04/10/2025
'আমার বাসায় আসতে হলে আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে।যেহেতু আমার বাসায় বিড়াল আছে ,সেহেতু আপনি আমার বাসায় ওদের লোম পাবেন,কিছুটা স্মেল ও পেতে পারেন।এখন আপনি বাসায় ঢুকেই যদি নাক সিটকানো শুরু করেন তাহলে আসার দরকার নেই।আমার বিড়ালগুলো খেলতে পছন্দ করে,ওরা সারা ঘরে দৌড়াদৌড়ি করে এটা আপনি না মানতে পারলে আসার দরকার নেই।আমার বিড়াল নতুন মানুষ দেখলে তার কাছে যেতে চায়,তার সাথে গা ঘিষতে চায়, এগুলো আপনার সহ্য না হলে আসার দরকার নেই।আমার বিড়ালগুলো বিছানায় উঠে,বিছানায় ঘুমায় এগুলো তে আপনি কেনো নাক সিটকাবেন? আমার বিছানায় করে আপনার বিছানায় গিয়ে করে না।যে আপনি তাদের রুম থেকে বের করে দিতে বলবেন।আপনার এইসব ভালো না লাগলে আমার বাসায় আসারই দরকার নেই।