Shariful Islam Saif - শরীফুল ইসলাম সাইফ

Shariful Islam Saif - শরীফুল ইসলাম সাইফ Shariful Islam Saif Singer, Composer, Graphic Designer, Video Editor, Bangladeshi Band Of Rahe Modina
(2)

শুভ সকাল 🌻
18/08/2025

শুভ সকাল 🌻

03/08/2025

Tumi Sundor/ only vocal 🎤

ট্রেনের লাইনে শেষ ট্রাই,না বের হলে নতুনটা আনবো।
02/08/2025

ট্রেনের লাইনে শেষ ট্রাই,
না বের হলে নতুনটা আনবো।

সুন্দর পৃথিবী 🌻
29/07/2025

সুন্দর পৃথিবী 🌻

একটি হারানো বিজ্ঞপ্তি.... আমার চাচাতো ভাই মাইজদী তার মাদ্রাসা থেকে নিখুজ।নাম: মো: হাছান পিতার নাম: রহমত আলীমাতার নাম : শ...
26/07/2025

একটি হারানো বিজ্ঞপ্তি....
আমার চাচাতো ভাই মাইজদী তার মাদ্রাসা থেকে নিখুজ।

নাম: মো: হাছান
পিতার নাম: রহমত আলী
মাতার নাম : শাহিনুর বেগম
বাড়ী: চর বসু, চর কাদিরা, কমল নগর লক্ষ্মীপুর।

কেউ যদি সন্ধান পেয়ে থাকেন।
01332643340 এই নাম্বারে কল দিয়েন।

23/07/2025

প্রভুর প্রশংসায় চমৎকার পরিবেশেনা।

কাজেই শান্তি 😍
23/07/2025

কাজেই শান্তি 😍

ভাই টি কোরআন তেলওয়াত রেকর্ড দিতে আসছে।
21/07/2025

ভাই টি কোরআন তেলওয়াত রেকর্ড দিতে আসছে।

আজ প্রিয় মাহফুজুল আলম (রহঃ)–এর মৃত্যুবার্ষিকীর চতুর্থ বছর।প্রিয় ভাই ছিলেন গুণী শিল্পী আর একজন ভালো মনের মানুষ।আমার নিজের...
20/07/2025

আজ প্রিয় মাহফুজুল আলম (রহঃ)–এর মৃত্যুবার্ষিকীর চতুর্থ বছর।
প্রিয় ভাই ছিলেন গুণী শিল্পী আর একজন ভালো মনের মানুষ।
আমার নিজের সঙ্গীত জীবনের অনেক মূল্যবান স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। আমার অনেক রেকর্ড তার তত্ত্বাবধানে হয়েছিল, হাসিখুশি একটা মানুষ ছিলো।তাঁর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা এখনো একটা শূন্যতা তৈরি করে রেখেছে সবার মনে।

আল্লাহ্‌ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর কবরকে নূরের বাগান বানিয়ে দিন।
🤲 সবাই তাঁর মাগফিরাতের জন্য দোয়া করবেন।

এই কবরের দিকে তাকিয়ে মনে পড়ে যায়
আমাদের সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
আমরা যে দুনিয়াকে এতটা ভালোবাসি, যে কর্মব্যস্ততায় ডুবে থাকি তা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে।

মহান আল্লাহ উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন
19/07/2025

মহান আল্লাহ উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন

কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের ...
19/07/2025

কবরের পাশে বসে আছে যে মেয়েটি। এটি অন্য কোনো মেয়ে নয়",এটি আমার একমাত্র বোন খাদিজা আক্তার (হুমায়রা) গত ৪ তারিখ আমার বোনের স্বামী রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমার বোনের হাজবেন্ড ছিলেন জামায়াতে ইসলামীর একটি থানার সেক্রেটারি; তিনি নিজ থানার একজন রুকন ভাইকে বাঁচাতে গিয়ে মূলত নিজে প্রাণ হারালেন। আর এরাই হলো ইসলামী আন্দোলনের কর্মী।

আমার বোন এ মৃ-ত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা🥲🥲 স্বামীর মৃ-ত্যুর খবর শুনে হুঁশ হারিয়ে প্রায় ৮ ঘন্টা বেহুঁশ ছিলেন। দাপন সম্পন্ন করলাম। দাপনের পরের দিন কাউকে না জানিয়ে গোপনে আমার বোন সন্ধ্যার সময় স্বামীর কবরে গিয়ে স্বামীর কবরের সব মাটি নিজে সরিয়ে কবর থেকে স্বামীকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে রাখেন। পথিমধ্যে কয়েকজন পরিচিত ও এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে দৌড়ে যান। গিয়ে দেখতে পায় আমার বোন তার স্বামীকে কবর থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করছেন। সাথে সাথে আমাদের কল দেয় সবাই দৌড়ে গেলাম। বোনকে শান্তনা দিয়ে জোর করে তুললাম। আবার মসজিদের ইমাম সাহেবকে এনে দাপনের ব্যবস্থা করলাম। দাপন করে বোনকে বাসায় আনার পর থেকে কড়া নিরাপত্তায় রাখলাম। অলটাইম বোনকে চোখে চোখে রাখি। প্রতিদিন ভাইয়ার কবর জিয়ারত করার সময় ফজরের সময় বোনকে নিয়ে যাই তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। ইচ্ছে মতো কান্না করে স্বামীর জন্য দু'আ করে বোন।

কিন্তু বোনকে সেদিন কবরের পাশে থেকে আনার পর থেকে আজ পর্যন্ত আমাদের কারো সাথে বোন আর কথা বলেনি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে বোন রবের কাছে দুহাত তুলে জাস্ট একটা দু'আ করতে শোনা যায় "হে আল্লাহ আপনি আমাকে আমার জানের কাছে আমার প্রিয়তমর কাছে নিয়ে যান। আমি আত্নহত্যা করতে চাইনা আল্লাহ, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া থাকতে চাইনা। আল্লাহ আপনি যদি রহমান হয়ে থাকেন দযাকরে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান।🥲🥲

আজ ভোর ৫:১৫ এ আমার বোন নামাজের সিজদায় থাকা অবস্থায় চলে যান রবের জিম্মায়🥲🥲 বোনের দু'আ আল্লাহ তাআ'লা খুব দ্রুত কবুল করেছেন। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক বেশি কষ্টের এবং শুন্যস্থান🥲🥲

ভাবছিলাম এটি ফেসবুকে জানাবনা। তবুও কৌতূহল থেকে জানালাম। কেমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন আমার বোন একবার চিন্তা করলে চোখ বন্ধ হয়ে আসে আর বর্তমান আমার দেশের নারীদের কথা চিন্তা করলে ঘৃণা জন্মায়। স্বামী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কোনোদিন স্বামী বাসায় আসার আগ পর্যন্ত খাবার গ্রহণ করেনি আমার বোন। স্বামীর আদেশ ছাড়া কখনো কোন কাজ সম্পাদন করেনি, কোন পুরুষের সাথে দেখা/কথা বলেনি আমার কলিজার বোন।🥲🥲🥲

আজ সেই বোন আবারো স্বামীর সাথে মিলিত হলেন। বোনকে রাত ১১:৩০ এ জানাজা ও দাপন সম্পন্ন করব। আমি ঢাকার সমাবেশ থেকে গিয়ে বোনের জানাজা হবে এবং দাপন হবে। বোনের জন্য দু'আ চাই।🥲

©

Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shariful Islam Saif - শরীফুল ইসলাম সাইফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share