা ইনকাম করতে পারবেন ।

🥰❤️HAPPY FREELANCHING ❤️🥰

♦️আমাদের সবার কাছে একটি প্রশ্ন,,,যে আমি কেনো ফ্রিল্যান্সিং করব???🤔👉🏻এই কেনো প্রশ্নের উত্তরটি হচ্ছে⤵️✅সর্বপ্রথম ফ্রিল্যান...
16/03/2024

♦️আমাদের সবার কাছে একটি প্রশ্ন,,,যে আমি কেনো ফ্রিল্যান্সিং করব???🤔

👉🏻এই কেনো প্রশ্নের উত্তরটি হচ্ছে⤵️

✅সর্বপ্রথম ফ্রিল্যান্সিং আপনাকে দিচ্ছে স্বাধীনতা।।।😊

✅ফ্রিল্যান্সিং দিচ্ছে আপনাকে বেকারত্ব সমস্যা থেকে মুক্তি, দিচ্ছে একটি উন্নত জীবনধারা।।।😇

✅ফ্রিল্যান্সিং দিচ্ছে আপনাকে হালাল অর্থ উপার্জনের সুযোগ।।।🤗

✅ ফ্রিল্যান্সিং আপনাকে দিচ্ছে সামাজিক মর্যাদা।।।☺️
নিজেকে সবার মাঝে সেরা প্রমান করার সুযোগ।।।😌

✅ফ্রিল্যান্সিং আপনাকে দিচ্ছে চাকরি এবং ব্যবসার মধ্যে থাকা সকল সমস্যা থেকে মুক্তি।।।🥱এর মাধ্যমে পাচ্ছেন নিজেকে উদ্যােক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ।।।😍

☑️এরকম হাজার হাজার কেনোর উত্তর রয়েছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে।।।😮‍💨

💠আপনি যদি এই কেনোর উত্তরটি পেয়ে থাকেন এবং স্পষ্ট ভাবে বুঝে উঠতে পারেন,,,তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং এর যাত্রাটি হবে অত্যন্ত সুন্দর।।।🥰






একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল “বাবা জীবনে সফলতা আসলে কি?” তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে। বাবা ...
02/06/2023

একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল “বাবা জীবনে সফলতা আসলে কি?” তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে। বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে, কিছুক্ষণ পর সে বলল বাবা সুতোর কারণে ঘুড়িটা বেশিদূর যেতে পারছে না। আমরা কি সুতোটা কেটে দেবো? বাবা সুতো কেটে দিলেন। এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকল এবং ক্রমশ দূরে যেতে থাকলো, কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল। তারপর কোন এক অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল। তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বোঝালেন। আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন- সংসার, পরিবার, সমাজ ইত্যাদিl আমরা এগুলো থেকে বাধা মুক্ত হতে চাইছিl আসলে এগুলি হল আসল সুতো যা আমাদের উপরে উঠতে সাহায্য করেl সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব, আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘুড়িটির হয়েছিল। তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবেনা, পরিবার, আত্মীয়স্বজন, সমাজ কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুনl যদি লক্ষ্যে পৌছাতে মাঝ পথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতো,,,মানে আপনার পরিবার শোষণ করে নেবেl আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্খিত সাফল্য পেয়ে যাবেন l💙💙

02/06/2023

"You cannot change your FUTURE, you can change your HABITS. And surely your HABITS will change your FUTURE."🌸🧡

- Dr. APJ Abdul Kalam

আজকে প্রজেক্টের ১০তম ক্লাস সম্পন্ন করলাম 🥰🥰🥰আশা করছি সব গাইডলাইন ফলো করে অনেক দূর এগিয়ে যাবেন আপনারা সবাই।।।
02/06/2023

আজকে প্রজেক্টের ১০তম ক্লাস সম্পন্ন করলাম 🥰🥰🥰আশা করছি সব গাইডলাইন ফলো করে অনেক দূর এগিয়ে যাবেন আপনারা সবাই।।।

01/06/2023

যার মাঝে সীমাহীন উ‌ৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনাও থাকে সবচেয়ে বেশি।।।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing It Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing It Zone:

Share