Hijabi

Hijabi হে আমার রব,❤️‍🩹
এই বিধ্বস্ত হৃদয় নিয়ে আপনার কাছেই আমার বার বার ফেরা💔🥀🙂।

Umme Abdullah

18/09/2025

হে আমার রব,
আপনিই তো প্রতিটি দূর্বল ব্যাক্তির রব💔।

Hijabi

✍️আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহকেন জানি আর আগের মতো ভিডিও/ ও লেখালিখি করতে বা পোষ্ট করতে মন চায় না। চারিদিকে সবাই শু...
17/09/2025

✍️আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

কেন জানি আর আগের মতো ভিডিও/ ও লেখালিখি করতে বা পোষ্ট করতে মন চায় না। চারিদিকে সবাই শুধু অহরহর কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আর সেটা সেটাপ ও করে ফেলছে,,।
আর এইদিকে আমার পেজটা ৬ টা মাস ধরে রেষ্টিকটেড হয়ে পরে আছে। শুধু মাত্র গা'যা বাসীদের নিয়ে কথা বলায়, তাদের পক্ষে লেখালিখি করায় 💔
আসলে কি এটা অনলাইন জগৎ, এখানে আপনি নিজেকে যতটা প্রেজেন্ট করবেন তারা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনি ইসলাম বা ধর্মীয় কোন বিষয় নিয়ে কথা বললে বা লেখালেখি করলে সেটা ফেসবুক কমিউনিটির রুলস্ এর বাহিরে,,।আপনাকে তারা কখনোই আপনার মতো করে স্বাধীনতা দিবে না 💔
এইখানে কথা বলার জন্য, আপনাকে এইখানে সফলতা পেতে হলে তারা আপনাকে যেমন চায় তেমনি পণ্য হয়ে তাদের ইসারায় নাচতে হবে। আমারা যতই বলি না কেন যে এটা একটা স্বাধীন প্লাটফর্ম, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের চিন্তাধারা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা আমাদেরকে পণ্যরুপেই তাদের চাহিদা মোতাকেব ইউস করছে,,।🥀

Hijabi

29/08/2025

যখন দুরুদে ডুবে যাই,
মনে হয়—
আমার ভাঙা খোয়াব,
নিভে যাওয়া চেরাগ—
সব হারিয়ে যায়
এক অনন্ত ইশকের দরিয়ায়।
আমি চেয়ে থাকি, পাখি ডেকে যায়:

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

— এনামুল হক

27/08/2025

একটা মেয়ের জন্য অর্থ-বিত্ত,সম্পদের থেকেও বড় পাওয়া হলো একটা দ্বীনদার সঙ্গী,যে তাকে আর কিছু দিতে পারুক বা না পারুক একটু মানসিক সাপোর্ট মেয়েটাকে দিবে,।তাকে একটু মানসিক শান্তি দিবে।সে কি চায় বা কি চায় না তার সেই ইচ্ছাটাকে প্রধান্য দিবে,,। আমার মনে হয় না একটা মেয়ে এই জিনিস গুলি পাওয়ার পর কোন মেয়েরি স্বামী নামক মানুষটার প্রতি কোন অভিযোগ বা অভিমান থাকতে পারে না।
কিন্তু এই সাধারণ বিষয় বলতে সাধারণ হলেও কিছু অসাধারণ ব্যাক্তিত্বের পুরুষ ছাড়া কোন পুরুষ দিতে সক্ষম কি???

কারো জন্য কেঁদো না!আল্লাহ তোমার জন্য ইতিমধ্যেই সেরা সঙ্গী ঠিক করে রেখেছেন! 🌸✨
24/08/2025

কারো জন্য কেঁদো না!
আল্লাহ তোমার জন্য ইতিমধ্যেই সেরা সঙ্গী ঠিক করে রেখেছেন! 🌸✨

23/08/2025

দেখো আমি বলছি না, তোমার আচার ব্যবহারই এমন যে মেয়ে যত বেশি কম কাপড় পড়বে সেই মেয়ে তত বেশি মডার্ন, আর যে ছেলে যত বেশি সিনেমার নায়ক আর খেলোয়াড়দের নকল করে নিজের সাজগোজ করবে সেই ছেলে তত বেশি স্মার্ট।আমি বলছি না তোমার আছার ব্যবহারই এমন,

21/08/2025

নারী সাহাবী,,,
৷৷ রুফাইদা আল আসলামীয়া (রাঃ)।।

゚viralシypシ゚viralシhtag

Decorate your wallpaper with us 🌸..Collected picture
21/08/2025

Decorate your wallpaper with us 🌸..

Collected picture

20/08/2025

✍️
ইয়া আল্লাহ্ আর কতটা অশ্রু ঝরলে আপনার কুদরতি পা ভিজবে 💔।

✍️"এ দুনিয়ায় আমাকে একটু বোঝার মতো কেউ নেই।"এ বিষয়টা আমাকে দূর্বল করে না, বরং অনেক বেশি প্রশান্তি দেয়।কারন কি জানেন?কারন ...
20/08/2025

✍️"এ দুনিয়ায় আমাকে একটু বোঝার মতো কেউ নেই।"
এ বিষয়টা আমাকে দূর্বল করে না, বরং অনেক বেশি প্রশান্তি দেয়।
কারন কি জানেন?
কারন আমি তো জানিই যে আমাকে বোঝার কেউ নেই।
তাই আমাকে কারো কাছে নিজেকে এক্সপ্লেইন করতে গিয়ে নিজের সময় নষ্ট করতে হয় না।
সেই সময়টুকু আমি আকাশ পানে চেয়ে রবের কাছে নিজেকে সঁপে দিই।
ভিষণ ভাবে তাঁর কাছে যাওয়ার চেষ্টা করি। খুব গভীর ভাবে নিজের ভেতরের আর্তনাদ গুলো তাঁর কাছে বলি।
যাকে বোঝার কেউ নেই, তাকে বোঝার জন্য তো ওই রব আছেন।
আমাকে বোঝার জন্য এই দুনিয়ায় যদি বেশ কয়েকটা মানুষ খুঁজে পেতাম, তবে হয়তো সেই রবের দরবারে নিজের আক্ষেপ রচনার চেষ্টাই করতাম না।
ভেবে দেখেছেন, একাকীত্বের নিদর্শন কতো সুন্দর?

ডা. সারোয়ার হোসেন। আসিফ মাহতাব উৎস। সমক|মীতা, ট্রান্স ইস্যুতে উনারাই দাঁড়িয়ে গেছেন পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে। যেখানে ...
19/08/2025

ডা. সারোয়ার হোসেন।
আসিফ মাহতাব উৎস।
সমক|মীতা, ট্রান্স ইস্যুতে উনারাই দাঁড়িয়ে গেছেন পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে।
যেখানে সেলিব্রিটিরা মেপে মেপে পোস্ট দেয়। হক্ব গোপন করার বনী ইসরাঈলী কৌশল বেছে নিয়েছে।
সেই জায়গায় তারাই দাঁড়িয়ে গেছে অভিশপ্ত এজেন্ডার বিরুদ্ধে।

এই ইস্যু উম্মাহর ইস্যু। আমরা তাদের নিয়ে বেশি বেশি কথা বলি। এই বিষয়ে কেউ চুপ থাকবেন না৷

আল্লাহুমমাগফিরলি 🥹🥀।
19/08/2025

আল্লাহুমমাগফিরলি 🥹🥀।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hijabi:

Share