
07/11/2023
বর্তমানে আর্থ্রাইটিস (Arthritis) অত্যন্ত পরিচিত একটি অসুখ। জীবনযাত্রার সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে এই রোগ। সমাজের আর্থ-সামাজিক বোঝা হিসেবে এই রোগ ক্রমবর্ধমান হচ্ছে। মূলত একটা বয়সের পর যে কেউ আক্রান্ত হতে পারেন এই অসুখে। মূলত ৬০ বছর বয়স থেকে এই রোগের প্রকোপ বাড়লেও এখনও অনেক ৩০ বছর বয়সীও আক্রান্ত হচ্ছেন আর্থ্রাইটিসে। কিছুদিন আগেই জুভেনাইল আর্থ্রাইটিস (Arthritis) নিয়ে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে শৈশবকেও কী ভাবে গ্রাস করছে আথ্রাইটিস। এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ৩ কোটি ৫০ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত।।।