Tales of Upama

Tales of Upama যাচ্ছেতাই.........

01/02/2025

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উপর সবাই রাগ দেখাচ্ছেন। কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে না। হতে পারে আপনি পাবলিক বা নামী প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। তাই বলে অন্য একটা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গালমন্দ করে নিজেরই ক্ষুদ্র মানসিকতার পরিচয় দেবেন না।

বিদ্র: ১. এই পোস্টে কেউ লাভ রিএক্ট দিলে তাকে আনফ্রেন্ড করে দেওয়া হবে।
২. আশা করি সবাই ধীরেসুস্থে গালি দিয়ে আইডির রীচ ফেরাতে সাহায্য করবেন। লাভিউ অল।
© Tales of Upama

13/01/2025

একটা সুন্দর, সহজ, সাধারণ জীবনের পর আমাদের জীবনে অদ্ভুত মোহনীয়ভাবে প্রেম আসে৷ এরপর আর কিছুই আগের মতো থাকে না। আমাদের ঘুম ভাঙে একটা মানুষকে ভেবে, ঘুমাতেও যাই একই মানুষকে ভেবে। এভাবেই আমরা ভেসে যাই, উড়ে যাই, বয়ে যাই.. একসময় হারিয়েও যাই। এরপর আর কোনোভাবেই সুন্দর, সহজ, সাধারণ জীবনটাকে আর পাওয়া যায় না। তখন কেউ ভালোবাসলেও মিথ্যে মনে হয়, ভালো না বাসলেও কষ্ট হয়৷ কেউ বেশি যত্ন নিলে বিরক্ত লাগে, যত্ন না করলে অভিমান হয়। প্রিয় গান, প্রিয় বই, প্রিয় বন্ধু কিছুই আর আগের অনুভূতি দিতে পারে না। এরপর আমরা নিজেকে একটা অন্য মানুষ হিসেবে আবিষ্কার করি৷ কোথায় যেন পড়েছিলাম- "যে মানুষটা পাথর এখন, একটা সময় ঝর্ণা ছিল"৷ তখন জীবনটাকে আর যাপন করা হয়ে না। শুধু একেকটা দিন গুণে গুণে কাটিয়ে ফেলতে হয়। জোর করে নিজেকে ব্যস্ত বানাতে হয়৷ মন ভালো রাখার সমস্ত জিনিস জোর করে করতে হয়। সুখী হওয়ার জন্য ব্যস্ত হওয়া জরুরী হওয়া দরকার ছিল না।

02/01/2025

নতুন বছরে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে পুকুরপাড়ে হাঁটবো। কুয়াশার চাদরে ঢেকে থাকা সকাল আমাদের চোখে স্বপ্ন এঁকে দেবে। কিন্তু সেই স্বপ্নে পাশের কারখানা থেকে বিষাক্ত পানি এসে শস্যক্ষেত ধ্বংস করে দেওয়ার ভয় যেন আমাদের না থাকে। আমাদের বাতাসে যেন ভোরের ফুলের গন্ধ থাকে, বিষাক্ত রাসায়নিকের না।
নতুন বছরে আমরা বাজারে মাছের দাম নিয়ে দামাদামি করবো। শুধু বাজার থেকে ফিরে যেন রাঁধতে গিয়ে গ্যাস শেষ হয়ে না যায়।
নতুন বছরে আমরা যৌক্তিক দাবীতে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করব। ছাদ থেকে কিশোরদের ক্রিকেট খেলা দেখব, আমাদের কাউকে যেন গুলি খেয়ে মরতে না হয়।
নতুন বছরে আমরা ট্রেনে করে বাড়ি ফিরব। জানালার পাশ থেকে সবুজ মাঠ, নদী, আর প্রকৃতির দৃশ্য দেখবো। কিন্তু ট্রেন লাইন পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ার ভয়ে আমাদের যেন বুক না কাঁপে।
আমরা জানি, শহরের রাস্তায় হাঁটতে গিয়ে রিকশাওয়ালা চিৎকার করবে, বাসের হর্ণে কান ঝালাপালা হবে। কিন্তু কেউ যেন গায়ের উপরে গাড়ি উঠিয়ে না দেয়৷

নতুন বছরে আমাদের শিশুরা মাঠে খেলবে, পুকুরে ঝাঁপ দেবে। শুধু স্কুল থেকে ফিরে এসে যেন বালিশে মুখ গুঁজে না কাঁদে, ক্ষুধার জ্বালায়।
নতুন বছরে আমাদের মেয়েরা কাজ শেষে বাসের ভীড় ঠেলে বাড়ি ফিরবে। শুধু রাতের আধারে রাস্তার মোড়ে যেন কোনো অচেনা ছায়া না দাঁড়ায়।
আমাদের মায়েরা হাসপাতালে চিকিৎসা পাবে। সেই হাসপাতালের বেডে শুয়ে অক্সিজেনের অভাবে কাউকে যেন মরতে না হয়।
নতুন বছরে আমাদের এসি লাগবে না৷ আমরা তীব্র গরমে ফ্যানের নিচে ঘেমে বই পড়বো। শুধু বিদ্যুৎ চলে গেলে যেন আর আসতে ভুলে না যায়, আমাদের স্বপ্নগুলো যেন সিলিং ফ্যানের সাথে ঝুলে না যায়।
নতুন বছরে আমাদের চাওয়ার মতো বিশেষ কিছু আসলে নেই। প্রিয় রাষ্ট্র, শুধু মানুষ হয়ে বাঁচার অধিকার দিও।

24/06/2024

I'm not an introverted person. Sometimes I love to interact, sometimes I remain unsocial. My behavior is totally dependent on my mood. Sometimes I can't stop my laughter, sometimes I hate to talk. Sometimes I am very flexible, sometimes I get easily annoyed. This is why everyone knows me differently. To some, I am very childish, to some rude. This type of personality is called omnivert. There are quite differences between ambivert and omnivert. According to Google, Ambiverts balance introversion and extroversion simultaneously, making them not seem overly introverted or extroverted. However, an omnivert's behavior is entirely situational, causing them to be either super introverted or extremely extroverted.
As we are not that much familiar with the concepts, I used to wonder at my own behavior. Because I enjoy being alone and simultaneously I enjoy concerts. I am very friendly but sometimes I don’t allow anyone in my circle. I really love going out, but sometimes I keep myself locked at home. Omniverts are very rare because they are either extremely introverted or extremely extroverted. So, don't get annoyed by our behavior, because Allah has made us to confuse you. 😂

23/06/2024

কিছু কিছু সময় আসে
যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি।
তখন একই সঙ্গে আমরা দেখতে পাই এবং দেখতে পাইনা।
বুঝতে পারি এবং বুঝতে পারিনা।
অনুভব করি এবং অনুভব করিনা।
সে বড় রহস্যময় সময়।

- বই: ছায়াসঙ্গী (হুমায়ূন আহমেদ)

22/06/2024

মাঝে মাঝে লোকসমাগমের মাঝেও নিজেকে ভীষণ একা লাগে। এই একাকীত্ব,এই অস্থিরতা কাউকেই ভাষা দিয়ে বোঝানো যায় না। বোঝানো যায় না কেন মনের মাঝে মন থাকে না, ঘর-বাহির কিছুই ভাল্লাগে না.. মাঝে মাঝে সব মানুষই বোধহয় ভাবে সে বোধহয় মারা যাচ্ছে!
এমন সব দিনে আত্নার মৃত্যু ঠেকাতে মায়ের কাছে যেতে হয়...

21/06/2024

"এই যে বর্ষাদিনের ছাতার মতো বেখেয়ালে বারবার হারায় যাইতেসি, তুমি কি আমারে খুঁইজা নিজের কাছে যত্ন কইরা রাইখে দিবার পারো না??"

19/06/2024

ভালোবেসে বিলীন হয়ে যাওয়ার পরবর্তী একটা সময় আসে; যখন আমরা কারো খবর আর জানতে চাই না, কাউকে দেখার জন্য আমাদের আর ছটফট লাগে না, কখনো কাউকে ভালোবাসতাম কিনা মনে পড়ে না, ভালোবাসা আসলে কেমন সেটাও আর মনে থাকে না.... অন্য যুগলের ভালোবাসা দেখলে তখন মুগ্ধ হওয়ার পরিবর্তে অবাক লাগে মানুষ আসলে ভালোবাসে কিভাবে!!!
বিচ্ছেদ বড় যন্ত্রণার। এই ভালোবাসাহীন হৃদয় বুকে না নিয়ে মানুষ বুঝতে পারে না বিচ্ছেদের কি মিষ্টতা!

© Tales of Upama

17/06/2024

গত কয়েক বছর পরিচিত যে কয়জন বিয়েতে করেছে, প্রায় প্রত্যেকেরই নিজের বাড়ি আর শ্বশুরবাড়ি একই এলাকায় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত মেয়েরা শ্বশুরবাড়িতেই থাকে৷
শিক্ষিত মেয়েরা কেউ আর বেকার থাকতে চায় না৷
ওয়ার্কিং উইম্যান মানে একটা মেয়েরও সারাবছরে ঈদের ছুটি ছাড়া আর লম্বা কোনো ছুটি নাই। অথচ সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী মেয়েটাকে ঈদ করতে হয় শ্বশুরবাড়িতেই; যে বাড়িতে সে সারাবছরই থাকে৷ এই ব্যাপারটা ভীষণ অযৌক্তিক এবং অমানবিকও বটে৷ বৈবাহিক জীবনকে এত কঠিন করেও তোলা উচিত না; যেখানে একটা মানুষ বিয়ের পর থেকে কোনো ঈদ বাবা-মার সাথে করতে পারবে না!

সমাজে অনেকরকম পরিবর্তন এসেছে। এই ব্যাপারগুলোতেও পরিবর্তন আসা জরুরী। পৃথিবীটা বাংলাদেশের নারীদের জন্য সহজ হয়ে উঠুক। আমিন। ❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales of Upama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share