23/09/2025
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ করা হয়েছে।
এর দায় প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এই অযোগ্য সুশীল উপদেষ্টাদের সুশীলতার কারণেই তারা দুই হাজার নিরীহ ছাত্রকে হ /ত্যা করে ও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা করছে না।
এখনো দেশের সব বড় বড় জায়গায় আওয়ামী দোসররা বসে আছে।
প্রশাসন ও আমলারা—যারা খু /নি হাসিনার দেওয়া আদেশ বাস্তবায়ন করতো—তাদের জামাই-আদরে এখনো সব জায়গায় বসিয়ে রাখা হয়েছে।
আখতার হোসেনরা বিপ্লব করে জাতিকে মুক্ত করেছে, তাই সেই আখতার হোসেনদের ওপর তাদের এত রাগ। এই আখতার হোসেনরাই শেষ পর্যন্ত দেশে টিকে থাকবে।
দুই হাজার নিরীহ ছাত্রকে হ /ত্যা করে, গু /ম-খুন / করেও যারা এখনো পর্যন্ত সামান্য অনুশোচনাও করেনি, তাদের সঙ্গেই সুশীলতা মারাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার।
এই বিপ্লবকে পুরাপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, সুযোগ এবং ক্ষমতার লোভে মজলুমরা ও এখন জুলুম করছে নিয়মিত।
নেতাদের এখন সাহস হয়েছে আগের মতো পুলিশ দেখলে দৌড়ে পালায় না। তারা এখন সব কিছুতে সংবিধান দেখে।
সংবিধান করে করে যারা আ.লীগকে বাচিঁয়েছে তাদের ও এর দান নিতে হবে।
এই বিপ্লব থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, বিপ্লব করে সুশীলদের হাতে দেশ দেওয়া যায় না। দায়িত্ব বিপ্লবীদের নিতে হয় তা নাহলে মার খেতে হবে।