11/10/2025
মেয়েটা আমার প্রতি জেদ দেখায়,
ঘন ঘন অভিমান করে, অল্পতেই আমার উপর রেগে যায়, কিছু একটা নিয়ে সন্দেহ করে, খোঁচা মে-রে কথা বলে, এই ব্যাপার গুলো আমার দারুণ লাগে, আমি এই মানুষটা'কে'ই উপভোগ করি। প্রকৃত নারী ভালোবাসার প্রকাশ কিন্তু এমনি হয়। আমি চপ চাপ হাসি আর তার বাচ্চামি গুলো দেখি।
মাঝে মাঝে ভাবি মেয়েটার মস্তিষ্কে, কত'টা ভালোবাসা থাকলে, এমন পাগলামী করে...!❤️🌸