Sail On,Sailor.

Sail On,Sailor. "Truth, tides, and travel – straight from the deck."

Congratulations to Cadet Prince Fahat  (BMAS-3N) on his selection to join MT Begonia 1 Express! 🚢 He embarks on this exc...
28/05/2025

Congratulations to Cadet Prince Fahat (BMAS-3N) on his selection to join MT Begonia 1 Express! 🚢 He embarks on this exciting journey today, May 28th, 2025, from China. Wishing you a fantastic Bon Voyage, Prince!

20/05/2025
Congratulations to my Batchmate Wasif Mizab   for joining his first ship MV GRAND ROYAL EXPRESS on 3rd May 2025 from Cha...
07/05/2025

Congratulations to my Batchmate Wasif Mizab for joining his first ship MV GRAND ROYAL EXPRESS on 3rd May 2025 from Chattogram port.

Congratulations my Batchmate Erfan Bin Forkan  (BMAS-03N) He flew to Singapore on 7 May 2025 to join MT THEO T (IMO: 926...
07/05/2025

Congratulations my Batchmate Erfan Bin Forkan (BMAS-03N)
He flew to Singapore on 7 May 2025 to join MT THEO T (IMO: 9262194) is a Crude Oil Tanker and is sailing under the flag of Bahamas. Her length overall (LOA) is 227.28 meters and her width is 32.24 meters.

Congratulations our very own Risalat Siddique Siam  (BMAS-3N) joined MV Majesty on 13 March, 2025 from MONGLA
06/05/2025

Congratulations our very own Risalat Siddique Siam (BMAS-3N)
joined MV Majesty on 13 March, 2025 from MONGLA

20/04/2025

We are Aged now.

18/12/2024
📌 HSC-21: Marine Academy 💌 মেরিন ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা🔘 আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ,২০২২🔘 আবেদনের যোগ্...
27/07/2022

📌 HSC-21: Marine Academy

💌 মেরিন ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা

🔘 আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ,২০২২

🔘 আবেদনের যোগ্যতাঃ

🔷 এসএসসি ও এইচএসসি তে বিজ্ঞান বিভাগের হতে হবে।
🔷 এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।
🔷এইচএসসি তে অবশ্যই পদার্থবিজ্ঞান ও উচ্চতর গনিতে A- অর্থাৎ ৩.৫০ থাকতে হবে।
🔷 এইচএসসি তে ইংরেজিতে নুন্যতম B অর্থাৎ ৩.০০ থাকতে হবে। (বি গ্রেড না থাকলে IELTS ৫.৫ স্কোর থাকতে হবে)
🔷উচ্চতা পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি
🔷 ওজন হতে হবে BMI অনুযায়ী
🔷চোখের দৃষ্টি ৬/৬ (নটিক্যাল) ও ৬/১২ (ইঞ্জিনিয়ারিং কিন্তু চশমাসহ ৬/৬ হতে হবে)
🔷অবিবাহিত হতে হবে
🔷 লিখিত পরীক্ষাঃ ১০০ নম্বর (পদার্থ ২৫, গণিত ২৫, বাংলা-১০, ইংরেজি-২৫, জিকে- ১৫)
🔷 জিপিএ নম্বরঃ ২০০ (এসএসসি-৭৫, এইচএসসি-১২৫)
🔷পাশ মার্কঃ ৪০
🔷 লিখিত পরীক্ষার পর প্রাথমিক শারীরিক পরীক্ষা ও ভাইবা হবে
🔷ওয়েবসাইট- dos.gov.bd

🔘 কিছু জিজ্ঞাসা❓‼️

👉🏼আবেদন ফি কত?
উঃ ১০৫০ টাকা

👉🏼 কোন গ্রুপের স্টুডেন্ট আবেদন করতে পারবে?
উঃ শুধুমাত্র বিজ্ঞান বিভাগ। মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের সুযোগ নেই

👉🏼 ভর্তি পরীক্ষা কবে হবে?
উঃ আবেদন শেষ হওয়ার ১০-২০ দিনের মধ্যে ই সম্ভাবনা বেশি। ৫-৬ দিন আগে ই মোবাইলে মেসেজ আসবে।

👉🏼 পরীক্ষা কোথায় হবে?
উঃ গতবছর শুধু ঢাকায় হয়েছিলো। সরকারি বিজ্ঞান কলেজে।

👉🏼 আমার বয়স বেশি/পয়েন্ট কম। আমি কি আবেদন করতে পারব?
উঃ আবেদন করতে পারলেও ভর্তি হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।

👉🏼 ছাত্রীরা কি আবেদন করতে পারবে?
উঃ হ্যাঁ পারবে। সরকারি তে ছাত্রীদের জন্য ২৫ টি সিট রয়েছে।

👉🏼 কিভাবে আবেদন করবো?
উঃ অনলাইনে একটু দক্ষ হলে নিজে ই করা যায়। এপ্লিকেশন গাইডলাইনের একটি পিডিএফ চ্যানেল আপলোড করেছি। পিডিএফ টি দেখে নিজে নিজে আবেদন করতে পারবেন

🔗 PDF Link: https://t.me/Study_on_Telegram/3043?single

তবে ১০০ টাকা দিয়ে দোকান থেকেই করা উত্তম।

👉🏼 মোট কতটা এমসিকিউ?
উঃ ২ টা এমসিকিউ তে ১ মার্ক। অর্থাৎ ১০০ মার্কের জন্য ২০০ এমসিকিউ 😃

👉🏼 নেগেটিভ মার্কিং আছে?
উঃ না নাই। তাই ২০০ এর মধ্যে ২০০ টা ই দাগিয়ে আসবা

👉🏼 সেকেন্ড টাইম আছে?
উঃ বয়স থাকলে শুধু সেকেন্ড টাইম না থার্ড টাইম ও দিতে পারবা🥱

👉🏼 সিলেকশন কি আবেদনের সময় ই দিতে হবে?
উঃ হ্যাঁ, আবেদনের সময় ই দিতে হবে।

👉🏼 আমার তো জিপিএ কম আমার কি আবেদন করে লাভ হবে?
উঃ আবেদনের যোগ্যতা থাকলে আর ইচ্ছা থাকলে কোনো ভাবনা ব্যাতীত ই আবেদন করে ফেলো। বিশ্বাস করবা না বেশি পয়েন্ট ওয়ালা স্টুডেন্ট কম ই দেখছি 😌

👉🏼এমসিকিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নিবো ?
উঃ জয়কলি পাবলিকেশন্স প্রকাশিত ‘মেরিন বিচিত্রা’ বাজারের একমাত্র বই যেখান থেকে খুব সহজেই ধারনা পাওয়া যাবে প্রশ্ন সম্পর্কে। আর বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য পদার্থ বিচিত্রা, গণিত বিচিত্রা, বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা এবং জয়কলি GK সম্পূর্ণভাবে সহায়ক হবে

👉🏼 এমসিকিউ পরীক্ষার রেজাল্ট কবে দিবে আর কিভাবে রেজাল্ট হবে?
উঃ পরীক্ষার দিন বা পরের দিন ই দিবে। শুধু এমসিকিউ তে প্রাপ্ত মার্ক অনুসারে সিরিয়াল দেওয়া হবে🔥

👉🏼 সবাই কি শারীরিক পরীক্ষা দিতে পারবে?
উঃ হ্যাঁ যারা ৪০ পেয়ে পাশ করবে সবাই ই শারীরিক পরীক্ষা দিতে পারবে👨‍🎓

👉🏼শারীরিক পরীক্ষা কয়দিন পরে হবে?
উঃ এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পর কয়েক দিন পর থেকে প্রতিদিন গ্রুপ গ্রুপ করে শারীরিক পরীক্ষা হবে এবং উত্তীর্ণ হলে পরের দিন ভাইবা হবে 💁‍♂️

👉🏼 শারীরিক পরীক্ষা তে কি কি পরীক্ষা হবে?
উঃ ওজন ও উচ্চতা মাপা, দৌড়, পুশ আপ, দড়ি বেয়ে উঠা, সাঁতার💪

👉🏼 শারীরিক এ কি বাদ দেয়?
উঃ হ্যাঁ। তবে সাঁতার এ বেশি বাদ যায়। যারা অল্প সাতার পারে অর্থাৎ 60 মিটার সাতার দিতে পারবে তারা উত্তীর্ণ হবে। আর শারীরিক পরীক্ষাতে আর্মির মতো কড়াকড়ি নেই। কয়েকদিন প্র‍্যাক্টিস করতে হবে অবশ্যই ⏱️

👉🏼 শারীরিক এ বাদ পড়লে কি বাদ?
উঃ না, আবার পরীক্ষা দিতে পারবে আবেদন করে ✅

👉🏼 ভাইবা তে কিভাবে প্রশ্ন করে?
উঃ ইংরেজিতে মোটামুটি ১০-১২ টা একেবারে সাধারণ প্রশ্ন ও পদার্থ/গণিত/জিকে থেকে প্রশ্ন। ঘাবড়ানোর কোনো কারন নেই 🙂

👉🏼এরপর আর কয়টা পরীক্ষা?
উঃ আরো আছে 😁😁 চূড়ান্ত মেডিকেল ও চক্ষু পরীক্ষা হবে সেখানে।

Address

Chittagong

Telephone

+8801622458272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sail On,Sailor. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sail On,Sailor.:

Share